ঢাকাবুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

এবার সর্বমিত্র চাকমার ভিডিও নিয়ে যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ০৪:৪৮ পিএম

facebook sharing button

এবার সর্বমিত্র চাকমার ভিডিও নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
ছবি: কোলাজ

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বয়স্ক লোক, এক ছেলের মোবাইল কেড়ে নিয়ে দৌড় দিয়েছে। ওই ছেলে দৌড়ে যাচ্ছে একটা বয়স্ক লোককে ধরতে। মাঝপথে দেখা সর্বমিত্রের সঙ্গে।

বিজ্ঞাপন

ওই ছাত্র সর্বমিত্রকে দেখে বলছেন, আপনি সর্বমিত্র চাকমা না? ডাকসু সদস্য সর্বমিত্র না?, হ্যাঁ। ছেলেটি বললেন, ভাই এই লোক আমার মোবাইল কেড়ে নিয়েছে। কিছু একটা করেন। সর্বমিত্র চমৎকার করে একটা হাসি দিয়ে বলছেন, মুরুব্বি মানুষ যা করেছেন, ভালো করেছেন।

সিনিয়র সিটিজেন। তাদের সম্মান জানানো উচিত। কিন্তু আমার মোবাইল, আমার মোবাইল নিয়ে গেছে ভাইয়া? সর্বমিত্র বলছেন, আরে মুরুব্বি মানুষ। 

বিজ্ঞাপন

এই ভিডিওটি শেয়ার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, অনেক চেষ্টা করেছি ‘WOKE’ দের attack-এর ভয়ে শেয়ার না দিতে।

সর্বমিত্র চাকমার এই ভিডিওটি নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে, পাওয়া যাচ্ছে পক্ষে-বিপক্ষে নানা ক্রিয়া-প্রতিক্রিয়া। 

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় দুই সপ্তাহ ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন ছাত্রশিবিরের নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। ‘অবৈধ’ দোকান, উদ্বাস্তু, ভবঘুরে ও নেশাগ্রস্তদের উচ্ছেদ করছেন তারা। এ সময় মারধর, হেনস্তা, ব্যক্তিগত গোপনীয় লঙ্ঘন করার অভিযোগও রয়েছে। সেসব নিয়ে শুরুর দিন থেকেই আলোচনা-সমালোচনা চলছে। মানবিক দিকের পাশাপাশি অভিযানের এখতিয়ার নিয়েও প্রশ্ন উঠেছে। 

শুরুতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুয়ায়েরকে এতে নেতৃত্ব দিতে দেখা যায়। কয়েক দিন পর সক্রিয়ভাবে উচ্ছেদ অভিযানে দেখা যায় সদস্য সর্বমিত্র চাকমাকে। জুবায়েরকে আর সেভাবে দেখা যায়নি। বিতর্কের কেন্দ্রে চলে আসেন সর্বমিত্র। সর্বশেষ গত মঙ্গলবার রাতে লাঠি হাতে এক বৃদ্ধকে শাসানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |

Notifications Powered by iZooto