ঢাকা, মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২, ১৭ সফর ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২, ১৭ সফর ১৪৪৭

অনেক দিন ধরেই সম্পর্কে আছি : জয়া আহসান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
অনেক দিন ধরেই সম্পর্কে আছি : জয়া আহসান
জয়া আহসান

ঈদে ‘তাণ্ডব’, ‘উৎসব’-এর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুই সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’।

সিনেমার প্রচার উপলক্ষে অভিনেত্রী জয়া আহসান কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমা ছাড়াও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। এই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা স্বীকার করলেন।

আরো পড়ুন
সৈকত নাসিরের নয়া কৌশল

সৈকত নাসিরের নয়া কৌশল

 

আপনার জীবনে বিশেষ কেউ আছেন কি না—সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।

মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’ নাম না বললেও জয়া জানান, তাঁর ‘বিশেষ মানুষ’ সিনেমা–দুনিয়ার কেউ নন।

জয়া আহসান বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর...।

যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়; সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি; এগুলো কিছু মনে করে না।
আমাকে কাজ করতে দিচ্ছে। এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।

বিয়ে করছেন এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা—এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি (বিয়ে নিয়ে)।’

তাহলে কি আপনি বিয়ের জন্য তৈরি নন? এই প্রশ্নের উত্তরে জয়া বলেন, এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয়। তাঁর ভাষ্যে, ‘আমার আসলে একটা ভীতি আছে, একটা ভয় কাজ করে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে ‘ঘুষি মারেন’ জয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে ‘ঘুষি মারেন’ জয়া
সংগৃহীত ছবি

অতিরিক্ত রাগের কারণে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন বলিউডের প্রবীণ অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া বচ্চন। কখনো ছবি শিকারিদের উদ্দেশে বলে ফেলেন কটু কথা, কখনো আবার ভক্তদের দেখলেই রেগে যান। এবারও তার ব্যতিক্রম হলো না, এমন কাণ্ড ঘটালেন যা দেখে উপস্থিত সবাই চমকে যান! 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি (তিনি নাকি একজন দলীয় কর্মী) অনুমতি ছাড়াই জয়া বচ্চনের সঙ্গে সেলফি নিতে এগিয়ে যান তার কাছে। ভক্তের সঙ্গে সেলফি তোলা তো দূর, এইভাবে অনুমতি ছাড়া কাছে আসতেই ভীষণভাবে রেগে যান জয়া।

 

এরপর নিজেকে সরিয়ে নিয়ে ওই ভক্তকে ঘুূষি মারেন জয়া বচ্চন। ঘটনার আকস্মিকতায় ওই ব্যক্তি নিজেও লজ্জা পেয়ে সরে যান। এরপর হাসিমুখেই জয়াকে ‘স্যরি’ বলেন। কিন্তু এতেও রাগ পড়েনি ধন্যি মেয়ের।

তিনি পাল্টা ওই ব্যক্তিকে বকাবকি করেন। উপস্থিত সবাই ভীষণভাবে অপ্রস্তুত হয়ে পড়েন গোটা ঘটনায়। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল। প্রবীণ অভিনেত্রীর নিন্দায় সরব নেটভুবনের একাংশ।

ঘটনাটি ঘটেছে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে, যেখানে জয়া বচ্চন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জয়ার পাশাপাশি সেখানে উপস্থিত থাকতে দেখা যায় শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীকেও। ব্যাপারটা ঘটার পরেই জয়া স্বাভাবিক হলেও বাকিরা কিছুটা ইতস্তত বোধ করতে থাকেন।

ভিডিও ছড়িয়ে পড়তেই জয়ার এমন আচরণ নিয়ে আবার ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। ওই ব্যক্তির উদ্দেশেও অনেকে বলেন, ‘জয়া বচ্চনের ছবি তোলার কী প্রয়োজন ছিল?’ কেউ কেউ আবার জয়াকে ভীষণভাবে ‘দাম্ভিক’ বলে অভিহিত করেন।

সব মিলিয়ে নিজের মেজাজের জন্য আবারও খবরের শিরোনামে উঠে এলেন জয়া বচ্চন।

বিগত কয়েক মাসে জয়া বচ্চন বহুবার বহু মানুষের ওপর রেগে গিয়েছেন। স্ত্রীর এই ব্যবহারে লজ্জায় পড়তে হয় গোটা পরিবারকে। যদিও তাতে বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ অমিতাভ পত্নী। ছবি শিকারী থেকে সহকর্মী, জয়া বচ্চন কখন কার সঙ্গে কী ব্যবহার করে বসেন তা কেউ বলতে পারে না।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফের আত্মহননের হুমকি দিলেন হিরো আলম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
ফের আত্মহননের হুমকি দিলেন হিরো আলম
হিরো আলম

মডেল রিয়া মনি ও ম্যাক্স অভি কক্সবাজারে গিয়েছেন সামাজিক মাধ্যমে এ তথ্য প্রচার করেন আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজেই। এরপর আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর রিয়া মনি ও ম্যাক্স অভির বিরুদ্ধে অভিযোগ আনেন। ফেসবুক লাইভে এসে দুজনকে নিয়ে কথাও বলেন। এরই প্রেক্ষিতে স্ত্রী রিয়া মনি হিরো আলমকে ডিভোর্স দেবেন বলে জানান।

বিষয়টি কোনোভাবেই নিতে পারছেন না হিরো আলম।

আর এ কারণেই মঙ্গলবার বিকেলে আত্মহননের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এ কনটেন্ট ক্রিয়েটর। যাতে লেখা ছিল, ‘রিয়া মনি মিথ্যা কথা বলে।

তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলমের ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব আমি রিয়াল ছিলাম।
কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসভবনে।’

আরো পড়ুন
মিথিলা নয়, সুস্মিতাকেই সৃজিতের সঙ্গে দেখা যাচ্ছে সবখানে

মিথিলা নয়, সুস্মিতাকেই সৃজিতের সঙ্গে দেখা যাচ্ছে সবখানে

 

কিছুদিন আগেও রিয়া মনির সঙ্গে আলাদা থাকার কারণে বিরহে আত্মহননের চেষ্টা করেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর। বগুড়ার ধুনটে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ খান। পরে তাঁর এক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে আসেন। রিয়া মনি এ খবর শুনে বগুড়ায় ছুটে যান।

হিরো আলমকে নিয়ে এসে দুজনে একত্রেই থাকছিলেন। হঠাৎ করেই দুজনের মধ্যে ফের মনোমালিন্য ঘটে।

এদিকে রিয়া মনি অভিযোগ করছেন যে হিরো আলম একাধিক নারীর সঙ্গে যোগাযোগ রাখেন। তবে হিরো আলম এ অভিযোগ অস্বীকার করেছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

আইপিএলে দল কেনার বিষয়ে যা বললেন সালমান খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আইপিএলে দল কেনার বিষয়ে যা বললেন সালমান খান
সংগৃহীত ছবি

ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল শুরুর পর থেকেই ভারতের ক্রীড়াপ্রেমীদের মধ্যে এর উন্মাদনা চোখে পড়ার মতো। তবে শুধু দর্শকই নয়, মাঠের গ্যালারি কিংবা ভিআইপি বক্স, সব জায়গাতেই থাকে হিন্দি সিনেমার তারকাদের উপস্থিতি।

বলিউডের শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্তার মতো তারকারা ইতিমধ্যেই নিজেদের জন্য আইপিএলের দল কিনে রেখেছেন। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানো প্রশ্ন— শাহরুখের মতো বলিউডের আরেক সুপারস্টার সালমান খানও কি কখনো আইপিএল দলের মালিক হবেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নই করা হয় ভাইজানকে।

মজার ছলেই সালমান বলেন, ‘আইপিএল টিম কেনার মতো বয়স নেই আর! বুড়ো হয়ে গেছি।’

সালমান আরো বলেন, ‘আসলে ২০০৮ সালে আমার কাছেও আইপিএল দল কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি রাজি হইনি। তবে বিষয়টা এরকমও নয় যে আমি অনুশোচনায় ভুগছি।

আমি মজাতেই রয়েছি।’

বলা যায়, অদূর ভবিষ্যতে যে তার দল কেনার কোনো পরিকল্পনা নেই, সেটাও স্পষ্ট জানিয়ে দিলেন সালমান খান।

প্রাসঙ্গিক
মন্তব্য

আহমেদ শরীফের বদলে যাওয়া জীবন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
আহমেদ শরীফের বদলে যাওয়া জীবন
আহমেদ শরীফ

দেশের বর্ষীয়ান অভিনেতা আহমেদ শরীফ। প্রায় আট শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা। এখন তিনি অভিনয় থেকে দূরে।

তবে মাঝেমধ্যে কথা বলেন সিনেমাসংশ্লিষ্ট বিষয় নিয়ে।

ঢাকাই সিনেমার চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে খলনায়ক হিসেবে স্থায়ী আসন করে নিয়েছেন এই অভিনেতা। ১৯৭২ সালে সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ সিনেমা দিয়ে অভিষেক ঘটে এই অভিনেতার। এরপর তিনি একটানা ২০১৫ সাল পর্যন্ত প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।

তবে খলনায়ক হিসেবে ১৯৭৬ সালে তিনি প্রথম অভিনয় করেন দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘বন্দুক’ ছবিতে। এ ছবিটি সুপারডুপার হিট হয়।

আরো পড়ুন
মিথিলা নয়, সুস্মিতাকেই সৃজিতের সঙ্গে দেখা যাচ্ছে সবখানে

মিথিলা নয়, সুস্মিতাকেই সৃজিতের সঙ্গে দেখা যাচ্ছে সবখানে

 

আহমেদ শরীফ কৈশোরে মঞ্চে অভিনয় করতেন। কিন্তু চলচ্চিত্রের রুপালি পর্দায় অভিনয়ের কথা কখনো কল্পনাও করেননি।

শিবলী সাদিকের কথায় সুভাষ দত্তের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আহমেদ শরীফের জীবন বদলে যায় সিনেমার কাহিনির মতোই।

আহমেদ শরীফ একটা সাক্ষাৎকারে বলেছেন, ‘গাঙচিল’ তার ক্যারিয়ারের সেরা ছবি। এ ছবিতে তার অভিনয়, লুক, ব্যক্তিত্বের মধ্যে একটা অন্যরকম ব্যাপার ছিল। সমুদ্রের নাবিক ও অন্যান্য জনজীবনের মাঝে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ছবির গল্প।

আহমেদ শরীফের বাবার কুষ্টিয়ায় একটি সিনেমা হল ছিল।

এ কারণে অনেক সময় ঢাকা থেকে সিনেমার ফিল্ম নিয়ে তাকে যাওয়া-আসা করতে হতো। সেই সূত্রেই তার শিবলী সাদিকের সঙ্গে পরিচয় ছিল। শিবলী সাদিকই তাকে সুভাষ দত্তের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক-টেলিফিল্ম নির্মাণ করেন। ২০০১ সালে প্রথম নির্মাণ করেন টেলিফিল্ম ‘ক্ষণিক বসন্ত’। ২০০৩ সালে বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করেন নাটক ‘ফুল ফুটে ফুল ঝরে’। দীর্ঘ আট বছর পর নাদের খানের প্রযোজনা ও রচনায় হাস্যরসাত্মক গল্পের এ নাটকের নাম ‘মাইরের ওপর ওষুধ নাই’।

আরো পড়ুন
বান্ধবীর স্বামীকে বিয়ে করে আফসোস করছেন হনসিকা

বান্ধবীর স্বামীকে বিয়ে করে আফসোস করছেন হনসিকা

 

১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠার সময়ে প্রথম সাধারণ সম্পাদক, এরপর আরও দুই মেয়াদে সাধারণ সম্পাদক এবং চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। 

আহমেদ শরীফ ১৯৪২ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। আজ এই শক্তিমান অভিনেতার জন্মদিন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ