Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 31, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 31, 2025
জাতীয় সরকার নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য সত্য নয়; সাদিক কায়েম সমন্বয়ক ছিল না: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2025, 01:50 pm
Last modified: 31 July, 2025, 02:26 pm
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
email sharing button

Related News

  • নারীকে রাজনীতি ও মূলধারার বাইরে রেখে নিরাপদ বাংলাদেশ গঠন সম্ভব নয়: তারেক
  • রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া থাকা দরকার: মির্জা ফখরুল
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৩ আগস্ট পর্যন্ত স্থগিত
  • সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে সংকটে ফেলে দিতে পারে: তারেক রহমান
  • ডিসেম্বরে নির্বাচন হলে খালেদা জিয়া অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু

জাতীয় সরকার নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য সত্য নয়; সাদিক কায়েম সমন্বয়ক ছিল না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'শিবির নেতা সাদিক কায়েম বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলনা। কিন্তু ৫ই অগাস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে।'
টিবিএস রিপোর্ট
31 July, 2025, 01:50 pm
Last modified: 31 July, 2025, 02:26 pm
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: এএফপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয় নাই। তারা অন্য মাধ্যমে এ প্রস্তাবনা পেয়েছিল। এই বক্তব্যটি সত্য নয়।'

এছাড়া, জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাতে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের দাবি করেছেন বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, 'শিবির নেতা সাদিক কায়েম বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলনা। কিন্তু ৫ই অগাস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে।'

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেছেন তিনি।

টিবিএস পাঠকদের জন্য নাহিদ ইসলামের ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হলো:

"১। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয় নাই। তারা অন্য মাধ্যমে এ প্রস্তাবনা পেয়েছিল। এই বক্তব্যটি সত্য নয়। ৫ই অগাস্ট রাতের প্রেস ব্রিফিং এ আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই প্রেস ব্রিফিং এর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন। আমরা ড. মুহাম্মদ ইউনূসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে। 

৭ই অগাস্ট ভোরবেলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় আমরা উনার সাথে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি। উপদেষ্টা পরিষদ শপথ নেবার আগে জনাব তারেক রহমানের সাথে আরেকটি মিটিং এ প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে আলোচনা/পর্যালোচনা হয়।

২। শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টকশোতে বলেছেন ছাত্রশক্তির গঠনপ্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম। এটা মিথ্যাচার। 'গুরুবার আড্ডা' পাঠচক্রের সাথে জড়িত একটা অংশ এবং ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয়। সাথে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত হয়। একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্রে দীর্ঘসময় ধরে কাজ করা হয়েছে। আমরা ক্যাম্পাসে আট বছর রাজনীতি করছি। ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সকল পক্ষের সাথেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল। সেই কারণে ঢাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল। যোগাযোগ, সম্পর্ক বা কখনো সহোযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল।

দ্বিতীয়ত, সাদিক কায়েম বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলনা। কিন্তু ৫ই অগাস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কাইয়ুমকে প্রেস ব্রিফিং এ বসার ব্যবস্থা করা হয়। কিন্তু সাদিক কাইয়ুমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে এই অভ্যুত্থান ঢাবি শিবিরই নেতৃত্ব দিসে, আমরা সামনে শুধু পোস্টার ছিলাম। অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই। কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই। আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম। আর কারা ক্ষমতার ভাগ বাঁটোয়ারা করতে চাইছে, গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে সে বিষয়ে অন্যদিন বলবো। 

৩। ২রা অগাস্ট, ২০২৪ রাতে জুলকারনাইন সায়েররা একটা আর্মি ক্যু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এ উদ্দেশ্য কথিত সেইফ হাউজে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেইট করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের একদফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। রিফাতদের বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল একদফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে। আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। আমাদের ভিতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে আরেকটা এক-এগারো হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে আগাতে হবে। ৫ই অগাস্ট থেকে আমরা এ অবস্থান ব্যক্ত করে গিয়েছি। 

সায়েরগং ৫ই অগাস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে। সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে। এবং তারা ব্যবহৃতও হয়েছে। সায়ের গংদের এ চেষ্টা অব্যাহত আছে। কল রেকর্ড ফাঁস, সার্ভাইলেন্স, চরিত্রহনন, অপপ্রচার, প্রোপাগান্ডা হেন কোনো কাজ নাই হচ্ছে না। বাংলাদেশে সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এ দেশের ইতিহাসে এরকম কখনো হইছে কিনা জানা নাই। কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশিদিন টিকা যায় না। এরাও টিকবে না।"

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / তারেক রহমান / জাতীয় সরকার গঠন / ফেসবুক পোস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিমান যাত্রায় ঝাঁকুনি কেন আগের চেয়ে বেশি? কেন তীব্রতা বাড়ছে?
  • যুক্তরাজ্যে বিমানের ভেতর ‘ট্রাম্পের মৃত্যু হোক’, ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার: ফ্লাইটের জরুরি অবতরণ, গ্রেপ্তার ১
  • আইএফআইসি আমার বন্ড কেলেঙ্কারি: সালমান-শায়ান-শিবলী রুবাইয়াতকে আজীবন পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা
  • রায় জালিয়াতির অভিযোগ: আদালতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল বললেন, 'ইটস নট ট্রু'
  • 'ভালো বন্ধু' ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চান ট্রাম্প
  • কর ফাঁকি: ১৫০ প্রকৌশলী, বিচারক ও পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে আয়কর গোয়েন্দা ইউনিট

Related News

  • নারীকে রাজনীতি ও মূলধারার বাইরে রেখে নিরাপদ বাংলাদেশ গঠন সম্ভব নয়: তারেক
  • রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া থাকা দরকার: মির্জা ফখরুল
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৩ আগস্ট পর্যন্ত স্থগিত
  • সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে সংকটে ফেলে দিতে পারে: তারেক রহমান
  • ডিসেম্বরে নির্বাচন হলে খালেদা জিয়া অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু
by Taboolaby Taboola
Sponsored LinksSponsored Links
Promoted LinksPromoted Links
You May Like
新スタイル登場 "ウッドハウス" 東京 シニアの購入が急増中Smartfinancetips | 検索広告
Undo
ホエイたんぱく質、3つの凄さ。アメリカ乳製品輸出協会
Undo

Most Read

1
আন্তর্জাতিক

বিমান যাত্রায় ঝাঁকুনি কেন আগের চেয়ে বেশি? কেন তীব্রতা বাড়ছে?

2
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে বিমানের ভেতর ‘ট্রাম্পের মৃত্যু হোক’, ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার: ফ্লাইটের জরুরি অবতরণ, গ্রেপ্তার ১

3
বাংলাদেশ

আইএফআইসি আমার বন্ড কেলেঙ্কারি: সালমান-শায়ান-শিবলী রুবাইয়াতকে আজীবন পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা

4
বাংলাদেশ

রায় জালিয়াতির অভিযোগ: আদালতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল বললেন, 'ইটস নট ট্রু'

5
আন্তর্জাতিক

'ভালো বন্ধু' ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চান ট্রাম্প

6
অর্থনীতি

কর ফাঁকি: ১৫০ প্রকৌশলী, বিচারক ও পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে আয়কর গোয়েন্দা ইউনিট

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ; যানজট, ভোগান্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2025, 12:55 pm
Last modified: 31 July, 2025, 01:57 pm

Related News

  • জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে কমিশনসহ সরকারের বিরুদ্ধে মামলা করবে জামায়াত: তাহের
  • মৌলিক সংস্কার ও আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া এনসিপি কোনো সনদে সই করবে না: আখতার হোসেন
  • সাংবিধানিক নয়, জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় বিএনপি
  • জুলাই ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ কী, বাস্তবায়ন কবে-কীভাবে 
  • নির্বাচনের আগেই জুলাই সনদের আইনগত কাঠামো চায় এনসিপি

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ; যানজট, ভোগান্তি

টিবিএস রিপোর্ট
31 July, 2025, 12:55 pm
Last modified: 31 July, 2025, 01:57 pm
ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার  দাবিতে 'জুলাই যোদ্ধা' ব্যানারে একদল আন্দোলনকারী আজ (৩১ জুলাই) ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে।

এর ফলে কারওয়ান বাজার ও ফার্মগেটসহ আশেপাশের এলাকাগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শাহবাগ জোনের ট্রাফিক ইন্সপেক্টর তরিকুল আলম সুমন বলেন, আন্দোলনকারীরা সকাল ১০টা থেকে মোড়টি অবরোধ করে রেখেছেন; তারা এখনও সড়কেই অবস্থান করছে।

বেলা ১২টা ৩০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা। এতে ঢাকার অন্যতম ব্যস্ত এই মোড়ে যান চলাচল ও জনচলাচলে ব্যাপক বিঘ্ন ও ভোগান্তি ঘটে।

বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যান।  এ সময় তারা 'রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে, 'জুলাই নিয়ে টালবাহানা, চলবে না চলবে না', 'অন্তবর্তী সরকার, জুলাই সনদ দরকার, 'আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধসহ নানা স্লোগান দেন।

ছবি: সংগৃহীত

অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে: জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি; শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান; শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নে'য়া, আহতদের সব চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রের বহন করা; আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা; শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন; শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।

Related Topics

টপ নিউজ

অবরোধ / জুলাই সনদ / জুলাই ঘোষণাপত্র / জুলাই যোদ্ধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিমান যাত্রায় ঝাঁকুনি কেন আগের চেয়ে বেশি? কেন তীব্রতা বাড়ছে?
  • যুক্তরাজ্যে বিমানের ভেতর ‘ট্রাম্পের মৃত্যু হোক’, ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার: ফ্লাইটের জরুরি অবতরণ, গ্রেপ্তার ১
  • আইএফআইসি আমার বন্ড কেলেঙ্কারি: সালমান-শায়ান-শিবলী রুবাইয়াতকে আজীবন পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা
  • রায় জালিয়াতির অভিযোগ: আদালতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল বললেন, 'ইটস নট ট্রু'
  • 'ভালো বন্ধু' ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চান ট্রাম্প
  • কর ফাঁকি: ১৫০ প্রকৌশলী, বিচারক ও পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে আয়কর গোয়েন্দা ইউনিট

Related News

  • জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে কমিশনসহ সরকারের বিরুদ্ধে মামলা করবে জামায়াত: তাহের
  • মৌলিক সংস্কার ও আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া এনসিপি কোনো সনদে সই করবে না: আখতার হোসেন
  • সাংবিধানিক নয়, জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় বিএনপি
  • জুলাই ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ কী, বাস্তবায়ন কবে-কীভাবে 
  • নির্বাচনের আগেই জুলাই সনদের আইনগত কাঠামো চায় এনসিপি
প্লট বরাদ্দে দুর্নীতি: রেহানা, টিউলিপ, আজমিনার বিচার শুরু; গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2025, 12:15 pm
Last modified: 31 July, 2025, 12:49 pm

Related News

  • প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু; গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন: যেভাবে টেলিগ্রামে হাসিনার সঙ্গে বৈঠকের সুযোগ দিতে চাঁদাবাজি করছে আ.লীগ
  • জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার মতো জঘন্য অপরাধ পাকিস্তানি হানাদাররাও করেনি: আইন উপদেষ্টা
  • সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ববির বিরুদ্ধে দুদকের মামলা
  • গাজীপুরে হাসিনা, কাদেরসহ ৪২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

প্লট বরাদ্দে দুর্নীতি: রেহানা, টিউলিপ, আজমিনার বিচার শুরু; গ্রেপ্তারি পরোয়ানা

গত ২০ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও ঢাকার বিশেষ জজ আদালত-৫ আদালতে তিনটি করে মোট ছয়টি মামলা বিচারের জন্য পাঠানো হয়। 
টিবিএস রিপোর্ট
31 July, 2025, 12:15 pm
Last modified: 31 July, 2025, 12:49 pm

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় চার্জগঠনের আদেশ দিয়েছেন আদালত। এর ফলে মামলাটির বিচার অনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

বৃহস্পতিবার (৩১ জুলাই) শুনানি শেষে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালত এই আদেশ দেন। চার্জগঠন শুনানির সময়ে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন একই আদালত। 

একই সঙ্গে আগামী ১৩ আগস্ট মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত। 

দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন। 

আদালত সুত্রে জানা গেছে, পৃথক তিন মামলায় শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৭ জন, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। 

গত ২০ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও ঢাকার বিশেষ জজ আদালত-৫ আদালতে তিনটি করে মোট ছয়টি মামলা বিচারের জন্য পাঠানো হয়। 

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছে, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা দায়ের করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়। সম্প্রতি সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / শেখ রেহানা / টিউলিপ সিদ্দিক / রাদওয়ান মুজিব সিদ্দিক ববি / প্লট বারদ্দ দুর্নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিমান যাত্রায় ঝাঁকুনি কেন আগের চেয়ে বেশি? কেন তীব্রতা বাড়ছে?
  • যুক্তরাজ্যে বিমানের ভেতর ‘ট্রাম্পের মৃত্যু হোক’, ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার: ফ্লাইটের জরুরি অবতরণ, গ্রেপ্তার ১
  • আইএফআইসি আমার বন্ড কেলেঙ্কারি: সালমান-শায়ান-শিবলী রুবাইয়াতকে আজীবন পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা
  • রায় জালিয়াতির অভিযোগ: আদালতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল বললেন, 'ইটস নট ট্রু'
  • 'ভালো বন্ধু' ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চান ট্রাম্প
  • কর ফাঁকি: ১৫০ প্রকৌশলী, বিচারক ও পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে আয়কর গোয়েন্দা ইউনিট

Related News

  • প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু; গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন: যেভাবে টেলিগ্রামে হাসিনার সঙ্গে বৈঠকের সুযোগ দিতে চাঁদাবাজি করছে আ.লীগ
  • জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার মতো জঘন্য অপরাধ পাকিস্তানি হানাদাররাও করেনি: আইন উপদেষ্টা
  • সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ববির বিরুদ্ধে দুদকের মামলা
  • গাজীপুরে হাসিনা, কাদেরসহ ৪২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা
EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

 
The Business Standard বাংলা

Thursday
July 31, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 31, 2025
বেনজীর আহমেদ ও তার পরিবার চাইলে ১৫ দিন সময় দেওয়া হবে: দুদকের কমিশনারকমিশনার বলেন, ‘তার সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক ১৫ দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনারের রয়েছে।’The Business Standard
Undo
নিষেধাজ্ঞার অধীনে থাকা জাহাজ প্রত্যাখ্যান, বাংলাদেশের রাষ্ট্রদূতকে রাশিয়ার তলববাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ করছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। ২০২৪ সালে চালু হওয়ার কথা রয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রের।The Business Standard
Undo
গ্রেপ্তার না করে নেতানিয়াহুকে অভ্যর্থনা, আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরিরআইসিসির গ্রেপ্তারি পরোয়ানার পরও নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করেছেন। হাঙ্গেরি সফর তার ইউরোপের প্রথম রাষ্ট্রীয় সফর। বুধবার রাতে বুদাপেস্ট বিমানবন্দরে হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফ সালাই-বোবরোভনিকজি তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি প্রেসিডেন্সিয়াল প্যালেসে সামরিক অভ্যর্থনা গ্রহণ করবেন এবং বৃহস্The Business Standard
Undo
যেভাবে ভারতবর্ষজুড়ে মানুষ শিকার করত ঠগিরা ঠগিদের নিয়ে, খুব সম্ভব, সবচেয়ে বড় কলেবরে বই লিখেছেন ফিলিপ মিডোয টেলর—কনফেশন্স অভ আ থাগ। এ বইয়ে যেসব অপরাধ-কাহিনী বর্ণিত হয়েছে—দুঃখজনক হলেও—তার বেশিরভাগই সত্য। ঘটনাগুলোকে ধারাবাহিকভাবে সাজানো এবং বইয়ের প্রধান চরিত্র আমির আলির ভয়ংকর ও দুঃসাহসিক জীবনকাহিনী পাঠকদের কাছে আরেকটু আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্The Business Standard
Undo
' ' '
' ' '
নগদ নিয়ে সংকটে ডাক বিভাগ, ঝুঁকিতে গ্রাহকের টাকাগ্রাহকদের অর্থ বন্ধক রেখে নেওয়া ঋণ অনাদায়ে ৩১৭ কোটি টাকার ঘাটতি তৈরি করে বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগের সঙ্গে জটিলতায় জড়িয়েছে নগদ।The Business Standard
Undo
メグ・ライアンの現在の衝撃的な姿を見る前に覚悟してください。 One Daily |
Sponsored LinksSponsored Links
Undo
駐車時にはボトルを必ずタイヤに置くべきですか?WorldFamilys.com |
Sponsored LinksSponsored Links
Undo
কোয়েলের মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে ৬৯৭ বন্যপাখি জবাই, চট্টগ্রামে গ্রেপ্তার ৩‘ইছামতি নদীর তীরবর্তী বিস্তৃত ফসলি জমিতে প্রতিদিন হাজারো পাখি খাবারের সন্ধানে আসে। গ্রেপ্তারকৃতরা সেই জমিতে জাল পেতে পাখিগুলো ধরে জবাই করত।’The Business Standard
Undo
পেয়ারা মানেই এখন কাজী পেয়ারা! কে এই কাজী!ফলের দোকান, রাস্তাঘাট কি ভ্যান সবজায়গাতেই বড়সড় আকৃতির টসটসে কাজী পেয়ারার আধিপত্য চোখে পড়ার মতো! তবে নব্বইয়ের দশকের আগেও এতো দেখা যায় নি কাজী পেয়ারা। একে তো স্বাদে ভালো, আবার বেশ সহজলভ্য আর সারাবছর পাওয়া যায়, সবমিলিয়ে বলা যায়, কাজী পেয়ারার দোর্দন্ড প্রতাপ।The Business Standard
Undo
প্রারম্ভিক ভীতির পরে মোদির বিজেপিকে টপকে এগিয়ে মমতার তৃণমূলপশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৩১ আসনে।  আর ক্ষমতাসীন দল বিজেপি এগিয়ে আছে ১০ আসনে।The Business Standard
Undo
ভারতের লোকসভা নির্বাচন: তারকা প্রার্থীদের কারা এগিয়ে, কারা পিছিয়েসাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান পশ্চিমবঙ্গের বহরমপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন। তিনি ওই আসনে বিরোধী প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন।The Business Standard
Undo
নকলের অভিযোগে মার্কিন পর্যালোচনার অধীনে বাংলাদেশের পোশাক পণ্যবাংলাদেশে তৈরি পোশাক পণ্যের বিরুদ্ধে নকলের অভিযোগ ওঠায় ‘স্পেশাল ৩০১ রিভিউ অন আইপিআর প্রোটেকশন এন্ড এনফোর্সমেন্ট’ এর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য কর্তৃপক্ষ– ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর), যা বৈশ্বিক মেধাসত্ত্ব রক্ষা ও কার্যকরের দিকটি তত্ত্বাবধান করে।The Business Standard
Undo
地下鉄での動画が流出し、女性の人生が一変Kingdom Of Men |
Sponsored LinksSponsored Links
Undo
〈写真アリ〉車のドアノブにコインが挟まれていたら、今すぐ〇〇すべき…WorldFamilys.com |
Sponsored LinksSponsored Links
Undo
লকডাউনে কমেছে কনডমের ব্যবহার-বিক্রিবলা হয়ে থাকে, মালেশিয়া ভিত্তিক এ কোম্পানিটি বিশ্বের প্রতি পাঁচটি কনডমের একটির প্রস্তুতকারক। বর্তমানে কনডম থেকে লাভজনক মেডিক্যাল গ্লোভের ব্যবসায় ঝুঁকছে কোম্পানিটি।The Business Standard
Undo
পুতিনের ‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে বের হয়ে আসার ঘোষণায় পারমাণবিক যুদ্ধের শঙ্কা বাড়লমঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাশিয়ার পার্লামেন্টে বার্ষিক রাষ্ট্রীয় ভাষণে এ ঘোষণা দেন পুতিন।The Business Standard
Undo