টেস্ট গসিপ নিয়ে আনন্দলোকে হাজির সোশ্যালাইট মিস আঙুরলতা
মুখে এক, মনে আর এক... সেলেবদের ডিএনএ-তে বোধ হয় এই দ্বিচারিতা প্রোথিত হয়ে গিয়েছে। কিন্তু টলি জগতের নতুন সেনসেশন সদাহাস্যময়ী যেভাবে পাল্টির পর পাল্টি খাচ্ছে, তাতে তাকে অলিম্পিক্সে পাঠিয়ে দিলে দেশের জন্য পদক নিয়ে এলেও আসতে পারে। আসলে সদাহাস্যময়ী বোধ হয় জানে, অভিনয় দিয়ে বাজিমাত করাটা খানিক দূরগত হয়ে গিয়েছে তার কাছে। তাই পিআর করে যতটা এগোনো যায় আর কী। শিকার নামে সিনেমায় একটা আইটেম নম্বরে নেচে সে যা মাতামাতি করছে, মনে হচ্ছে যেন জাতীয় স্বীকৃতি এসেছে তার। প্রচার থেকে শুরু করে প্রিমিয়ার... সমস্ত লাইমলাইট একা শুষে নিচ্ছে। তার দামালপনার সামনে ছবির নায়িকা হয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে সরল-মা’র। একটি ফোটোঅপে সকল কুলাকুশলীর ছবি একসঙ্গে উঠছিল। কিন্তু সদাহাস্যময়ী কনুইয়ের হালকা ভাঁজে সরল মা-কে যা ডজ করল! সে চলে গেল ভিড়ের দিকে। যেন সদাহাস্যই মধ্যমণি। ফলে যা হয়, সরল-মা গেল রেগে। সে খেটেখুটে কাজ করবে, কিন্তু লাভের গুড় সদাহাস্য খাবে, তা হয় নাকি? তবে আমি বোঝালাম সরল-মাকে। সদাহাস্যর সঙ্গে পেরে ওঠা কঠিন। এই তো সেদিন আমাকেই বড় মুখ করে ‘গসিপ’-এর হদিশ দিচ্ছিল। পরিচালক সৃষ্টিঠাকুর নাকি বারবার তার নাম জপছে। কাজ