১) আমার পরিবারের বিরূদ্ধে দুর্নীতি বিষয়ক যে অপপ্রচার চালানো হয়েছে এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি। আমি দৃঢ়তার সাথে বলছি, এগুলো বানোয়াট, মিথ্যা এবং অপপ্রচার। বাকিটা আইনগতভাবে প্রমাণিত হবে ইনশাল্লাহ।
২) আমার ধর্মবিশ্বাস নিয়ে যে অপপ্রচার চলছে এটি আমার বর্তমান অবস্থান নয়। আমি কোনো অবস্থাতেই একজন নিখুঁত মুসলিম নই, কিন্তু এটুকু বলতে পারি, আমি পরম করুণাময় আল্লাহর রহমতে বিশ্বাস রাখি, আল্লাহর রাসুলে (স) আস্থা রাখি। আমার ধর্মবিশ্বাস একান্তই আমার এবং আল্লাহ পাকের ভেতরে, এ বিষয়টি নিয়ে এভাবে প্রকাশ্যে কথা বলাটা আমার জন্য বিব্রতকর। তবুও, আমাকে যে শাতিমে রাসুল সহ নাস্তিক ইত্যাদি ডাকা হচ্ছে, এগুলো সত্যি নয়। আল্লাহ পাক আমার এবং সকলের ভুলত্রুটি ক্ষমা করুন।
৩) এই সময়ে যারা আমার এবং আমার পরিবারের সাথে আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশ্বাস করি, সত্য উন্মোচিত হবে এবং আল্লাহ পাক আমার মাথা উচু রাখবেন।