ঢাকা, মঙ্গলবার ২০ আগস্ট ২০২৪
৫ ভাদ্র ১৪৩১, ১৪ সফর ১৪৪৬

পূজায় ঢোল বাজিয়ে মাত করলেন উত্তরের মেয়র আতিক (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
পূজায় ঢোল বাজিয়ে মাত করলেন উত্তরের মেয়র আতিক (ভিডিওসহ)

শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। তাদের সাথে মিলেমিশে একাকার হলেন ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম। গতকাল রাতেই রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যান মেয়র। সেখানে আয়োজকদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন।

এরপরই সার্বজনীন এই উৎসবে শরিক হন তিনি। ঢোল নিয়ে নিজেই বাজাতে শুরু করেন। মেয়রের ঢোল বাজানো দেখে মণ্ডবে উৎসবটা যেন আরো বেশি উপভোগ্য হয়ে ওঠে।

ভিডিওটি দেখুন :

কাঁধে ঢোল ঝুলিয়ে মেয়র আতিক যেভাবে ঢোল বাজাচ্ছিলেন, দেখে মনে হবে তিনি যেন পেশাদার কোনো বাজিয়ে শিল্পী।

তাকে ঘিরে নাচছিলেন সবাই। হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারদিক। 

মেয়রের ঢোল বাজানোর এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা ও নানা মন্তব্য।

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্বর্তী সরকার প্রধানকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অন্তর্বর্তী সরকার প্রধানকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

জাতিসংঘ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশের জনগণের সুবিধার্থে আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ কান্ট্রি টিমের মাধ্যমে সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি। 

গতকাল সোমবার (১৯ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি গণমাধ্যমের কাছে প্রকাশ করে। চিঠিতে ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব।

 

গুতেরেস বলেন, ‘আমি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানাই।’

অন্তর্বর্তীকালীন সময়ে ড. ইউনূসের নেতৃত্ব সহিংসতা বন্ধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব।

তিনি বলেন, ‘আমি আশা করি আপনার সরকার তরুণ ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়গুলোকেও বিবেচনায় নিয়ে অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ নেবে।’

চিঠিতে গুতেরেস বলেন, তিনি সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের ওপর নির্ভর করছেন।

তিনি আরো বলেন, ‘বিশেষ করে মিয়ানমারে অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য আমি আপনাদের প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।’ 
 

মন্তব্য

আসাদুজ্জামানকে ভিডিও দেখানো সেই ডিসি পুলিশ হেফাজতে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আসাদুজ্জামানকে ভিডিও দেখানো সেই ডিসি পুলিশ হেফাজতে

কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের গুলির বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মোবাইল ফোনে একটি ভিডিও দেখিয়ে পরিস্থিতির বর্ণনা দেওয়া ডিএমপির ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মাদ ইকবালকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় নরসিংদীর নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বর্তমানে তিনি ডিএমপিতে রয়েছেন। পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় মোহাম্মদ ইকবাল ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগে উপ-কমিশনার (ডিসি) ছিলেন। যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকা তার আওতাধীন ছিল। আন্দোলনের সময় এই দুটি জায়গাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। ঢাকায় সবচেয়ে বেশি পুলিশ ও ছাত্র-জনতা হতাহত হয়েছেন এই দুই এলাকায়।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার দেশত্যাগের দুই দিন আগেই পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ওই ভিডিওতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামানকে মোবাইল ফোনে একটি ভিডিও দেখিয়ে ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মাদ ইকবাল বলেন, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা।

একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িলে পড়ার পর ভাইরাল হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান মোহাম্মদ ইকবাল। গতরাতে নরসিংদীর নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে নিজেদের হেফাজতে রাখে পুলিশ।

মন্তব্য

ডেঙ্গু ও ম্যালেরিয়ার বিস্তার বেড়েছে এক দশকে

শেয়ার
ডেঙ্গু ও ম্যালেরিয়ার বিস্তার বেড়েছে এক দশকে

দেশে মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়ছে। বিশেষ করে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের বিস্তার বেড়েছে উল্লেখযোগ্য হারে। কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ প্রচেষ্টার পর কয়েকটি রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মহামারি আকারে ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য মতে, গত এক দশকে শুধু ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগে মৃত্যু হয়েছে আড়াই হাজার মানুষের।

আক্রান্ত হয়েছে আট লাখের বেশি মানুষ। 

আরো পড়ুন
গণমাধ্যমের ওপর হামলা রুখে দিতে প্রস্তুত শিক্ষার্থীরা

গণমাধ্যমের ওপর হামলা রুখে দিতে প্রস্তুত শিক্ষার্থীরা

 

মশাবাহিত রোগ বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রতিবছর ২০ আগস্ট পালিত হয় বিশ্ব মশা দিবস। ১৯৩০ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন দিবসটি প্রথম পালন করা শুরু করে।

বাংলাদেশে দিবসটি সে অর্থে পালন হয় না বললেই চলে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি (সংক্রামক রোগ নিয়ন্ত্রণ) শাখার লাইন ডিরেক্টর ডা. শেখ দাউদ আদনান কালের কণ্ঠকে বলেন, ‘মশা নিয়ে এ মুহূর্তে আমাদের কোনো কিছু নেই। এটা আমাদের কাজও না।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই হাজার ৪০৫ জনের।

আরো পড়ুন
ঋণখেলাপির শঙ্কায় ভালো উদ্যোক্তারা

ঋণখেলাপির শঙ্কায় ভালো উদ্যোক্তারা

 

রোগটিতে আক্রান্ত হয়েছে সাড়ে পাঁচ লাখ মানুষ। এই সময়ে ম্যালেরিয়া রোগে মৃত্যু হয়েছে ১৫৩ জন, আক্রান্ত হয়েছে দুই লাখ ৫৭ হাজার মানুষ। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও কীটতত্ত্ববিদ  অধ্যাপক ড. কবিরুল বাশার কালের কণ্ঠকে বলেন, দেশে এ পর্যন্ত ১২৩ প্রজাতির মশার খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায়ই ১৪ প্রজাতির মশা আছে। তবে ঢাকার বাইরে কত প্রজাতির মশা আছে বা কত প্রজাতির মশা রোগ ছড়ায়, এর কোনো তথ্য নেই।

আরো পড়ুন
শেখ হাসিনার বিরুদ্ধে আরো চার হত্যা মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে আরো চার হত্যা মামলা

 

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সামনের দিনগুলোয় ঢাকা ও ঢাকার বাইরে মশাবাহিত রোগ আরো বৃদ্ধির আশঙ্কা রয়েছে। কারণ বৃষ্টিপাতের ধরন বদলে গেছে।  যেমন- জুলাই মাসে বৃষ্টি হওয়ার কথা, সেটি কিন্তু হয়নি। আবার ফেব্রুয়ারি মাসে বৃষ্টি হলো, তখন কিন্তু বৃষ্টিপাতের মৌসুম ছিল না। এর সঙ্গে তাপমাত্রা বেশি। এই দুই কারণে মশা প্রজননের উপযুক্ত পরিবেশ পেয়েছে এবং সেটা বাড়তেই আছে।

আমেরিকান মসকিটো কন্ট্রোল অ্যাসোসিয়েশন (এএমসিও) বলছে, প্রতিবছর বিশ্বব্যাপী ১০ লাখেরও বেশি মানুষ মশাবাহিত রোগে মারা যায়। মশা শুধু মানুষকে আক্রান্ত করে তা-ই না, বরং এমন কিছু ভাইরাস ও পরজীবী ছড়ায়, যা কুকুর বা ঘোড়ার জন্যও সংবেদনশীল।

আরো পড়ুন
বিশ্ব মশা দিবস এবং বাংলাদেশে মশাবাহিত রোগ

বিশ্ব মশা দিবস এবং বাংলাদেশে মশাবাহিত রোগ

 

সিটি করপোরেশনে কীটতত্ত্ববিদ নেই

মশার প্রজননস্থল, ধরন, প্রজাতি, সংখ্যা, কোন ধরনের কীটনাশকে মশা মারা যায়, কোন ধরনের রোগের জীবাণু বহন করে, তা নিয়ে গবেষণা করেন কীটতত্ত্ববিদরা। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ছাড়া অন্য কোনোটিতে কীটতত্ত্ববিদ নেই। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে মাত্র ১৬ জেলায় কীটতত্ত্ববিদ আছেন। তবে তাঁদের বড় অংশ টেকনিশিয়ান থেকে পদোন্নতি পেয়ে কীটতত্ত্ববিদ হয়েছেন।

আরো পড়ুন
এস আলম গ্রুপের ৬ ব্যাংকের ঋণ বিতরণ সীমিত, এলসি বন্ধ

এস আলম গ্রুপের ৬ ব্যাংকের ঋণ বিতরণ সীমিত, এলসি বন্ধ

 

দেশে ডেঙ্গুর পরিস্থিতি

বর্ষা মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ার করণে এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব কমেছে। গত বছরের তুলনায় আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১০ ভাগের এক ভাগ। তবে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু ছড়িয়েছে ৫৬ জেলায়। আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮১৬ জন। এদের মধ্যে মারা গেছে ৭৪ জন। এর আগে গত বছর একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৯৭ হাজার ৮৬০ জন, মৃত্যু হয়েছিল ৪৬৬ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে রোগটিতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার আটজন।

কীটতত্ত্ববিদ মনজুর আহমেদ চৌধুরী বলেন, নীতি-নির্ধারকরা অবৈজ্ঞানিক পন্থায় হাঁটছেন। এতে মশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মারা যাচ্ছে মানুষ। বাংলাদেশে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি প্রাকৃতিকভাবে বেড়েছে এবং প্রাকৃতিকভাবে কমে যাবে। সিটি করপোরেশন যে কার্যক্রম চালাচ্ছে তাতে খুব বেশি কাজ হচ্ছে না।

আরো পড়ুন
জেলা প্রশাসক পদে নতুন ফিটলিস্ট ডিসি হচ্ছেন ‘বঞ্চিত’ কর্মকর্তারা

জেলা প্রশাসক পদে নতুন ফিটলিস্ট ডিসি হচ্ছেন ‘বঞ্চিত’ কর্মকর্তারা

 

ম্যালেরিয়ার উচ্চঝুঁকিতে পার্বত্য তিন জেলা

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৫৬৭ জন এবং মৃত্যু হয়েছে ছয়জনের। এর আগের বছর ২০২২ সালে আক্রান্ত ১৮ হাজার ১৯৫ এবং মৃত্যু ১৪ জনের। ২০২১ সালে আক্রান্ত সাত হাজার ২৯৪ এবং মৃত্যু ৯ জনের। ২০২০ সালে আক্রান্ত হয় ছয় হাজার ১৩০ জন, মৃত্যু হয় ৯ জনের। 

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালে মোট রোগীর ৬০.৩৭ শতাংশ শনাক্ত হয় বান্দরবানে, ২৮.৪৫ শতাংশ রাঙামাটি এবং ৭.৬১ শতাংশ রোগী শনাক্ত হয় কক্সবাজারে।

সরকারের ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, দেশের ১৩টি জেলা ম্যালেরিয়াপ্রবণ। এর মধ্যে দুই জেলা বান্দরবান ও রাঙামাটিতে ৯০ শতাংশ সংক্রমণ ঘটছে। এটি ১০ বছর ধরে একই হারে চলছে। এর বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কুড়িগ্রাম, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার নিম্নঝুঁকির এলাকা হিসেবে চিহ্নিত।

মন্তব্য

মধ্যরাত থেকে বন্ধ সময় টিভির সম্প্রচার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মধ্যরাত থেকে বন্ধ সময় টিভির সম্প্রচার

মধ্যরাত থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার বন্ধ রয়েছে। গতকাল সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটের পর স্যাটেলাইট চ্যানেলটি আর সম্প্রচার হতে দেখা যায়নি। তবে টেলিভিশনটির অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে।

গতকাল হাইকোর্ট সাত দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সময় মিডিয়া লিমিটেড এবং এর পরিচালক শম্পা রহমানের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এদিন সকালে রিট আবেদনটি করা হয় বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করীম ও অ্যাডভোকেট ফারজানা খান নীলা।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ। সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ১০ আগস্ট গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সময় টিভির নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে।

এ অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ আগস্ট হাইকোর্টের কোম্পানি বেঞ্চে রিট আবেদন করেন আহমেদ জোবায়ের। যার শুনানি আগামী ২২ আগস্ট হওয়ার কথা রয়েছে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে সৃষ্ট পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এই খবর সারা দেশে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সময় টিভিসহ বেশ কয়েকটি মিডিয়া কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এতে সাময়িক সময়ের জন্য সময় টিভি বন্ধ হয়ে যায়। পরে অবশ্য আবারও সম্প্রচারে আসে সময় টেলিভিশন। এরপরই সামনে আসে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব। শেষ পর্যন্ত তা আদালতে গড়ায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ