মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

দলে দলে মানুষ বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:০১

দলে দলে মানুষ বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

দলে দলে মানুষ বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশের চিকিৎসকদের মান বিশ্বের কোনো দেশের তুলনায় কম নয়। উন্নত দেশের মতো সুযোগ দেয়া গেলে বাংলাদেশের চিকিৎসকরা নিজেদের যোগ্যতা বিশ্বে তুলে ধরতে পারবেন। খুব শিগগির দলে দলে মানুষ বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভুটান থেকে নাকের ক্যানসারের চিকিৎসা নিতে আসা কার্মাডেমার সফল অপারেশন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘বিদেশে আমাদের দেশের মানুষ নিয়মিতই চিকিৎসা নিতে যাচ্ছেন। অনেক টাকা খরচ করে কেউ কেউ নিঃস্ব হয়ে যাচ্ছেন। অথচ ভুটান থেকে চিকিৎসা নিতে আসা কার্মাডেমার সফলভাবে চিকিৎসা করালাম, রোগী স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। তার এই চিকিৎসা সম্ভব নয় বলে ভারত ও অন্য অনেক দেশ থেকে বলে দিয়েছিল। অথচ আমরা বাংলাদেশ থেকে তার চিকিৎসা সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হলাম। রোগী সুস্থ অবস্থায় এখন ভুটান চলে যেতে পারবেন।’

২৩ বছর বয়সী কার্মাডেমার চিকিৎসার জটিলতা সম্পর্কে সামন্ত লাল সেন বলেন, ‘এই রোগীর চিকিৎসা করা ছিল অত্যন্ত কঠিন ও জটিল কাজ। এর আগে ভারতে ও ভুটানে তার অপারেশন হয়েছিল, থাইল্যান্ডেও সে চিকিৎসা নিয়েছিল। কিন্তু তার অপারেশনগুলো সাকসেসফুল না হওয়ায় পরবর্তী অপারেশন করাটা ছিল ভীষণ জটিল, ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ। এ কারণে অনেক দেশই তার জন্য নতুন করে আরেকটি অপারেশন করার সাহস করতে পারেনি। 

আমরা এটিকে দেশের ভাবমূর্তির প্রশ্ন ধরে নিয়ে চিকিৎসা বোর্ড করে এ অপারেশনে হাত দিই। দীর্ঘ সময় নিয়ে শরীরের অন্য জায়গা থেকে রক্তসহ মাংস, হাড় কেটে নাকে লাগিয়ে দেয়া এবং নাকের রক্ত সঞ্চালন ঠিক রাখাটা ছিল রীতিমতো চ্যালেঞ্জের। সেই কঠিন কাজটি আমাদের চিকিৎসকরা সফলতার সঙ্গে করে দেখিয়েছেন।

তিনি বলেন, ‘নিঃসন্দেহে এটি আমাদের দেশের চিকিৎসাসেবার জন্য বিরাট এক অর্জন। এখন এ রকম সফলতার পর ভুটানেও ১৫ শয্যার বার্ন ইনস্টিটিউট করার ব্যাপারে আমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। নেপালসহ অন্য সার্কভুক্ত দেশগুলোতেও এ রকম জটিল চিকিৎসাসেবা পৌঁছে দেয়াসহ বিদেশি রোগীদের দেশের হাসপাতালে চিকিৎসা দেয়া নিয়ে আলাপ-আলোচনা করা হচ্ছে।’

সম্মেলনে ভুটানের রাষ্ট্রদূত মি. রিং চেং কুইং সিল বলেন, ‘এই জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশ সেটিই করে দেখিয়েছে যা বিশ্বের অন্য দেশ পারেনি। বিশ্বের অন্য দেশগুলো যখন বলেছিল এই অপারেশন সম্ভব নয়, তখন বাংলাদেশ বলেছিল সেটি সম্ভব এবং বাংলাদেশ সেই অসম্ভবকে সম্ভব করেছে। এ জন্য আমরা বাংলাদেশের জনগণ, সরকার ও চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ।

কার্মাডেমা বলেন, ‘যখন আমি সব আশা ছেড়ে দিয়েছিলাম, তখন বাংলাদেশের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আমাকে আশ্রয় দিয়েছেন এবং সফল চিকিৎসা দিয়েছেন। এ জন্য আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, বিদেশ থেকে বাংলাদেশি ভিসায় চিকিৎসা নিতে আসা প্রথম কোনো রোগী ভুটানের কার্মাডেমা। গত ১৩ ডিসেম্বর তিনি চিকিৎসা নিতে আসেন। ৯ জানুয়ারি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা সফল অপারেশন করা হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং দু-এক দিনের মধ্যে তিনি ভুটানে চলে যেতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিউজনাউ/এমএইচ/২০২৪

থেকে আরও পড়ুন

দলে দলে মানুষ বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

Comment

স্বাস্থ্য থেকে আরও দেখুন

health/yOZVlHmRxJ

নিজস্ব প্রতিবেদক: এবার উপ-উপাচার্যের পথ ধরে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর নিজেই পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। আজ রবিবার বিকেলে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন দীন মো. নূরুল হক। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিতে আমি...

health/RlKv9GhdjE

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্য খাতে আগামী ৯০ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর। শনিবার (১৭ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নিয়ে রাজধানীর ১৫টি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।এদিকে ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতকে জনমুখী করার আশ্বাসের ক্ষণগণনা আজ থেকে...

health/CfKoxVI3pO

নিজস্ব প্রতিবেদক: দেশে মাঙ্কিপক্স সচেতনতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কারো মধ্যে মাঙ্কিপক্সের লক্ষ্মণ দেখা গেলে দ্রুততম সময়ে সন্দেহভাজনদের ১৬২৬৩ এবং ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এমপক্স (মাঙ্কিপক্স) ভাইরাস দ্বারা সৃষ্ট একটি...

health/css5Kq8SKi

চট্টগ্রামে ব্যুরো: চট্টগ্রামে আবারও উপদ্রব শুরু করেছে এডিস মশা। এবার গেলো ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন। আক্রান্তদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন মহিলা এবং ১ জন শিশু।শুক্রবার (১৬ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এমন তথ্য।বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম...

health/4KZdKUQeMr

নিজস্ব প্রতিবেদক: আজ (২৮ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি পালিত হবে। ২০০৮ সালের ২৮ জুলাই বিশ্ববাসীকে সচেতন করতে হেপাটাইটিস দিবস পালনের উদ্যোগ নেয় 'বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স'। ২০১১ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থা বিশ্ব হেপাটাইটিস দিবসটিকে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতিবছর ২৮ জুলাই দিবসটি পালন করা হচ্ছে।...

health/K6oBAbVOAz

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ড্রাইল্যাব উদ্বোধন করা হয়েছে। এতে করে আধুনিক চিকিৎসা শিক্ষার পাশাপাশি চিকিৎসা সেবায়ও প্রতিষ্ঠানটি একধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাদের দাবি, এই অত্যাধুনিক ড্রাইল্যাবের ফলে ছাত্র-ছাত্রীরা শিক্ষা ও গবেষণায় উপকৃত হবে। একইসাথে তারা চিকিৎসা সেবায় বাস্তব জ্ঞান নিয়ে জনগণের সেবা...

health/IMjB1NFqfx

আতিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে টাকা দিলেই চাহিদা মত সনদ বানিয়ে দিচ্ছেন দোকাদার। হাসপাতালের প্যাড বানিয়ে রক্তের গ্রুপ টেস্টের একটি জাল রিপোর্ট পৌঁছেছে দি ঢাকা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। জাল সেই সনদে ওই ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী ও একজন ডাক্তারের সীল এবং স্বাক্ষরও নকলের সত্যতা পাওয়া...

health/NEdLbF6UTR

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃর্বিভাগে চিকিৎসা নিতে এসেছিলেন রহিমা বেগম। তিনি উপজেলার করলডেঙ্গা থেকে এসেছিলেন সকাল ৯টায়। এরপর লাইন ধরে ৩টাকা দিয়ে টিকেন কাটেন তিনি। তাকে পাঠানো হয় বর্হিবিভাগের ৮ নাম্বার ওয়ার্ডে। সেখানে যেতে লাইন ধরেন তিনি। ওই কক্ষে পৌঁছেন প্রায় ৩ ঘণ্টা পেরিয়ে যায়। ওই ওয়ার্ডের...

原文
この翻訳を評価してください
いただいたフィードバックは Google 翻訳の改善に役立てさせていただきます