• ঢাকা সোমবার, ১৯ আগস্ট ২০২৪, ৪ ভাদ্র ১৪৩১
logo
সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি গ্রেপ্তার
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মো. জিয়াউদ্দীন আহমেদ। তিনি জানান, বারিধারা ডিওএইচ থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, চাঁদপুরে দায়ের করা মামলায় দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে গত ১৮ জুলাই হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ডা. দীপু মনির বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলায় তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৫১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আ. রাজ্জাক হাওলাদার। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই রাত ৮টায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে ১ হাজার থেকে ১২শ’ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান। উল্লেখ্য, ২০০৮ সালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দীপু মনি। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর ২০১৯ সাল থেকে এ বছরের শুরু পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন।
হাসিনা-ইনু-মেননের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলা
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এবার অপসারণ করা হলো ৯৮৮ উপজেলা ভাইস চেয়ারম্যানকে
কক্সবাজারে পাহাড়ধস, ৪৮ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
সাভারে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ ৩২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা
ফটোগ্রাফার ‘ঋষি কাব্য’র মৃত্যু নিয়ে নানা রহস্য
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেনাবাহিনীর উদ্যোগ
ইসলামী ব্যাংকে থাকা এস আলমের ৮ সহযোগী বরখাস্ত
হাছান মাহমুদসহ ৩৮৬ জনের বিরুদ্ধে মামলা
বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা পাকিস্তানের 
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেনাবাহিনীর উদ্যোগ
থানা থেকে লুট হওয়া ৮২৬ অস্ত্র ও ২০৭৭৮ গুলি উদ্ধার
এবার অপসারণ করা হলো ৯৮৮ উপজেলা ভাইস চেয়ারম্যানকে
এবার সারাদেশের উপজেলা পরিষদের ৯৮৮ জন ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন (পুরুষ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ঘ প্রয়োগ করে এসব ভাইস চেয়ারম্যান ও সব মহিলা ভাইস চেয়ারম্যানকে উপজেলা পরিষদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো। এর আগে, ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া মৃত্যুজনিত কারণে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
যে কারণে অপসারণ করা হয়েছে মেয়র-চেয়ারম্যানদের
যে কারণে অপসারণ করা হয়েছে মেয়র-চেয়ারম্যানদের
বিমানের নতুন চেয়ারম্যান কে এই আব্দুল মুয়ীদ চৌধুরী
বিমানের নতুন চেয়ারম্যান কে এই আব্দুল মুয়ীদ চৌধুরী
সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি গ্রেপ্তার
সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি গ্রেপ্তার
পদত্যাগ করলেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক
পদত্যাগ করলেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক
পার্বত্য অঞ্চলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: পার্বত্য উপদেষ্টা
পার্বত্য অঞ্চলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: পার্বত্য উপদেষ্টা
লিরিক্সে ‘শহীদ জিয়া’ থাকায় গান গাইতে বাধা, যা বলল ব্যান্ড নগরবাউল
ফটোগ্রাফার ‘ঋষি কাব্য’র মৃত্যু নিয়ে নানা রহস্য
শিক্ষার্থী কাজী আশরাফ আহমেদ রিয়াজ, যিনি ফটোগ্রাফার ‘ঋষি কাব্য’ নামেই পরিচিত ছিলেন। ঢাকা কমার্স কলেজে অধ্যায়নের পাশাপাশি পাঠশালা ইউনিভার্সিটিতে ফটোগ্রাফি নিয়ে লেখাপড়া করতেন। কুমিল্লার নাঙ্গলকোটের বাগড়া গ্রামের ব্যবসায়ী কাজী বাবুল ও রোকেয়া আক্তার দম্পতির বড় ছেলে রিয়াজ।  গত ২৯ জুলাই ‘ঋষি কাব্য’ নামক ফেসবুক পেইজে সবশেষ একটি স্ট্যাটাস পোস্ট করেন রিয়াজ। যেখানে তিনি লিখেন, এই শহরে পাখিদের ঘুম ভাঙে গুলির শব্দে, এই শহরে ছাত্র পড়ে থাকে মগজ ভর্তি বারুদের গন্ধে। স্ট্যাটাসটি দেওয়ার পর দিন ৩০ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু নিয়েও অনেক গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বলেছেন আত্মহত্যা, আমার অনেকেই বলেছেন হার্ট অ্যাট্যাক। তবে তার কোনোটিই সঠিক নয়। ‘ঋষি কাব্য’ রিয়াজের মরদেহ উদ্ধার হলেও তার স্মৃতি ভুলতে পারছে না স্বজন-এলাকাবাসী। মৃত্যু নিয়েও তাদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ ও ধোঁয়াশা। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই রাজপথে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন এই শিক্ষার্থী। সরকারবিরোধী আন্দোলনের তকমা থাকায় ১ আগস্ট অনেকটা নিভৃতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রিয়াজের মরদেহ। রিয়াজের মা রোকেয়া আক্তার গণমাধ্যমকে বলেন, ছেলে বলতো, আম্মু বের হলেই ওরা আমাকে মেরে ফেলবে। আমার ছেলে প্রফেশনাল ফটোগ্রাফার ছিল। বহু হুমকি-ধমকি পেলেও সে তার কাজ করে গেছেন, থামেননি। বিভিন্নভাবে আন্দোলনে অংশ নিয়েছেন। আন্দোলনের নানা মুহূর্ত ক্যমেরাবন্দি করেছিলেন রিয়াজ। বাসা থেকে মরদেহ উদ্ধার হওয়ায় রিয়াজের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন, কাটেনি ধোঁয়াশা। এলাকাবাসী বলছে, দেশের পরিস্থিতি অনেক খারাপ থাকায় তাকে চিকিৎসা দেয়া যায়নি। কিন্তু যারা গোসল করিয়েছে তারা রিয়াজের মুখে মারধরের চিহ্ন পেয়েছে। পিঠে একাধিক গুলির চিহ্ন পেয়েছে। ছাত্রদের সাথে আন্দোলনের পাশাপাশি ফটোগ্রাফির মাধ্যমে সাংবাদিকতার ভূমিকায়ও রিয়াজ বেশ সরব ছিল বলেও জানান তারা। অভিযোগ, হয়তো এজন্যই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে রিয়াজের মতো অকাতরে প্রাণ ঝরেছে আরও অনেকের। তাদের সবাইকে খুঁজে বের করে তালিকা তৈরির দাবি জানিয়েছে সাধারণ মানুষ ও এলাকাবাসী।
ফটোগ্রাফার ‘ঋষি কাব্য’র মৃত্যু নিয়ে নানা রহস্য
বিআরটিএ-তে সেবা নিয়ে যা জানালেন অমিতাভ রেজা
দীর্ঘ একমাস পর আজ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবা কার্যক্রম শুরু হয়েছে। আর এ দিনে সেবা নিয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নিজের অভিজ্ঞতা। নির্মাতা লিখেছেন, বিআরটিএ-তে গেলাম আজ। পাঁচ মিনিটে কাজটা হয়ে গেল। সবাই নিয়ম মতো কাজ করছে মনে হলো, দৃশ্যত কোনো দালাল জাতীয় মাল দেখা গেল না। ভালোই লাগলো।  তিনি আরও লিখেছেন, কিন্তু সমস্যা হলো সবার মন খারাপ। কারণ হয়তো একটাই। তারা প্রতিদিনের যে উপরিটা পেত, যেটা দিয়ে বাজার করে নিয়ে যেত। পাঙ্গাস মাছটা কিংবা ছেলের জন্য আইসক্রিম কেক, সেই কেকটা মনে হয় আপতত হচ্ছে না।  অমিতাভ রেজা লিখেছেন, মানবিক মর্যাদা নিয়ে বাঁচার জন্য তাদের যে বেতন আর দ্রব্যমূল্য তার কোনো মিল নাই। মিল নাই ৫০০ কোটি ডলারের, হাজার কোটি টাকার লুটের।  এই নির্মাতা আরও লিখেছেন,  ট্রাফিক জ্যাম দেখে মন খারাপ কইরেন না, ন্যায় বিচার আর সামাজিক মর্যাদার পক্ষে থাকেন। বেশি জ্যামে পড়লে আয়নাঘরের বিবরণ শোনেন, দেখবেন হাঁ হুতাশ করবেন না, জ্যামও এখন ভালো লাগবে। প্রসঙ্গত, এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএর কেন্দ্রীয় ডেটা সেন্টার, পুড়ে যায় ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার। যার কারণে বন্ধ হয়ে যায় সেবাদান কার্যক্রম।
বিআরটিএ-তে সেবা নিয়ে যা জানালেন অমিতাভ রেজা
যে স্ট্যাটাসের কারণে শাম্মীকে ডিবি দিয়ে ধরানোর হুমকি দেওয়া হয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা, নির্যাতন ও গুলি চালানোর ঘটনার কথা সবার জানা। আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শেষ পর্যন্ত দমিয়ে রাখতে পারেনি শিক্ষার্থীদের। শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থী ও মানুষের রোষানলে পড়ে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় বিনোদন অঙ্গনের অনেকে ছাত্রদের সমর্থন করেন। প্রতিবাদ জানিয়ে নামেন রাস্তায়। আর সেই কারণেই অনেকেই নানা হুমকির সম্মুখীন হতে হয়েছে। অভিনেত্রী এলিনা শাম্মীও এ রকম অভিজ্ঞত্রার সম্মুখীন হয়েছেন। সোমবার (১৯ আগস্ট)  সামাজিকমাধ্যমে বিষয়টি জানিয়েছেন শাম্মী। নিজের ফেসবুকে গত জুলাইয়ে দেওয়া তার একটি পোস্টের স্ক্রিনশট প্রকাশ করেছেন। সেখানে লেখা, অর্থের বিনিময়ে বাবা-মাকে সন্তান হারানোর শোক ভোলানো যায়? তবে এতকিছু পেয়েও আজ আপনি কাঁদেন কেন!’ এটা স্পষ্ট যে শাম্মী পোস্টটি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দিয়েছিলেন। এই পোস্টের জন্য ডিবি দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল উল্লেখ করে শাম্মী লিখেছেন, এই স্ট্যাটাসটা যখন লিখি তখন জুলাই মাস। স্বৈরাচার খুনির সরকার তখন মানুষ খুন করছে পাখির মতো। এই পোস্ট করার পর ম্যাসেঞ্জারে শত শত সতর্ক বার্তা দিতে থাকে বিভিন্ন জন। কেউ হুমকি, কেউ অনুরোধ কেউ আবার ডিবি ধরে নিয়ে পানিশমেন্ট দেবে সেই ভয়াবহ ভয়ের পূর্বাভাস। এরপর লেখেন, তখনই ভয় পাইনি বরং আরও বেশি করে ছাত্রদের পাশে থেকেছি। সত্যের পাশে থেকেছি। আর এখন আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারছি এখন তো কোনো মিথ্যাবাদী, চাটুকার, ঠগবাজদের তোয়াক্কা করার সুযোগই নাই। সবশেষে এলিনা শাম্মী লিখেছেন, সংস্কার করতে হবে, যার যার কর্মস্থলে সে সে সংস্কারের জন্য কাজ করুন, প্রতিবাদ করুন, সব অপশক্তি বিলুপ্ত হোক।
যে স্ট্যাটাসের কারণে শাম্মীকে ডিবি দিয়ে ধরানোর হুমকি দেওয়া হয়
ভারতে নারী, শিশু ও পশুরা সুরক্ষিত নয়: জন আব্রাহাম
বলিউড অভিনেতা জন আব্রাহাম। গেল বছর ‘পাঠান’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন তিনি। এরপর এবার আসছেন ‘বেদা’ নিয়ে, যে ছবিতে উঠে আসবে দেশপ্রেমের কথা। তবে ‘দেশপ্রেম’-এর অর্থ কী, ছবির প্রচারে এসে সেই প্রশ্নই তুললেন এই বলিউড অভিনেতা। জন আব্রাহামের দাবি এ দেশে শিশু, নারী, পশু কেউ নিরাপদ নন। আরজি কর কাণ্ডের পর জন আব্রাহামের এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন নেটনাগরিকরা। অভিনেতার কথায়, ভারতে নারী, শিশু এবং অন্যন্য প্রাণীরা নিরাপদ নয়। এটা দুঃখজনক। ভারতীয় পুরুষদের বুঝতে হবে নারীদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে। প্রতিটি নারী কিন্তু সেই পুরুষের যোগ্য, যিনি কিনা তার রক্ষক হিসাবে কাজ করেন। আমি ভারতকে ভালোবাসি, আর তাই এ দেশের কিছু ব্যবস্থার সমালোচনা করাও আমার জন্য প্রয়োজন। দেশপ্রেম এবং জিঙ্গোইজমের মধ্যে পার্থক্য আছে। শুধু ভারত মহান বললে আপনি দেশের সত্যিকারের প্রেমিক হয়ে ওঠেন না। আপনি যখন সমাজে পরিবর্তন আনতে কাজ করেন তখনই আপনি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে ওঠেন। অভিনেতার ভাষ্যে, আমার জীবনের অন্যতম লক্ষ্য হলো, আমার এই ছোট্ট পৃথিবীর মধ্যে যে সমাজ, তাতে পরিবর্তন আনা। আমি পশুদেরও মর্যাদা দিতে চাই। ভারতে পশুরা মোটেও ভালো নেই। এটা দুঃখজনক যে তাদের নিরাপত্তার জন্য কোনো আইন প্রণয়ন করা হয়নি। এই মুহূর্তে, আপনি আমার সঙ্গে তর্কও করতে পারবেন না যদি আমি বলি এদেশে নারী, শিশু এবং প্রাণীরা নিরাপদ নয়। পারবেন কি এটা নিয়ে তর্ক করতে? পারবেন না। কলকাতার আরজি করের মতো সরকারি হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা ভারত উত্তাল। ঠিক তখনই জনের এই মন্তব্য সময়োপযোগী বলেই মনে করছে নেটপাড়া। আলিয়া ভাট, পরিণীতি চোপড়া, বিজয় ভার্মা থেকে রিচা চাড্ডা, বহু তারকাই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন।
ভারতে নারী, শিশু ও পশুরা সুরক্ষিত নয়: জন আব্রাহাম
মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবার মৃত্যু, ছেলে নিখোঁজ
কক্সবাজারে পাহাড়ধস, ৪৮ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
সাভারে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীসহ ৩২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
এখনও থামেনি আহাজারি  / লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় আফনান-সাব্বিরের পরিবার  
হাছান মাহমুদসহ ৩৮৬ জনের বিরুদ্ধে মামলা
সাত বছর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ৩৮৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুন নেসা খানমের আদালতে মামলাটি করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন।  মামলায় ৮৬ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বাদীর আইনজীবী এনামুল হক গণমাধ্যমকে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে রাঙ্গুনিয়া থানার ওসিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।  মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ১৮ জুন রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনা সরেজমিনে পরিদর্শন করতে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল রাঙ্গুনিয়ার কাপ্তাই হয়ে রাঙ্গামাটি যাওয়ার জন্য রওনা হন। পথিমধ্যে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে মির্জা ফখরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ আরও অনেকে আহত হন। পরে হামলার শিকার বিএনপির প্রতিনিধিদল রাঙামাটি না গিয়ে চট্টগ্রাম শহরে ফিরে আসে। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ওই নেতাকর্মীরা এ ঘটনার জন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে দায়ী করেন। মামলার আসামিদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া রাজানগর ইউপি চেয়ারম্যান শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ভাই খালেদ মাহমুদ অন্যতম।  মামলার বাদী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আসামিদের কাছে জিম্মি ছিল পুরো রাঙ্গুনিয়াবাসী। তাদের আইনের আওতায় এনে মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা হোক। প্রসঙ্গত, ২০১৭ সালে রাঙ্গামাটিতে পাহাড়ধসে ১১৫ জনের প্রাণহানি ঘটে।
দাবি তথ্য প্রতিমন্ত্রীর / পাকিস্তানে ইন্টারনেট বন্ধ করা হয়নি, ভিপিএনের জন্যই ধীরগতি
ছাত্র আন্দোলন / জাতিসংঘকে সহিংসতার সব ঘটনা তদন্তের আহ্বান আইসিএসএফের
শপথ নিলেন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী
আনার হত্যায় ১২০০ পৃষ্ঠার চার্জশিট জমা
আনার হত্যায় ১২০০ পৃষ্ঠার চার্জশিট জমা
বিক্ষোভে উত্তাল ভারতে এবার বাসের মধ্যে নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ
বিক্ষোভে উত্তাল ভারতে এবার বাসের মধ্যে নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ
শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ায় জেগে উঠল আগ্নেয়গিরি
শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ায় জেগে উঠল আগ্নেয়গিরি
যেভাবে আবর্জনা সম্পদে রূপান্তর করেন টিফানি
যেভাবে আবর্জনা সম্পদে রূপান্তর করেন টিফানি
যেসব বিষয় গুরুত্ব পেয়েছে ক্রীড়া উপদেষ্টার ঝটিকা সফরে
বাংলাদেশে নিজের ‘ভবিষ্যৎ’ যেভাবে দেখছেন হাথুরুসিংহে
বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা পাকিস্তানের 
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে পরশু দিন (২১ আগস্ট)। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সিরিজের উদ্বোধনী টেস্টের জন্য ইতোমধ্যে একাদশও ঘোষণা করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে জায়গা পেয়েছে চার পেসার। বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে আব্দুল্লাহ শফিকের সঙ্গে নামবেন সাইম আইয়ূব। এরপরই থাকবেন বাবর আজম। ব্যাটিং লাইনে আরও আছেন শান মাসুদ, সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। স্বাগতিকদের একাদশে জায়গা পেয়েছেন স্পিন অলরাউন্ডার সালমান আলী আঘা। মূলত ব্যাটিং অলরাউন্ডার তিনি। ১২ টেস্ট খেলে মাত্র ১৮৩ ওভার বোলিং করেছেন আঘা। অর্থাৎ ম্যাচ প্রতি ১৫ ওভার করে বোলিং করেছেন। উইকেট নিয়েছেন ১২টি।  অন্যদিকে একাদশে থাকা চার পেসার হলেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী। এর মধ্যে নাসিম শাহ ১৭ টেস্ট খেলেছেন। ২৪ বছরের খুররম দ্বিতীয় ও ৩১ বছরের মোহাম্মদ আলী তৃতীয় টেস্ট খেলতে নামবেন।  পাকিস্তানের একাদশ: আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ূব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী।
মিরপুর স্টেডিয়াম পরিদর্শন শেষে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
মিরপুর স্টেডিয়াম পরিদর্শন শেষে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন করা বাংলাদেশের জন্য ভুল হবে: হিলি
এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন করা বাংলাদেশের জন্য ভুল হবে: হিলি
ক্রীড়া উপদেষ্টাকে ক্রিকেট বোর্ড ঘুরে দেখালেন তামিম
ক্রীড়া উপদেষ্টাকে ক্রিকেট বোর্ড ঘুরে দেখালেন তামিম
বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস
বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস
রাসেলকে ছাড়াই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
রাসেলকে ছাড়াই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
ইউরিক অ্যাসিডে কুমড়া খাওয়া কি ভালো
দেশে হোক বা বিদেশ, সব জায়গায় সহজলভ্য সবজির মধ্যে কুমড়া অন্যতম। এটি থেকে অনেক ধরনের খাবার তৈরি করা হয়। কুমড়াতে প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। ফলে স্বাস্থ্যের জন্য তা উপকারী বলাই চলে।  বিশেষজ্ঞদের মতে, কুমড়ায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়া এর ব্যবহারে শরীরের নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এখন এমন পরিস্থিতিতে এই প্রশ্নটা নিশ্চয়ই অনেকের মনেই থাকতে পারে যে, তারা যদি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগে থাকেন। তাহলে কুমড়া খাওয়া নিরাপদ কি না, আসুন বিশেষজ্ঞদের মতামত জেনে নিই। বিশেষজ্ঞরা বলছেন, ইউরিক অ্যাসিডের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরাও কুমড়ো খেতে পারেন। কুমড়াতে পিউরিন মেটাবলিজম ত্বরান্বিত হয়, যার কারণে শরীরে দ্রুত ডিটক্স হয়।  চলুন জেনে নেওয়া যাক ইউরিক অ্যাসিডে কুমড়া খাওয়া কতটা উপকারী— রক্তে ফাইবারের পরিমাণ বাড়াতে সাহায্য করে কুমড়া। কুমড়া আদপে ইউরিক অ্যাসিডের যম। কুমড়া খেলে তার ফাইবারের জন্য ইউরিক অ্যাসিড জমতে পারে না। কুমড়ার প্রদাহনাশী উপাদানের কারণে কুমড়ো খেলে যারা গাঁটের ব্যথায় ভোগেন, তাদেরও অনেকাংশে আরাম মেলে।  বাতের ব্যথা হলে উচ্চ মাত্রার প্রোটিন, চর্বিযুক্ত ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলার উপদেশ দেন চিকিৎসকেরা। কুমড়ার বীজ অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা হজমের এনজাইম বাড়ায় এবং প্রোটিন হজম করতে সাহায্য করে।  কিন্তু কুমড়া এই সময় খাওয়াই যায়। তবে সবই খেতে হবে তেল-মশলা ছাড়া। কুমড়োর তরকারি বা স্যুপ এক্ষেত্রে খুবই উপকারী। তবে যাদের ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে শুধু গাঁটের ব্যথা কমানোর জন্য কুমড়া বেশি বেশি খেলে সমস্যা হতে পারে। মিষ্টি কুমড়ায় শর্করা থাকায় তা আমাদের রক্তে শর্করা মাত্রা এক ধাক্কায় বাড়িয়ে দিতে পারে। আর তা ক্ষতির দিকে নিয়ে যেতে পারে।
বাড়ছে ‘মাঙ্কিপক্স’র প্রকোপ, যেসব লক্ষণে সাবধান হবেন
বাড়ছে ‘মাঙ্কিপক্স’র প্রকোপ, যেসব লক্ষণে সাবধান হবেন
যে ৫ খাবারেই দ্রুত ঝরবে মেদ
যে ৫ খাবারেই দ্রুত ঝরবে মেদ
চুলে রং করার ঘরোয়া উপায়
চুলে রং করার ঘরোয়া উপায়
অনলাইন জরিপ
সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা
হাসিনা-ইনু-মেননের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলা
হাসিনা-ইনু-মেননের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলা
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এবি পার্টির নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
এবি পার্টির নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
দুদকের সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম মামুনুর রশিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক নারী। সোমবার (১৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলীর আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী এক নারী।  এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে রাজধানীর দারুসসালাম থানার অফিসার ইনচার্জকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।  ভুক্তভোগী নারীর আইনজীবী মাহবুব হোসেন রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়, মামলায় ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তার সঙ্গে মামুনুর রশিদের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুবাদে আসামি ভুক্তভোগী নারীকে বিয়ের প্রস্তাব দেন। তবে মামুনুর রশিদ বিয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত তাকে বাড়িতে তুলতে পারবেন না বলে জানান। পরবর্তীতে ২০২৩ সালের ১৬ জুলাই সাভার স্মৃতিসৌধে মামুনুর রশিদ দুই বন্ধুসহ কাবিননামার একটি নীল কাগজে স্বাক্ষর নিয়ে জানান তাদের বিয়ে হয়ে গেছে। এরপর তারা স্বামী-স্ত্রী পরিচয়ে আশুলিয়ায় একটা ভাড়া বাসায় নিয়মিত বসবাস শুরু করেন।  এ ঘটনা ওই নারী তার বাবা-মাকে জানালে মামুনুর রশিদ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিয়ের কথা গোপন না করায় তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরপর ২৯ জুলাই আসামি ভুক্তভোগী নারীকে একা বাসায় রেখে চলে যান। এরপর ৪ আগস্ট মামুনুর রশিদ বিয়ের সাক্ষীদের সঙ্গে নিয়ে বাদীর বাসায় এসে বলেন এতদিন তারা বিয়ের মিথ্যা নাটক সাজিয়ে একসঙ্গে বসবাস করেছেন। তাকে বিয়ে করে ঘরসংসার করার কোনো ইচ্ছা নেই। এ নিয়ে বাড়াবাড়ি করলে মামুনুর রশিদের মোবাইলে ধারণকৃত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন এবং বাদীকে গুম ও হত্যার হুমকি দেন।  এ ঘটনার পর ভুক্তভোগী নারী ওই বছরের ১২ সেপ্টেম্বর ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার পর আসামি তার সঙ্গে আপোষ মিমাংসা করার কথা বললে তিনি মামলা প্রত্যাহার করে নেন। পরবর্তীতে আবারও আসামি তাকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান। 
দুদকের সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা
সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।  সোমবার (১৯ আগস্ট) দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আট সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা করতে বলেছেন আদালত। এর আগে, পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুসাশনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ নাগরিক রিট আবেদন করেন।  রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শরীফ উদ্দিন ভূঁইয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ। ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীতে সংবিধানে কিছু তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনা হয়। সংশোধনীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। একইসঙ্গে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এ সংশোধনীর মাধ্যমে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে এবং সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয়। এ ছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
পাঁচ দিনের রিমান্ডে সাবেক সচিব শাহ কামাল
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ও তার ব্যবসায়িক সহযোগী মো. নুসরাত হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রেজাউল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।   রাষ্ট্রপক্ষে পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট মাহবুব আলম সগির রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতে মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, গত ১৬ আগস্ট সন্ধ্যার পর রাজধানীর মোহাম্মদপুরে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে ৩ কোটি এক লাখ টাকা ও ১০ হাজার টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করে পুলিশ। পরে শনিবার দিবাগত রাতে পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে ও নুসরাত হোসেনকে গ্রেপ্তার করে। এরপর রাজধানীর মোহাম্মদপুর থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। শাহ কামাল ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সচিব এবং ২০১৯ ও ২০২০ সাল পর্যন্ত জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
পাঁচ দিনের রিমান্ডে সাবেক সচিব শাহ কামাল
সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে করা মামলার আবেদন বাতিল করে দিয়েছেন আদালত। খায়রুল হক সবশেষ আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে ইমরুল হাসান নামে এক আইনজীবী খায়রুল হকের বিরুদ্ধে আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে তা খারিজ করে দেন।  প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জাল-জালিয়াতির অভিযোগ এনে আইনজীবী ইমরুল হাসান আবেদন করেন। তিনি বলেন, সংবিধানে ত্রয়োদশ সংশোধনী মামলায় প্রকাশ্য আদালতে ঘোষিত রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার মত দেন। কিন্তু সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তৎকালীন ক্ষমতাসীন সরকারকে সুবিধা প্রদানের জন্য মামলার নথি নিজ জিম্মায় রেখে পরে ২০১২ সালে মামলার পূর্ণাঙ্গ রায় দেন যা প্রতারণামূলক ও জালজালিয়াতি পূর্ণ। এ বি এম খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ২৩ জুলাই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেন শেখ হাসিনার সরকার। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা, সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা, স্বাধীনতার ঘোষক, রেসকোর্স ময়দানে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল এবং ফতোয়া অবৈধ ঘোষণা করেন।
সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

নামাজের ওয়াক্ত শুরু

তারিখ : ১৯ আগস্ট, ২০২৪
ফজর৪:১৭
জোহর১২:০২
আসর৪:১৪
মাগরিব৬:২৭
ইশা৭:৪২
সূর্যাস্ত : ৬:২৭সূর্যোদয় : ৫:৩৬
অনলাইন সংস্করণ
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
 
 
 
 
 
০১
০২
০৩
০৪
০৫
০৬
০৭
০৮
০৯
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫
২৬
২৭
২৮
২৯
৩০
৩১
শুধু আ.লীগকে নয় বিএনপি-জামায়াতকেও শিক্ষা নিতে হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়। মানুষের সঙ্গে জুলুম করলে কী পরিণতি হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সকলের এ শিক্ষা নেওয়া উচিত। শুধু আওয়ামী লীগকে নয়, এই শিক্ষা জামায়াতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে।   সোমবার (১৯ আগস্ট) রাজধানীর পঙ্গু হাসপাতালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।  জামায়াত আমির বলেন, যারাই মানুষের জন্য কাজ করতে আসবে, তাদের শিক্ষা নিতে হবে, একই গর্তে জাতির পা যেন বার বার না পড়ে। তিনি আরও বলেন, গুলিতে পা চলে গেছে, হাত কাটা পড়েছে। পা হারানো একজনের কাছে অনুভূতি জানতে চেয়েছিলাম। তিনি বললেন, দেশের প্রয়োজনে আরেক পা দেবো। প্রয়োজনে জীবন দিয়ে দেবো। মানুষ যখন জাতির জন্য দাঁড়িয়ে যায়, সেই জাতিকে কেউ আর দমিয়ে রাখতে পারে না। এসময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, নিটোর পরিচালক ডা. অধ্যাপক কাজী শামিমুর রহমান, মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দীন মানিক, প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, জামায়াত নেতা জিয়াউল হাসান, ডা. আসাদুজ্জামান কাবুল, ডা. শাহিদুর রহমান আকন্দ, ডা. রতন, ডা.মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
রেমিট্যান্সের পালে হাওয়া, ১৭ দিনে এলো ১৩ হাজার কোটি টাকা
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে বেড়ে যায় বৈধপথে রেমিট্যান্স আসার পরিমাণ। এরই ধারাবাহিকতায় আগস্টের প্রথম ১৭ দিনে এসেছে  ১৩ হাজার ৩৭৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের প্রথম ৩ দিন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। আর শুধু ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশে ব্যাংক আরও বলছে, আগস্টের প্রথম ১৭ দিনে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা হিসাবে) যার পরিমাণ ১৩ হাজার ৩৭৪ কোটি টাকার বেশি। এ সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ২৯ লাখ ডলার, বিশেষায়িত ২ ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে প্রায় ৩ কোটি ৭৭ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৪ কোটি ১৪ লাখ ডলারের বেশি আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাড়ে ২১ লাখ ডলার। আলোচিত সময়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা মোট ১০টি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক। বিদেশি খাতের ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক। প্রসঙ্গত, সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। এতে হঠাৎ কমে যায় রেমিট্যান্সের গতি। তবে সরকার পতনের পর সেই চিত্র পাল্টেছে। রেমিট্যান্সের পালে লেগেছে হাওয়া, বৈধপথেই আসছে হু হু করে।
ইসলামী ব্যাংকে থাকা এস আলমের ৮ সহযোগী বরখাস্ত
দশম গ্রেডে ৪৯ জনকে চাকরি দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, ৩৫ বছরেও করতে পারবেন আবেদন
স্নাতক পাসে একাধিক জনকে চাকরি দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক
যেই ৩ ভুলে নষ্ট হতে পারে আপনার পছন্দের স্মার্টফোন
ঢাকাসহ ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের আভাস
কোরআন তিলাওয়াতে বাধা দেওয়া সেই ঢাবি শিক্ষকের পদত্যাগ
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবিপ্রবি ভিসি ও প্রো-ভিসি
প্রভাবশালী ৪১ ব্যক্তির দুর্নীতি তদন্তে দুদক
দুদকের সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা
আছাদুজ্জামান-হারুনের অবৈধ সম্পদের তদন্তে দুদক
শেখ হাসিনাসহ ৯১ জনের বিরুদ্ধে লালবাগে হত্যা মামলা
যেই ৩ ভুলে নষ্ট হতে পারে আপনার পছন্দের স্মার্টফোন
ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা গোপন রাখবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন চমক
মানুষের আবেগ বোঝার ক্ষেত্রেও অগ্রসর হচ্ছে এআই