ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ আগস্ট ২০২৪, ৪ ভাদ্র ১৪৩১

সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেপ্তার

প্রকাশিত: ১৯:৫০, ১৯ আগস্ট ২০২৪; আপডেট: ১৯:৫২, ১৯ আগস্ট ২০২৪

সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেপ্তার

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘বারিধারা ডিওএইচএস থেকে সাবেক মন্ত্রী দীপু মনিকে আটক করেছে ডিবি গুলশান বিভাগের একটি দল। তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। এখন দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।’

দীপু মনি ২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর ২০১৯ সাল থেকে শিক্ষামন্ত্রী ছিলেন। পরে সমাজকল্যাণমন্ত্রীও হন তিনি। 

এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়।

 

এম হাসান

×

শীর্ষ সংবাদ:

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেপ্তার
এবার সরিয়ে দেয়া হচ্ছে সিটি কর্পোরেশন মেয়রদের
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও সন্তানদের ব্যাংক হিসাব জব্দ
আর থাকবে না উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প : পরিকল্পনা উপদেষ্টা
সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ
সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল
ডিএমপির আরও ৩২ ওসিকে বদলি
লীগের সাবেক ৬৫ মন্ত্রী-এমপির দুর্নীতির অনুসন্ধানে আবেদন
’আয়নাঘর’ নিয়ন্ত্রণ করতেন হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক
৩২৩ পৌর মেয়র,৬০ জেলা এবং ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ
notification icon
দৈনিক জনকণ্ঠ এর সর্বশেষ খবর এবং আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন।