সোমবার, ১৯ আগস্ট ২০২৪, ৪ ভাদ্র ১৪৩১

হঠাৎ রেকর্ড সংখ্যক পুলিশ সদস্যদের ভারত যেতে আবেদন

যাযাদি ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৪, ০৯:১২
Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button
ফাইল ছবি

হঠাৎ ভারতে যাওয়ার হিড়িক পড়েছে পুলিশ সদস্যদের মধ্যে। পুলিশ সদর দপ্তর মাত্র তিন দিনেই (১২, ১৪ ও ১৫ আগস্ট) ৫৫ পুলিশ সদস্যকে ভারতে যাওয়ার অনুমতি ও ছুটি মঞ্জুর করেছে। রোববার এ ধরনের আরও প্রায় ১০০ জনের বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।

ভারতে যাওয়ার অনুমতি পাওয়া পুলিশ সদস্যদের মধ্যে পরিদর্শক থেকে শুরু করে সার্জেন্ট, এসআই, এএসআই ও কনস্টেবলও রয়েছেন। তাদের সবাই যাচ্ছেন নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে। এ জন্য তাদের দুই মাস থেকে শুরু করে সর্বনিম্ন ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে।

এর আগে এত পুলিশ সদস্য একসঙ্গে চিকিৎসার জন্য ভারতে যাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হঠাৎ চিকিৎসার জন্য এত পুলিশ সদস্যের ভারতে যাওয়াকে অস্বাভাবিক বলে মনে করছেন কেউ কেউ।

জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম জানান, ‘চিকিৎসার জন্য ভারতে যেতে যাদের প্রজ্ঞাপন হয়েছে, তা যথাযথ প্রক্রিয়া মেনেই হয়েছে। তারপরও বিষয়টি আমরা “রি-চেক” করব। যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা আবারও খতিয়ে দেখব।’ সূত্র ডেইলি ক্যাম্পাস

যাযাদি/ এস

Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
sharethis sharing button
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে