‘আমাদের মন্দিরে হামলা আমরা জানলাম না ভারতীয় টিভিতে দেখে অবাক হয়েছি’
১৮ আগস্ট ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৪, ১২:০২ এএম
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নেত্রকোনার বিভিন্ন মন্দির, বিশেষ করে জেলা শহরের সাতপাই রামকৃষ্ণ মিশন এবং ইসকন মন্দিরে হামলা ও ভাঙচুরের খবর প্রচারিত হয় ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে। এ ছাড়া দেশীয় কিছু মাধ্যমেও এমন খবর প্রচার হতে থাকে। এসব খবর দেখে আমরা রীতিমতো অবাক হয়েছি। আমাদের মন্দিরে হামলা বলা হচ্ছে অথচ আমরা জানলাম না, জেনে গেল ভারতীয় গণমাধ্যম! গতকাল শনিবার নেত্রকোনা শহরের সাতপাই এলাকার ইসকন মন্দিরে (শ্রী শ্রী জগন্নাথ বল্লভ মন্দির) গেলে এসব কথা বলেন মন্দিরের ভেতরে অবস্থানরত প্রমীলা সরকার।
প্রমীলা সরকার বলেন, ইসকন মন্দিরের সঙ্গেই আমার বাসা। এখানে হামলা বা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। তবে ভারতীয় রিপাবলিক বাংলা নামে টিভিসহ বেশ কিছু মাধ্যমেও এসব মিথ্যা সংবাদ প্রচার হয়েছে, এসব কাম্য নয়। এই শহরে হিন্দু-মুসলিম আমরা সবাই মিলে মিশে থাকি যুগ যুগ ধরেই। একে অন্যর বিপদে পাশে দাঁড়াই।
মন্দিরের বিভিন্ন দায়িত্বে থাকা চৈতন্য দাস ও বিদুর দাস জানান, আমাদের মন্দিরে কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। কেউ যদি এমনটা প্রচার করে থাকে সেটি মিথ্যা।
এদিকে একই সড়কে থাকা শ্রীরামকৃষ্ণ মিশনে গিয়ে জানা যায় সেখনেও কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। শ্রীরামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধায়ক উজ্জ্বল সরকার জানান, মন্দিরে কোনো হামলা বা ভাঙচুর কিছুই হয়নি। সম্পূর্ণ নিরাপদ রয়েছে মন্দির। ৫ আগস্ট আমাদের মন্দিরের গেটের সোজা সড়কের বিপরীতে থাকা সাবেক ছাত্রলীগ নেতার ব্যক্তিগত চেম্বার ভাঙচুর হয়েছে। অনেকে হয়তো ভুল করে ভেবেছে যে ওই দিন আমাদের মন্দির ভাঙচুর হয়েছে। মন্দির পরিচালনা কমিটির সদস্য পরিমল চন্দ্র দত্ত ও রঞ্জন সাহা জানান, আমরাও দেখেছি দেশি-বিদেশি বিভিন্ন মিডিয়ায় বলছে যে আমাদের মন্দিরের হামলা ও ভাঙচুর হয়েছে। পরে ফেসবুক পোস্ট করে এ বিষয়ে প্রতিবাদ ও কোনো ধরনের হামলা হয়নি বলে জানিয়েছি। কেউ যেন এ বিষয়ে ভুল না বোঝে। মন্দিরের গেটের বিপরীতে একজনের ব্যক্তিগত চেম্বার ভেঙেছে সেটাকে হয়তো অনেকে মন্দির ভাঙা বলে চালিয়ে দিয়েছে।
জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত জানান, আমাদের জেলায় কোনো মন্দির বা উপাসনালয়ে হামলা-ভাঙচুর কিছুই হয়নি। কোথাও এমনটা শুনিনি।
উল্লেখ্য, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর জেলার বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাকর্মীদের রাজনৈতিক চেম্বার, দোকান ও বাসা বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এদিন সাতপাই মন্দিরের সড়কে থাকা সাবেক ছাত্রলীগ নেতা অপু সরকার ও ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি ভট্টাচার্যের চেম্বার ভাঙচুর করা হয়। তবে মন্দিরে কোনো হামলা হয়নি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
Comments
আরও পড়ুন
উলভারহ্যাম্পটনকে হারিয়ে আর্সেনালের শুভ সূচনা
নতুন চার উপদেষ্টার স্মৃতিসৌধে শ্রদ্ধা
ভূরুঙ্গামারীতে পুকুরে ভেসে ওঠল অজ্ঞাত ব্যক্তির লাশ
পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার চেয়ারম্যান
পণ্যমূল্যে দেশকে অস্থিতিশীলের চেষ্টা
কোনো ব্যবসায় টাকা বিনিয়োগ করে তা থেকে ফিক্সড লাভ নেওয়া প্রসঙ্গে।
কবরস্থানে জায়গা মিলছে না
ঘূর্ণিঝড়াতঙ্কে স্থানীয়দের সরিয়ে নিচ্ছে জাপান
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০
বিজেপিকে রুখতে হাত মেলাতে পারেন মেহবুবা-আবদুল্লারা
বিচারবর্হিভূত হত্যাকাণ্ডে র্যাবকে ব্যবহার করতেন জিয়াউল আহসান
দ্বিপক্ষীয় বাণিজ্য চালু করতে ভারতের সঙ্গে আলোচনা নয় : পাকিস্তান
আধাসামরিক হামলায় নিহত ৮০ সুদানে
নেপালে বরফের বন্যায় ক্ষতিগ্রস্ত হিমালয়ের গ্রাম
নাটোরের সাবেক এমপি শিমুলের নামে দুই মামলা
যুক্তরাজ্যে ট্রেনচালক সমিতি ও সরকারের সমঝোতা
গাজায় যুদ্ধবিরতির নতুন শর্ত প্রত্যাখ্যান হামাসের
ট্রাম্পের দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে বয়স নিয়ে আক্রমণ
কলাম্বিয়ায় বৈষম্যবিরোধী প্রচারণায় হ্যারি-মেগান
গাজায় যুদ্ধবিরতি আলোচনা চুক্তি সইয়ের খুব কাছাকাছি : বাইডেন
No one has commented yet. Be the first!