ঢাকা     শুক্রবার   ১৬ আগস্ট ২০২৪ ||  ভাদ্র ১ ১৪৩১

‘বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়ে ভারতীয় গোয়েন্দারা সতর্ক করতে ব্যর্থ হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১৫ আগস্ট ২০২৪   আপডেট: ২২:৫৪, ১৫ আগস্ট ২০২৪
‘বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়ে ভারতীয় গোয়েন্দারা সতর্ক করতে ব্যর্থ হয়েছে’

প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়ে সরকারকে সতর্ক করতে ব্যর্থ হয়েছে ভারতের গোয়েন্দারা। বৃহস্পতিবার  একটি সেমিনারে ভারতের রাজনৈতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা এ মন্তব্য করেছেন।

Google news

বিশাখাপত্তমভিত্তিক সেন্টার ফর পলিসি স্টাডিজ এবং বিশাখাপত্তম পাবলিক লাইব্রেরি যৌথভাবে আয়োজিত সেমিনারে তারা এ মন্তব্য করেছেন।

নয়া দিল্লিভিত্তিক সোসাইটি ফর পলিসি স্টাডিজের পরিচালক কমোডর (অব.) সি. উদয় ভাস্কর বলেছেন,  ভারতীয় গোয়েন্দারা প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করতে ব্যর্থ হয়েছে।

বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের স্বাধীনতার আগে বিরাজমান অবস্থায় ফিরে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইসলামী শক্তির কাছে এই ধরনের উন্নয়নের সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে এবং আমাদের এখন অপেক্ষা করতে হবে এবং কীভাবে পরিস্থিতি তৈরি হয় তা দেখতে হবে।’

‘ইন্ডিয়া অ্যান্ড ইভলভিং গ্লোবাল স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক’ শিরোনামের আলোচনায় তিনি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে কোনো বিদেশি রাষ্ট্রের হাত থাকতে পারে কিনা তা নিয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, চীন যদি এখন মূল ভূমিকা পালন করে এবং বাংলাদেশ যদি চীনকে চট্টগ্রামের মতো বন্দরে  নৌ ঘাঁটি স্থাপনের অনুমতি দেয় তবে বঙ্গোপসাগরের সমগ্র গতিশীলতা ভারতের জন্য বদলে যেতে পারে।

ভাস্কর বলেন, ‘বাংলাদেশ ইতিমধ্যেই চীনের তৈরি সাবমেরিন ব্যবহার করছে এবং ভারতের পক্ষে সাগরের তলদেশে সাবমেরিনের কার্যক্রম জানা খুব কঠিন হবে, সেটা বাংলাদেশী হোক বা চীনা হোক। পুরো সামুদ্রিক দৃশ্যপট বদলে যাবে।’

তিনি জানান, ভারতকে তার প্রতিবেশীর নীতি পুনরায় পর্যালোচনা করার এবং ভারত মহাসাগর অঞ্চলে আরও নিয়ন্ত্রণ নেওয়ার সময় এসেছে। ‘ভারত মহাসাগর অঞ্চল যে নিয়ন্ত্রণ করে, সে এশিয়াকে নিয়ন্ত্রণ করে’ বলে উল্লেখ করেন নৌবাহিনীর সাবেক এই কর্মকর্তা।

ঢাকা/শাহেদ

75 Shares
facebook-white sharing button
whatsapp-white sharing button
messenger-white sharing button
twitter-white sharing button
linkedin-white sharing button
skype-white sharing button
email-white sharing button
pinterest-white sharing button
sms-white sharing button
print-white sharing button
gmail-white sharing button
sharethis-white sharing button

সম্পর্কিত বিষয়:

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১৫ আগস্ট ২০২৪  
১৬ বছরের নির্যাত‌নের প্রতিটি ঘটনার বিচার কর‌তে হ‌বে: এবি পার্টি

আমার বাংলা‌দেশ পা‌র্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু ব‌লে‌ছেন, ১৬ বছরে হাজার হাজার গুম, খুন, মিথ্যা মামলা, নির্বিচার জুলুম-নির্যাতন ঘটেছে। বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা হয়েছে। নির্লজ্জ দলীয়করণ করে প্রশাসনকে শোষণ ও দুর্নীতির আখড়া বানানো হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে তাদের পেশা ও ব্যবসা ছাড়তে বাধ্য করা হয়েছে। প্রত্যেক‌টি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নি‌শ্চিত কর‌তে হ‌বে।

বৃহস্প‌তিবার (১৫ আগস্ট) বিকে‌লে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে গণঅভ্যুত্থানে নিহত ও নির্যাতিত ছাত্র-জনতার স্মরণে গণজমায়েতে এসব কথা ব‌লেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু ব‌লেন, জনগণ ভোট দিতে পারেনি বছরের পর বছর। নিজ গৃহ থেকে উচ্ছেদ হয়ে দেশান্তরী হতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে। অন্যায়ভাবে নিজের ভিটা-বাড়ি হারিয়েছেন অগণিত মানুষ। এর প্রতিটি ঘটনার বিচার হতে হবে। জনগণ যেন বুঝতে পারে, অন্যায়-অত্যাচার করে কেউ শেষ পর্যন্ত পার পায় না, একদিন জনতার হাতে পাকড়াও হতে হয়।


এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে গণজমায়েতে বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, বিএম নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন ও সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলিসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

মেজর মিনার বলেন, আমরা বছরের পর পর আন্দোলন সংগ্রাম চালিয়েছি। দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। বিজয়ের আনন্দে শহিদ ও আহতদের ভুলে গেলে চলবে না। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবে রূপ না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালাতে হবে।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আইন উপদেষ্টা মানবতাবিরোধী ট্রাইবুনালে হাসিনার বিচারের কথা বলেছেন। আমরা তাকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, এই ট্রাইব্যুনাল নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আগে সেই বিতর্কের অবসান করুন। আইন সংশোধন করুন। অভিজ্ঞ প্রসিকিউশন টিম নিয়োগ দিন। মানসম্পন্ন বিচারক ও তদন্ত সংস্থা নিয়োগ দিয়ে বিচারের কার্যক্রম শুরু করুন। হাসিনার নিয়োগকৃত টিমের মাধ্যমে তার কোনো বিচার হতে পারে না।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, রাজা লক্ষ্মণ সেন রাজদরবার ফেলে পেছন দরজা দিয়ে পালিয়েছিল। নতুন করে সেই ইতিহাসই দেখালো শেখ হাসিনা। এখন তার সকল সহোযোগীই পলাতক। আজ সারা দেশের ছাত্র-জনতা জেগে রয়েছে। আমরা যে ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই ইনসাফের শেখ হাসিনা ও তার দোসরদের ন্যায্য বিচারের আওতায় আনা হবে। আমরা হাসিনার মতো অন্যায্য কোনো বিচার করব না। প্রত্যেককেই তার সঠিক প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।

গণজমায়েতে উপ‌স্থিত ছি‌লেন—এবি পার্টির সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, ব্যারিস্টার আব্বাস খান নোমান, যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, সহকারী সদস্য সচিব ড. শাহেদুল ইসলাম, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, আহমেদ বারকাজ নাসির, উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক, যুব পার্টির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা ও পল্টন থানার আহ্বায়ক মুন্সি আব্দুল কাদেরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

নঈমুদ্দীন/রফিক

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ১৫ আগস্ট ২০২৪  আপডেট: ২২:৫৫, ১৫ আগস্ট ২০২৪
পদ্মা সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে প্রাণ গেলো আইনজীবীর

আইনজীবী ইনজামুল হক সুমন

শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইনজামুল হক সুমন (৩৪) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার সাথে থাকা আরোহী আরেক শিক্ষানবীশ আইনজীবী আতিক হাসান (৩৪) গুরুতর আহত হন। 

নিহত ইনজামুল হক সুমন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন। তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায়। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেলযোগে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশ্যে রওনা হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন, পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। 

তারা পদ্মা সেতুর পার হয়ে সামান্য এগোলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। এ ছাড়াও গুরুতর আহত হন আতিক হাসান। এদিকে দুর্ঘটনার পুরো বিষয়টি ধরা পড়ে লাইভের ভিডিওতে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাছাড়া এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।’

আকাশ/সনি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১৫ আগস্ট ২০২৪  আপডেট: ২২:১৭, ১৫ আগস্ট ২০২৪

ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসে দায়িত্বরত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে।


পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় বদলি করা হয়েছে। অতএব, আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো।

ঢাকা/হাসান/এনএইচ

আরো খবর ....

সর্বশেষ

পাঠকপ্রিয়