শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪, ১ ভাদ্র ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্ট একাধিক ডিজে পার্টি

যাযাদি ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৪, ০৯:১০
Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button
ছবি : যায়যায়দিন

১৫ আগস্ট উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাধিক ডিজে পার্টি উদযাপন করছে সাধারণ শিক্ষার্থীরা। এতে বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা গেছে।

গত বুধবার প্রথম প্রহরে মাস্টারদা সূর্য সেন হলে এবং রাতে মল চত্বরে এই চিত্র দেখা গেছে। এসময় তাদের ডিজে গানের তালে তালে নাচতেও দেখা গেছে।

শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই আগস্ট মাসে ৪০-৪৫টি প্রোগ্রামে অংশ নিতে হয়েছে হলে থাকা শিক্ষার্থীদের।

তবে এবার ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর সরকারের পতন ঘটেছে। ইতিমধ্যে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই সেই খুশিতে তাদের এই ডিজে পার্টি উদযাপন।

জানা গেছে, রাতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মলচত্বরে ডিজে পার্টির আয়োজন করা হয়েছে। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত ছিল। সেখানে জমজমাট ঝালমুড়ি পার্টির আয়োজন করা হয়।

এর আগে বুধবার প্রথম প্রহরে মাস্টারদা সূর্য সেন হলের গেইটে ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে সাউন্ড মাইক দিয়ে উচ্চশব্দে বিভিন্ন গান বাজাতে দেখা যায়। এ সময শিক্ষার্থীেদের নাচানাচি করতে দেখা যায়। এর পাশে বাস্কেটবল মাঠে শিক্ষার্থীদের আরেকটি অংশ বারবিকিউ পার্টির আয়োজন করে।

যাযাদি/ এস

Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
sharethis sharing button
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে