ক্যানসারে আক্রান্ত হিনা খানের বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তা

বিনোদন ডেস্ক
১২ আগস্ট ২০২৪, ১৬:১০আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৩:২৮

সাম্প্রতিক সময়ে বলিউড তারকাদের মধ্যে ফ্রন্ট লাইনে আছেন হিনা খান। সেটা মানবিক কারণেই। স্তন ক্যানসারে আক্রান্ত জম্মু-কাশ্মীরের এই লাস্যময়ী। এরমধ্যে চিকিৎসা শুরু করেছেন। চলছে কেমো থেরাপি। সেসবের নিয়মিত আপডেটও দিচ্ছেন অভিনেত্রী।

তবে সেসব ছাপিয়ে এবার তিনি উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশ প্রসঙ্গে। ঠিক বাংলাদেশও বলা যাবে না, তার মূল উৎকণ্ঠা দেশের সনাতন সম্প্রদায় কিংবা সংখ্যালঘুদের নিয়ে।

১১ আগস্ট হিনা লম্বা একটি প্রতিক্রিয়া প্রকাশ করেন সোশ্যাল হ্যান্ডেলে। হিনার ভাষায়, ‘যে কোনও নিরীহ মানুষের মৃত্যুই আসলে মানবতার মৃত্যু। যে কোনও ধর্ম, জাতি ও দেশের জন্যই এটা প্রযোজ্য। কোনও সম্প্রদায়কেই যেন এই সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়। যেটা ভুল, সেটাকে ভুলই বলব।’

হিনা মনে করেন, যে কোনও দেশেই সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া একটি মৌলিক বিষয়। তিনি আরও বলেন, ‘সারা বিশ্বে যে সমস্ত মানুষ অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্যই আমি সমব্যথী। আমি মানবতাকেই সবার আগে রাখি। প্রার্থনা করুন, বাংলাদেশে হিন্দু-সহ অন্য সংখ্যালঘুরা যাতে নিরাপদে থাকেন। মানবিকতা বজায় রাখুন।’

এদিকে হিনার আগেই বলিউড নায়িকা ও সাংসদ কঙ্গনা রনৌত আওয়াজ তুলেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক উত্থান আসলে হিন্দুদের ওপর সহিংসতা বৃদ্ধির পরিণাম।’ তিনি দাবি করেন, বাংলাদেশে যা ঘটছে তা আসলে সব ইসলামি প্রজাতন্ত্রেরই বৈশিষ্ট্য, যেখানে সব সময় অন্য ধর্মকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়! 

কঙ্গনার ভাষায়, ‘মুসলিম দেশে কেউই নিরাপদ নন, এমনকি মুসলমানরাও নয়। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও ব্রিটেনে যা ঘটছে তা দুর্ভাগ্যজনক। আমরা ভাগ্যবান যে রামরাজ্যে বাস করছি।’কঙ্গনা রনৌতকঙ্গনা রনৌত

শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়ে কঙ্গনা বলেন, ‘ভারত আমাদের চারপাশের সমস্ত ইসলামিক প্রজাতন্ত্রের আদি মাতৃভূমি। আমরা সম্মানিত এবং খুশি যে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ভারতে নিরাপদ বোধ করেন। কিন্তু যারা ভারতে থাকেন এবং জিজ্ঞাসা করেন কেন হিন্দু রাষ্ট্র? কেন রামরাজ্য? তাদের বলি, এখানেই এর কারণ স্পষ্ট!’

সূত্র: ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস

/এএমএম/এমএম/
সম্পর্কিত
ইন্দিরা গান্ধীর লুকে কঙ্গনা
ইন্দিরা গান্ধীর লুকে মুগ্ধ করলেন কঙ্গনা
হৃতিক ও কঙ্গনা
চড়কাণ্ডে কঙ্গনার পাশে দাঁড়ালেন হৃতিক!
কঙ্গনা রনৌত ও কুলবিন্দর কৌর (ছবি: এক্স)
কঙ্গনাকে চড় দেওয়া নারী নিরাপত্তাকর্মী কে?
সেই জওয়ান ও সদ্য বিজয়ী কঙ্গনা
যে কারণে জওয়ানের হাতে চড় খেলেন কঙ্গনা

‘আয়নাঘর’-এ নেই কেয়া পায়েল!

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৪, ১৪:২৬ আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৯:০৬

এই সময়ের সবচেয়ে আলোচিত ঘর এটি। সরকার পতনের পর যেখান থেকে ক্রমশ বেরিয়ে এসেছে সর্বোচ্চ ১৫ বছর ধরে আটকে থাকা মানুষও! তবে বাস্তবে এই ঘরে উঠতি টিভি নায়িকা কেয়া পায়েলের থাকার কথা নয়। কারণ, এখনও অভিনয়ে নিয়মিত আছেন তিনি। 

যদিও দুদিন আগেই নির্মাতা জয় সরকার দাবি করেছেন ‘আয়নাঘর’ নিয়ে সিনেমা বানাচ্ছেন। নায়িকা হিসেবে থাকছেন কেয়া পায়েল। কথা বলেই চুপ নন নির্মাতা। এরইমধ্যে পরিচালক সমিতিতে সিনেমাটির নামও লিপিবদ্ধ করেছেন।

কেয়া পায়েলকেয়া পায়েল অথচ দু’দিনের মাথায় বেঁকে বসলেন কেয়া পায়েল। যেন ‘আয়নাঘর’ থেকে বেরিয়ে স্বাভাবিক পৃথিবীতে চোখ মেলে অবাক হয়ে গেলেন অভিনেত্রী! তিনি গণমাধ্যমে স্পষ্ট করে বলেন, ‘আমি কিছুই জানি না। কীভাবে কথাটা ছড়িয়েছে তা-ও জানি না। এবং আমি সিনেমাটি করছি না।’

এরপরই অবশ্য নির্মাতা জয় সরকার ফেসবুকে পোস্ট দিয়ে জানান, কেয়া পায়েল সত্যি সত্যি তার ‘আয়নাঘর’-এ ঢুকছেন না।

সরকার পতনের পর বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সদর দফতরের একটি ঘরে আটকে রাখা হতো। ‘আয়নাঘর’ নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগও শোনা যাচ্ছে।কেয়া পায়েলকেয়া পায়েল

সেই আয়নাঘরের বাস্তব ঘটনার ছায়া ধরেই ‘আয়নাঘর’ নামে সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছেন জয় সরকার।

/এসএস/এমএম/এমওএফ/

৫ বছর পর সম্প্রচারে অপূর্ব-মমর নাটক!

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৪, ১৪:০৫ আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ২০:৪৪

এই থতমত সময়ে চমকে ওঠার মতো খবর এটি। টিভি ধারাবাহিকে জিয়াউল ফারুক অপূর্ব! কারণ শেষ কবে তিনি কোন ধারাবাহিকে অভিনয় করেছেন, সেটি অভিনেতা নিজেও এখন মনে করতে পারছেন না।

ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন বটে, তবে সাম্প্রতিক সময়ে সিঙ্গেল নাটকও কমিয়ে দিয়েছেন ওটিটি নিয়ে ব্যস্ত এই অভিনেতা। তবে এমন পরিস্থিতিতে নতুন ধারাবাহিক নাটক নিয়ে টিভি পর্দায় সত্যি সত্যিই হাজির হচ্ছেন অপূর্ব।

নাটকটির নাম ‘নীল ঘূর্ণি’। প্রচার শুরু হচ্ছে আজ (১৪ আগস্ট)। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় এটি প্রচার হবে আরটিভিতে।

তবে এখানেও কিন্তু আছে। অপূর্ব জানান, ‘এই নাটকটির কাজ করেছিলাম অন্তত বছর পাঁচেক আগে। সেটা গল্প ও চরিত্র পছন্দ হওয়ার কারণেই করেছি। তবে সেটি যে শেষ পর্যন্ত সম্প্রচারে আসবে, এতটা ভাবিনি।’

পাঁচ বছর আগে অপূর্ব ও মমকে জুটি করে ধারাবাহিকটি নির্মাণ করেছেন সৈয়দ শাকিল।

গল্পে দেখা যাবে, আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত ডন বাদল। সম্প্রতি সে তার পার্টনার আয়ানকে খুন করে বিশ্বাসঘাতকতার দায়ে। তাকে একদিকে খুঁজছে আয়ানের লোক, অন্যদিকে খুঁজছে পুলিশ। এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।

অপূর্ব জানান, এটির পর তিনি আর কোনও ধারাবাহিক নাটকে অভিনয় করেননি।

মম ও অপূর্বমম ও অপূর্ব এদিকে মমকেও অনেক দিন দেখা যায় না টিভি ধারাবাহিকে। তিনিও ব্যস্ত ওটিটি ও একক নাটকে। এই নাটক সম্প্রচারের খবর পেয়ে মম বলেন, ‘অবশেষে নাটকটি প্রচারের মুখ দেখছে! বিষয়টি জেনে ভালো লাগছে। এটি আমার অনেক পছন্দের একটি কাজ। কারণবশত এতদিন এটি প্রচার করা হয়নি। এবার প্রচার হবে। একটি ভিন্ন চরিত্রে আমাকে দেখবেন দর্শক। কাজটি অনেক আগের হলেও নতুনের মতোই লাগবে।’

শফিকুর রহমান শান্তনুর রচনায় নির্মিত ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, আরফান আহমেদ, অ্যানি খান, অ্যামেলি হক, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু প্রমুখ।

এদিকে নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘অপূর্ব, মমসহ আরও যারা এই ধারাবাহিকে অভিনয় করেছেন, প্রত্যেকেই তাদের চরিত্রে যত্নশীল ছিলেন। আমার বিশ্বাস, ধারাবাহিকটি দর্শকের ভালো লাগবে।’

যদিও দীর্ঘ ৫ বছর কেন আটকে ছিল ধারাবাহিকটি, সে বিষয়ে স্পষ্ট কোনও বক্তব্য মেলেনি কারও পক্ষে।

/এএমএম/এমএম/এমওএফ/

গানের ভক্ত নির্যাতিতা, ছলছল চোখে লগ্নজিতা

বিনোদন ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, ১৩:২৪ আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৪:২৭

কিছুদিনের মধ্যেই বিয়ে হওয়ার কথা ছিল আর জি করের নির্যাতিতা তরুণীর। আগামী বছর বিয়ের তারিখ চূড়ান্ত ছিল। ভালোবাসার বিয়ে। নির্যাতিতার প্রেমিকও চিকিৎসক। স্কুলজীবনেই শুরু দুজনের প্রেম। দুজনেই স্বপ্ন দেখেছিলেন বড় ডাক্তার হওয়ার, তারপর ঘর বাঁধার।

প্রেমিকার মৃত্যুর পর দিশেহারা প্রেমিক। যার ফোনের কলার টিউনে আজও বাজছে, ‘আমাদের স্বপ্নগুলো অল্প সময় ঘর পাতালো…’। প্রয়াত প্রেমিকার সবচেয়ে প্রিয় গান ছিল লগ্নজিতার গাওয়া এই গানটি, তাই তো কলার টিউন হিসাবে এই গানটা বেছে নিয়েছিলেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের খবরে এমনটাই জানিয়েছেন আর জি কর কাণ্ডে নিহত তরুণীর প্রেমিক। 

সেই খবর জানার পর নজরে আসে লগ্নজিতার বাবার। পরে বাবার হোয়াসটঅ্যাপ মেসেজ থেকেই জানতে পারেন লগ্নজিতা। ঘটনাটি জানার পর চোখ ছলছল গায়িকার। লগ্ন জানান, এ পর্যন্ত অনেকে তার গানের প্রশংসা করেছে, তবে সেটি নিয়ে তিনি মাথা ঘামাননি। কিন্তু তার গান যে কোনও মানুষের জীবনকে এইভাবে ছুঁয়ে যেতে পারে তা দুঃস্বপ্নেও আশা করেননি। এই ঘটনা একদিকে যেমন তাকে প্রভাবিত করেছে, তেমনই আফসোসে হাত কামড়াচ্ছেন লগ্নজিতা। কষ্ট পাচ্ছেন মৃত মেয়েটির কথা ভেবে, অসহায় বোধ করছেন। বলছেন, ‘একবার যদি মেয়েটাকে গানটা সামনাসামনি শোনাতে পারতাম।’Loading video

পাশাপাশি বাবার হয়ে কলম ধরেন গায়িকা। জানান, কেন তার চোখে আসল হিরো তার বাবা। লগ্নজিতা বলেন, ‘সব মেয়েদের কাছেই তাদের বাবারা হিরো, আমি এই ক্ষেত্রে কোনও ব্যতিক্রম নই; কিন্তু আজ আমার বাবা আবার নতুন করে আমার হিরো হয়ে উঠলেন। আজ আমি ঘুম থেকে ওঠার আগেই বাবা আমায় এই খবরের স্ক্রিনশটটি পাঠান এবং আপনারা দেখতেই পাচ্ছেন বাবা সেখানে কী লিখেছেন। আমি গর্বিত যে আমার বাবা চান যে আমি প্রতিবাদ করি, পথে নামি।’

লগ্ন আরও বলেন, ‘আমি মনে করি আমার কাজটা আর পাঁচজনের মতোই। যিনি ব্যাংককর্মী, যিনি শিক্ষক, যিনি কারখানায় কর্মরত, আমার কাজ তার থেকে আলাদা নয়। কিন্তু আজ সকালে এই খবরটা পড়ে মনে হলো, সত্যিই হয়তো গানের মধ্যে দিয়ে জীবটাকে ছুঁয়ে দেওয়া সম্ভব। আমি কখনও ভাবিনি এই গানটি মেয়েটির জীবনের সঙ্গে এত নিবিড়ভাবে জড়িয়ে থাকতে পারে। এখন যখন জানতে পেরেছি, তখন যেন কেমন একটা আলাদা রকম যন্ত্রণা হচ্ছে বুকের মধ্যে। আগে যে কষ্ট হচ্ছিল সেটা হয় তো সর্বজনীন, কিন্তু আজ সকাল থেকে সেই কষ্টের ধরণটা একটু বদলে গেল।’

লগ্নজিতা চক্রবর্তীলগ্নজিতা চক্রবর্তী তবে প্রেম চিরন্তন, মনে করান লগ্ন। বলেন, ‘‘প্রেমের গানে বিপ্লবের কোনও সরাসরি দ্যোতনা থাকে কী না আমি জানি না, কিন্তু এই যে প্রেমিকের স্বপ্নগুলো, ছিঁড়েখুঁড়ে রেখে দিল সমাজযন্ত্র, তার বুক থেকে এই গান কিন্তু কখনও মুছে দিতে পারবে না আর কেউ। প্রেম ছাড়া দিন বদলায় না, বদলাতে পারে না… ক্ষমতার অট্টহাসিকে হার মানিয়ে প্রেম দিয়েই বিপ্লবের বীজ বপন করতে পারি আমরা। আজ আমার কাছে দেশের লড়াই, আর মনের লড়াই মিলেমিশে এক হয়ে গেল। মনের মধ্যেকার দেশটা জুড়ে গানটা ফিরে ফিরে আসছে। আর শুনতে পাচ্ছি আমার বাবার কণ্ঠ, ‘রাই মা, তোমার গানের লাইন। প্রতিবাদ করো, পথে নামো।’’

বলা দরকার, কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে তোলপাড় গোটা কলকাতা। গত ৮ আগস্ট দিবাগত রাতে নিজ কর্মস্থলে এ ঘটনা ঘটে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে সোমবার জেলায় জেলায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। সব শ্রেণী-পেশার মানুষের সঙ্গে প্রতিবাদে সরব আছেন টলিউড তারকারাও।

/এসএস/এমএম/

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ‘মাথার ভেতর আপেল গাছ’

বিনোদন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৪, ২০:৫০ আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৩:২৬

বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাথার ভেতর আপেল গাছ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম)-এর অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ছবিটি। যাতে ছবিটির প্রথম প্রদর্শনী হচ্ছে আগামী ২১ আগস্ট। 

মোহাম্মদ ফজলে রাব্বি মৃধা পরিচালিত ছবিটির অন্যতম প্রযোজক আরিফুর রহমান খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

নির্মাতা জসীম আহমেদ ছবিটির নিবেদক। প্রযোজনা করেছেন যৌথভাবে তিন নির্মাতা- বিজন ইমতিয়াজ, আরিফুর রহমান ও জসীম আহমেদ এবং নির্বাহী প্রযোজক সাকিব ইফতেখার।  

একটি দৃশ্যে মোস্তফা মন্ওয়ারএকটি দৃশ্যে মোস্তফা মন্ওয়ার এতে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, জয়িতা মহলানবিশ, এ.কে আজাদ সেতু, সোহাগ মৃধা প্রমুখ। ছবির অন্যান্য কলাকুশলীর মধ্যে উল্লেখ্য হলেন চিত্রগ্রাহক মনিরুল ইসলাম এবং দিব্য সমদ্দার, সংগীত এবং সাউন্ড ডিজাইন রাশিদ শরীফ শোয়েব এবং সম্পাদনায় মেহেদী হাসান খান সম্রাট। 

ফজলে রাব্বী মৃধার এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য ছবি।

ছবির অন্যতম প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘পাঁচ বছরের বেশি সময়ের একটা পথচলা এই ছবির সঙ্গে। অবশেষে বড় পর্দায় দেখবে বিশ্ব। আমার টিমের প্রত্যেক সদস্যকে অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন এবং ভালোবাসা। সম্পূর্ণ স্বাধীন প্রচেষ্টায় নির্মিত এই ছবি আমার নিজের অসম্ভব প্রিয়।’  

একটি দৃশ্যে জয়িতা মহলানবিশএকটি দৃশ্যে জয়িতা মহলানবিশ আরেক প্রযোজক-পরিবেশক জসীম আহমেদ বলেন, ‘আমরা এই ছবির সিলেকশনের খবর আগেই জেনেছি। কিন্তু দেশে গণহত্যা এবং হাজারো মানুষের হতাহতের ঘটনা আর শোকে আমরা ট্রমায় ছিলাম বলে খুশির খবরটি দেইনি। পুরো টিমকে অভিনন্দন।’

ছবিটির প্রযোজনায় আছে গুপী বাঘা প্রডাকশনস লিমিটেড এবং ভিউজ অ্যান্ড ভিশনস। ছবিটির আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন করছে স্ক্রিনস্কোপ।

/এএমএম/এমএম/এমওএফ/

বিটিভির সামনে ‘সাংস্কৃতিক গণজমায়েত’

বিনোদন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৪, ১৯:১৫ আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৯:১৯

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি’র (বাংলাদেশ টেলিভিশন) সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছেন শিল্পী ও কলাকুশলীরা। যাদের বেশিরভাগই প্রায় ১৬ বছর ধরে এই প্রচারযন্ত্রের বাইরে ছিলেন বলে দাবি করেছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ‘সাংস্কৃতিক গণজমায়েত’-এর ব্যানারে শিল্পী, গীতিকার ও কলাকুশলীরা বিটিভি ভবনের সামনে এই কর্মসূচিতে অংশ নেন।

এই প্রতিবাদ কর্মসূচিতে শরিক হওয়া নন্দিত সংগীত পরিচালক শেখ সাদি খান বলেন, ‘আমরা চাই বিটিভি, বেতার, শিল্পকলা একাডেমিসহ সাংস্কৃতিক যে প্রতিষ্ঠান আছে, সেখান থেকে বৈষম্য দূর হোক। যাদের প্রতিভা রয়েছে, তাদের মূল্যায়ন করা হোক। দীর্ঘ বছর ধরে বিটিভিতে দুর্নীতি চলছে, এই নিয়ে অনেক অভিযোগও রয়েছে। কিন্তু ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এতে শিল্পীদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, শিল্পীদের মন ভেঙে পড়ছে।’

এ সময় অনেকেই দুর্নীতিতে যুক্ত বিটিভির মহাব্যবস্থাপকসহ (ডিজি) অন্য কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন।

এদিন বেলা ১১টার পর বিটিভির সামনে কর্মসূচি শেষে তারা শিল্পকলার উদ্দেশে যাত্রা করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফোয়াদ নাসের বাবু, পার্থ মজুমদার, শেখ জসিম, পলাশ প্রমুখ।

/এএমএম/এমএম/
বিনোদন বিভাগের সর্বশেষ
কেয়া পায়েল
‘আয়নাঘর’-এ নেই কেয়া পায়েল!
অপূর্ব ও মম
৫ বছর পর সম্প্রচারে অপূর্ব-মমর নাটক!
লগ্নজিতা চক্রবর্তী
গানের ভক্ত নির্যাতিতা, ছলছল চোখে লগ্নজিতা
একটি দৃশ্যে মোস্তফা মন্ওয়ার ও জয়িতা মহলানবিশ
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ‘মাথার ভেতর আপেল গাছ’
বিটিভির সামনে ‘সাংস্কৃতিক গণজমায়েত’
বিটিভির সামনে ‘সাংস্কৃতিক গণজমায়েত’
১ / ০