আইডিয়ালে এবার মুসলমান ছাত্রদের জন্য টুপি বাধ্যতামূলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৪, ২১:০৮আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২১:০৮

ড্রেস কোড পরিবর্তন করে সব ছাত্রের জন্য টুপি পরা বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। তবে এটি আবার সংশোধন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বাংলা ট্রিবিউনে ‘ছেলেদের টুপি পরা আবার বাধ্যতামূলক করলো আইডিয়াল’ শিরোনামে সংবাদ প্রকাশের পর আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে ড্রেস কোড পরিবর্তনে সংশোধন আনা হয়।

রাতে পাওয়া সংশোধন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ আগস্ট পোশাক সংক্রান্ত বিজ্ঞপ্তিটি আগামী ১৪ আগস্ট থেকে কার্যকর হবে। তবে যাদের পোশাক প্রস্তুত নেই তারা এক মাসের মধ্যে নির্দেশনা মোতাবেক পোশাক প্রস্তুত করে নেবে।

সংশোধনীতে আরও বলা হয়, স্কুল ড্রেসের বিজ্ঞপ্তিতে টুপি পরার বিষয়টি মুসলমান ছাত্রদের জন্য প্রযোজ্য হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, গত ১২ আগস্টের বিজ্ঞপ্তিতে সবার জন্য টুপি বাধ্যতামূলক ছিল। সংশোধনী বিজ্ঞপ্তিতে শুধু মুসলমান ছাত্রদের জন্য টুপি বাধ্যতামূলক করা হয়েছে। অথচ বাচ্চারা টুপি পরতে চায় না। তাই মুসলমান ছেলেদের ক্ষেত্রেও টুপি পরা ঐচ্ছিক রাখা প্রয়োজন ছিল।    

নতুন ড্রেস কোডে যা ছিল

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এনাম হোসাইন স্বাক্ষরিত ১২ আগস্টের বিজ্ঞপ্তিতে ড্রেস কোডের বিষয়ে বলা হয়–

মেয়েদের ইউনিফর্ম: সাদা রঙের সালোয়ার, সাদা রঙের কলার ও সাদা বেল্টসহ নীল রঙের ফ্রক (হাতা লম্বা হবে), মাথায় সাদা রঙের স্কার্ফ (প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত), গায়ে সাদা রঙের ক্রস ওড়না (চতুর্থ থেকে দশম শ্রেণি), সাদা রঙের জুতা ও সাদা রঙের মোজা।

মেয়েদের শীতকালীন ইউনিফর্ম: নেভি ব্লু রঙের কার্ডিগান কলারসহ (সামনে বোতাম)।

ছেলেদের স্কুল ইউনিফর্ম: নেভি ব্লু রঙের ফুল প্যান্ট, সাদা রঙের জুতা ও সাদা রঙের ফুল শার্ট/হাফ শার্ট, সাদা রঙের নেটের গোল টুপি, সাদা রঙের জুতা ও সাদা রঙের মোজা।

শীতকালীন ইউনিফর্ম: নেভি ব্লু রঙের হাফ হাহা/ফুল হাতা সোয়েটার (প্রভাতী শাখার ছাত্রদের ফুল হাতা)।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
বৃহস্পতিবার সর্বাত্মক অবস্থান কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
সাদিক অ্যাগ্রো থেকে উদ্ধার হওয়া জায়গা আবার দখল, সরলো বিএনপির ব্যানার
ওয়ারীতে ফ্ল্যাট কেনাবেচা নিয়ে বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
১৯৭৫ সালের ২৭ মার্চ প্রকাশিত দৈনিক বাংলা
বঙ্গবন্ধুর ‘দ্বিতীয় বিপ্লব’
ঘরের মেঝেতে পড়ে ছিল মা ও দুই ছেলের লাশ (ছবি: বাংলা ট্রিবিউন)
বাড়ি ফিরে ঘরের মেঝেতে মিললো স্ত্রী ও দুই ছেলের রক্তাক্ত লাশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
১৫ আগস্ট সাধারণ ছুটি বাতিল, জাতীয় শোক দিবস বহাল!
টিভিতে আজকের খেলা (১৫ আগস্ট, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৫ আগস্ট, ২০২৪)
সর্বাধিক পঠিত
ডেভিড বার্গম্যান
সালমান রহমান ও আনিসুল হকের রিমান্ড নিয়ে প্রশ্ন তুললেন সাংবাদিক ডেভিড বার্গম্যান
আবু মুহাম্মদ রায়হান (ছবি: বাংলা ট্রিবিউন)
‘হেফাজতের রক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা’, সমন্বয়কের মন্তব্যে সমালোচনার ঝড়
এস আলমের নিয়ন্ত্রণাধীন সাত ব্যাংকের লোগো
এস আলমের ৭ ব্যাংকে বিশেষ সুবিধা বন্ধ
জাহাঙ্গীর কবির (ছবি: সংগৃহীত)
শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ভাইরাল, আ.লীগ নেতা গ্রেফতার
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালন
ধানমন্ডি ৩২ নম্বরে মোমবাতি প্রজ্বালন, হয়েছে হামলাও

শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালন নিয়ে ধোঁয়াশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ আগস্ট ২০২৪, ২২:৪৩ আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ২২:৪৩

১৫ আগস্টের ছুটি বাতিল হলেও এ দিন জাতীয় শোক দিবস বাতিল করা হয়নি। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ নিয়ে আছে দ্বিধাদ্বন্দ্বে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শোক দিবস পালন করবে কী করবে না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত গত ৯ জুলাইয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় শোক দিবস উপলক্ষে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক উপজেলা, সিটি করপোরেশন (ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা), জেলা ও বিভাগ এবং জাতীয় পর্যায়ে এক মিনিটব্যাপী ভিডিওচিত্র তৈরির প্রতিযোগিতা আয়োজনের কথা বলা হয়।

আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের পর শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচলকদের জাতীয় শোক দিবসের কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের নির্দেশের পর গত ১৪ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর জাতীয় শোক দিবস পালনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কর্মসূচি পালনের নির্দেশ দেয়।

এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে বর্তমান আন্তর্বর্তী সরকার। ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের সংলাপে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করার বিষয়ে ব্যাপক ঐক্যমত্য হওয়ায় উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তক্রমে সরকার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি এত দ্বারা বাতিল করলো।

এই প্রজ্ঞাপনে জাতীয় শোক দিবসের কর্মসূচি বাতিল করা হয়নি। ফলে সরকারি আগের আদেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার এবং শোক দিবস পালিত হওয়ার কথা।

রাজধানীর ভিকারুনসিনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এনাম হোসাইনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে যোগাযোগ করলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই মুহূর্তে শিক্ষার্থীরাই ঠিকমতো আসছে না। তাছাড়া এখন শোক দিবসের কর্মসূচি পালন করা নিরাপদ হবে বলে মনে হয় না।’

রাজধানীর বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে কথা বললে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা মনে করেছি শোক দিবস পালন করা যাবে না। ছুটি বাতিল করা হয়েছে কিন্তু শোক দিবস বাতিল করা হয়নি তা আমরা বুঝিনি। তাছাড়া শোক দিবস সীমিতভাবে হয়তো কেউ কেউ পালন করতে পারে। তবে কোনও আনুষ্ঠানিকতা করার সুযোগ নেই। শোক দিবস পালন করা যাবে কিনা তা নিয়ে সবার মধ্যেই অনিশ্চয়তা রয়েছে।’

/এসএমএ/আরআইজে/

৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সূচি পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৪, ২১:৪৯ আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ২১:৪৯

৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারের পদগুলোর জন্য সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত কমিশন সচিবালয়ের ২৫ জুন তারিখের বিজ্ঞপ্তিটি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে।

পুনর্বিন্যাসকৃত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনও সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

/এসএমএ/এমএস/

ইইডির প্রধান প্রকৌশলীর পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৪, ২০:৩৮ আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২০:৩৮

শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন মো. দেলোয়ার হোসেন মজুমদার।

এর আগে, গত রবিবার (১১ আগস্ট) ইইডির প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেন অধিদফরের প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীরা।

দেশের বিভিন্ন অঞ্চলের ঠিকাদারকে অগ্রিম বিল, নিম্নমানের কাজ করানোসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্নীতির অভিযোগে ১৪৫টি কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে জামানত বাজেয়াপ্ত করা হয়েছে এসব কাজের ঠিকাদারদের।

সম্প্রতি সিলেট অঞ্চলে কাজ না করিয়ে ঠিকাদারকে অগ্রিম বিল দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একজন ঠিকাদার অগ্রিম বিল নেওয়ার পর তিনি মারা যান। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গ, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই বছর মেয়াদে শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান দেলোয়ার হোসেন মজুমদার।

এর আগে ২০২২ সালের ১৩ অক্টোবর থেকে এ পদের চলতি দায়িত্ব এবং ২০২৩ সালের ৪ ডিসেম্বর প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পান তিনি।

/এসএমএ/এমএস/

বিশ্ববিদ্যালয়গুলোতে দল নিরপেক্ষ প্রশাসক চায় শিক্ষক নেটওয়ার্ক

ঢাবি প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৪, ২০:২৪ আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২০:২৪

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন প্রশাসক পদত্যাগ করেছেন। সেই জায়গায় সৎ, বিদ্বান ও দল-নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যায়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক গীতি আরা নাসরীনের পাঠানো এক বিবৃতি এ দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠনটি।

বিবৃতি বলা হয়, একটি দক্ষ জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাব্যবস্থা বিভিন্ন সমস্যার সম্মুখীন। এর মধ্যে শিক্ষার্থীদের আবাসন ও উপকরণ সংকট, ক্ষমতাসীনদের দলভুক্ত করার চাপ ও নির্যাতন যেমন আছে, তেমনই আছে শিক্ষক ও প্রশাসনের জবাবদিহি এবং স্বায়ত্তশাসনকে ধ্বংস করে দেওয়ার নানামুখী পদক্ষেপ। এছাড়াও শিক্ষাক্ষেত্রে অপ্রতুল বাজেট বরাদ্দ, গবেষণার অভাব, শিক্ষক নিয়োগে নানা অনিয়ম, প্রশাসক নিয়োগে দলীয়করণসহ বিভিন্ন সমস্যায় বিশ্ববিদ্যালয়গুলো আষ্টেপৃষ্ঠে বাধা পড়েছে। এ ধরণের সমস্যা থেকে উত্তরণের জন্য প্রয়োজন বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্বে পরিবর্তন, যা শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা লক্ষ করছি, ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসকেরা একযোগে পদত্যাগ শুরু করেছেন। এতে করে ক্যাম্পাসগুলোতে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। এ শূন্যতার মধ্যে বিভিন্ন দলীয় শিক্ষকদের সেই পদ পূরণে প্রচুর দৌড়-ঝাঁপ করতে দেখা যাচ্ছে। অথচ তাদের অনেকেরই শিক্ষক-শিক্ষার্থীর অধিকারের পক্ষে থাকার, নিপীড়নের বিরুদ্ধে, বিগত সরকারের ফ্যাসিবাদী উন্নয়ন রেটোরিকের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান থাকার নজির নেই। শিক্ষক ও ছাত্ররাজনীতির যে অগ্রহণযোগ্য পুরোনো ধরন, পুরো জাতিই তার বদল চায়। আর কোনও দলীয় ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের শীর্ষপদে নিয়োগ না দেওয়াই হতে পারে তার অন্যতম পূর্বশর্ত।

বিবৃতিতে বলা হয়েছে, যারা বিশ্ববিদ্যালয়গুলোতে নিজ দলের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকেন তাদের পক্ষে বিশ্ববিদায়লয়গুলোকে বৈশ্বিক মানে উন্নীত বা এগুলোর গণতন্ত্রায়ণ করা সম্ভব না। এ জন্য প্রয়োজন এমন শিক্ষকদের যারা সৎ, গুণী, ন্যায়-নীতিবান, যাদের দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি নয় বরং শিক্ষার্থীবান্ধব, শিক্ষক-শিক্ষার্থীর অধিকার প্রশ্নে উচ্চকণ্ঠ ও প্রতিবাদী হওয়ার নজির আছে।

দলীয় শিক্ষক রাজনীতির বাইরে, অনেক শিক্ষক স্বাধীনভাবে গত দেড় দশক ধরে বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবছেন। তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনিয়ম প্রতিরোধে দমন-পীড়ন সব তুচ্ছ করে শিক্ষক-শিক্ষার্থীর অধিকারের প্রশ্নে সব সময় হাজির থেকেছেন কিংবা চুপ করে ক্ষমতাসীনদের পক্ষাবলম্বন বা ছায়া হিসেবে সুবিধা ভোগ করেননি। এমন শিক্ষকদের মূল্যায়ন হওয়া প্রয়োজন জানিয়ে সংগঠনটি আরও বলে, এ প্রক্রিয়ায় আন্দোলনকারী নির্দলীয় শিক্ষার্থীদের ভূমিকাও বিবেচনা করা যেতে পারে। পুরো শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে একটি শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষা কমিশন গঠন করাও জরুরি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারে অন্তর্বর্তী সরকারকে মনোযোগী ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলে, কেবল দলনিরপেক্ষ নামি একাডেমিকই নন, রুগ্ন বিশ্ববিদ্যালয় ব্যবস্থার সংস্কার নিয়ে যারা বরাবরই ভাবেন এবং সেই পরিবর্তনগুলো আনতেও প্রতিজ্ঞাবদ্ধ এমন প্রশাসক নির্বাচন করার দাবি জানাচ্ছি।

/আরকে/

ভিকারুননিসায় নতুন সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ আগস্ট ২০২৪, ১৭:০৮ আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৭:০৮

রাজধানীর ঐহিহ্যবাহী ভিকারুননিসা নূন  স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলামকে।

বুধবার (১৩ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে গভর্নিং বডির নতুন সভাপতি মনোনয়ন দেওয়া হয়।

শিক্ষা বোর্ডর বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি পদত্যাগ করায়, অবশিষ্ট মেয়াদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলামকে মনোনয়ন দেওয়া হলো।

এর আগে সোমবার (১২ আগস্ট) ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চাপের মুখে পদত্যাগ করায় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক মাজেদা বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়।

/এসএমএ/আরআইজে/
 
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ 
১ / ০