সড়কবাতি নিভিয়ে শিক্ষার্থী ‘হত্যায় সহায়তা’, চসিক প্রকৌশলী বরখাস্ত
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৩ থেকে ৫ আগস্ট চট্টগ্রাম নগরের সড়কবাতি নিভিয়ে গুলি করে শিক্ষার্থী হত্যা ও নির্যাতনে সহায়তার অভিযোগ উঠেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশের বিরুদ্ধে। শিক্ষার্থীদের এমন অভিযোগে তাকে বরখাস্ত করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম তাকে বরখাস্তের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে বিকেল তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ অভিযোগ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, আন্দোলন চলাকালে ৩ থেকে ৫ আগস্ট চট্টগ্রাম নগরের সব সড়কবাতি বন্ধ রাখা হয়। সড়কবাতি বন্ধ রেখে রাতের আঁধারে ছাত্র-জনতার ওপর নির্মমভাবে অত্যাচার-নির্যাতন চালানো হয়। গুলিও করা হয়। এতে মৃত্যুর ঘটনা ঘটে। সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশের নির্দেশে সড়কবাতি বন্ধ করা হয়। এ জন্য তাকে বরখাস্ত করতে হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়া সিটি করপোরেশনের মেয়রের ব্যক্তিগত সহকারী হোসেন আওরঙ্গজেব আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগকে টাকা ও অস্ত্র দিয়েছেন। বহদ্দারহাটে মেয়রের বাড়ির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নিহত হয়েছেন। এ জন্য তাকে চাকরিচ্যুত করার দাবি জানানো হয়।
তাদের দাবি মেনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত এবং হোসেন আওরঙ্গজেবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তৌহিদুল ইসলাম।
বিজ্ঞাপন
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, আন্দোলনের সময় ৩ থেকে ৫ আগস্ট পর্যন্ত রাতে সড়কবাতি বন্ধ রেখে শিক্ষার্থীদের ওপর হত্যাযজ্ঞ ও নির্যাতন চালাতে সহযোগিতা করা হয়। এ দায়ভার সিটি করপোরেশনের প্রধান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) এড়াতে পারেন না।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ও অভিযোগ তদন্ত করার জন্য তিন সদস্যর কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। কমিটির প্রধান করা হয়েছে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে।
এএজেড/এমএএইচ/জেআইএম
বিজ্ঞাপন