|
ভারতীয় কূটনীতিকের প্রত্যাহার দাবী | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করার দাবী জানিয়েছে৻ মংগলবার ঢাকায় বিএনপির সংসদীয় দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক এই দাবি তুলে ধরেন৻ বিএনপির অভিযোগ যে ভারতীয় হাইকমিশনার মি. চক্রবর্তী বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও রাজনীতিকদের ব্যাপারে কূটনৈতিক শিষ্ঠাচারের বাইরে বক্তব্য দিয়েছেন৻ বিএনপি বলছে, ২১শে জুন ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী তার বক্তব্যে টিপাইমুখ বাঁধের বিরোধিতাকারী বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের ‘তথাকথিত বিশেষজ্ঞ‘ বলে মন্তব্য করেছেন৻ তার বিরুদ্ধে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার সম্পর্কে কটুক্তি করারও অভিযোগ আনা হয়েছে৻ বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির উপস্থিতিতে ভারতীয় কূটনীতিকের এই মন্তব্যে পররাষ্ট্রমন্ত্রীরও কড়া সমালোচনা করেছেন৻ পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দাবী করেছেন৻ ভারতীয় কর্তৃপক্ষ মনিপুর রাজ্যের টিপাইমুখ এলাকায় বরাক নদীতে বাঁধ নির্মানের যে পরিকল্পনা করছে বিএনপি তার বিরোধিতা করে বলছে যে এর ফলে বাংলাদেশের উপর বিরুপ প্রভাব পড়বে৻ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||