BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 23 জুন, 2009 - প্রকাশের সময় 13:20 GMT
 
বন্ধুকে ইমেইল করুন ছাপার উপযোগী সংস্করণ
ভারতীয় কূটনীতিকের প্রত্যাহার দাবী
 
indian high commissioner to dhaka
ঢাকায় ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী
বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করার দাবী জানিয়েছে৻

মংগলবার ঢাকায় বিএনপির সংসদীয় দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক এই দাবি তুলে ধরেন৻

বিএনপির অভিযোগ যে ভারতীয় হাইকমিশনার মি. চক্রবর্তী বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও রাজনীতিকদের ব্যাপারে কূটনৈতিক শিষ্ঠাচারের বাইরে বক্তব্য দিয়েছেন৻

বিএনপি বলছে, ২১শে জুন ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী তার বক্তব্যে টিপাইমুখ বাঁধের বিরোধিতাকারী বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের ‘তথাকথিত বিশেষজ্ঞ‘ বলে মন্তব্য করেছেন৻ তার বিরুদ্ধে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার সম্পর্কে কটুক্তি করারও অভিযোগ আনা হয়েছে৻

বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির উপস্থিতিতে ভারতীয় কূটনীতিকের এই মন্তব্যে পররাষ্ট্রমন্ত্রীরও কড়া সমালোচনা করেছেন৻ পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দাবী করেছেন৻

ভারতীয় কর্তৃপক্ষ মনিপুর রাজ্যের টিপাইমুখ এলাকায় বরাক নদীতে বাঁধ নির্মানের যে পরিকল্পনা করছে বিএনপি তার বিরোধিতা করে বলছে যে এর ফলে বাংলাদেশের উপর বিরুপ প্রভাব পড়বে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন ছাপার উপযোগী সংস্করণ
 
 RSS News Feed
 
BBC Copyright Logo^^ পাতার শুরুতে
 
 প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
 BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
 আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি