নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিসা প্রার্থীদের ৮০% টাউট ভারতে গিয়ে বছরে ২৫ হাজার লোক ফেরে না। বাংলাদেশীদের নিয়ে এই তথ্য দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী তাও আবার বাংলাদেশে বসে এফবিসিসিএই কতৃক আয়োজিত বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক র্শীষক সেমিনারে। আমার দেশে বসে আমারই দেশের লোক সম্পর্কে এ ধরনের বক্তব্য দেওয়ার সাহস কোথায় পায়?এ ধরনের বক্তব্য দেওয়ার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে যেন এ ধরনের বক্তব্য দেয়ার সাহস না করে সে ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে আশা ব্যাক্ত করছি।
২| ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
জিয়াউর বলেছেন: আপনাকে ধন্যবাদ। গত কাল রাতে একটি টিভি অনুষ্ঠানে বিষয়টি শুনেছি। আমার অভাক লাগে আমাদের দেশে বসে কিভাবে সে এরকম মন্তব্য করে। পিনাক রঞ্জন চক্রবর্তীকে জুতা মেরে এই দেশ থেকে বের করে দেয়া উচিৎ।
৩| ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
বিবেক হীন বলেছেন: বাংলাদেশ সরকারের মেরুদন্ড থাকলে অবশ্যই পিনাকের কাছে কৈফিয়ত চাওয়া উচিৎ কোন পরিসংখান থেকে সে এসব দাবী করেছে। যদি সন্তোষজনক উত্তর দিতে ব্যার্থ হয়, তাহলে অবশ্যই তাকে ঘাড় ধরে বের করে দেয়া উচিৎ।
৪| ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
এস আই সাঈদ বলেছেন: Click This Link
২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
কামরুন্নিছা মুন্না বলেছেন: আপনাকে ধন্যবাদ এ ধরনের বক্তব্যের প্রতিবাদ করার জন্য।
৫| ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
কিরিটি রায় বলেছেন: বিবেক হীন বলেছেন: বাংলাদেশ সরকারের মেরুদন্ড থাকলে অবশ্যই পিনাকের কাছে কৈফিয়ত চাওয়া উচিৎ কোন পরিসংখান থেকে সে এসব দাবী করেছে। যদি সন্তোষজনক উত্তর দিতে ব্যার্থ হয়, তাহলে অবশ্যই তাকে ঘাড় ধরে বের করে দেয়া উচিৎ।
৬| ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
সেতূ বলেছেন: ভাই...
পিনাক সন্পর্কে, আমাদের মাসীত ভাই (ভারতের পা চাটা দালাল) ও হুন্ডীর মাধ্যমে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ভারতে পাচার ...
ঐ টাকায় ঐ দেশে বাড়ী-ঘর, ব্যবসা-বানিজ্য.....
"এই বিষয় দিনের আলোর মত সত্য"
এই সত্য লেখে গত রাতে একটি পোষ্ট দিয়ে ছিলাম
ফলাফল -
১ পোষ্ট ৪০০ মত হিট হয়
২ সকালে পোষ্ট মুছে ফেলেছে
৩ safe থেকে watch হয়ে গেলাম..
দুঃখ
আমাদের মাসীত ভাই ও রাজাকারের মধ্য কোন তফাৎ নেই...
মুদ্র্রার এপিঠ- ওপিট .
সুযোগ বুঝে সাপের মত ছোবল মারবে...
৭| ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০১
প্রক্সিনিক বলেছেন:
২৫ হাজার না হলে, সংখ্যাটা কত?
৮| ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
অমাবশ্যার চাঁদ বলেছেন:
৯| ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১২
রিয়াজুল ইস্লাম বলেছেন: আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সাথে প্রতারণা করছে তা এখন সুর্যের আলোর মত দৃশ্যমান।
পিনাককে জুতা মারলাম...........
১০| ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
অর্জুণ বলেছেন: তার ছেড়া পিনাক।
তার ছেড়া কথাটির অর্থ আমার সাম্প্রতিক পোস্টে ব্যাখ্যা করেছি।
১১| ২৫ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩১
উদাসী স্বপ্ন বলেছেন: আমাদের দেশের স্বারাস্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এহেন হীন পোস্ট দেওনে লিগা মাইনাস!
২৭ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২২
কামরুন্নিছা মুন্না বলেছেন: আপনার মত রাজাকারদের মাইনাস কবুল করিলাম।
১২| ২৭ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
রিমঝিম বৃষ্টি বলেছেন: দেশজ বলেছেন: পিনাককে ঘাড় ধরে দেশ থেকে বের করে দেওয়া উচিত। সে নিজেই একজন টাউট।
১৩| ০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৩
নুবিয়া বলেছেন: অাপনার সচেতনতা অার জাতিপ্রেমের জন্য ধন্যবাদ। যারা ব্লগে বেস পিনাককে জুতো পেটা করছেন, তাদের বলি পারলে; একখানি সেন্ডেল পিনাককে কুরিয়ারে পাঠান। কাজ হতে পারে।
মুন্না অাপনকে ধন্যবাদ।
১৪| ০৯ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২২
উদাসী স্বপ্ন বলেছেন: লেখক বলেছেন: আপনার মত রাজাকারদের মাইনাস কবুল করিলাম।
বস দেখি মজাক বুঝেন নাই! আফসুস!
১৫| ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৫
তারেক.মাহমুদ বলেছেন: পিনাক যে কিভাবে এখনও এই দেশে আছে বুজতে পারিনা।
আপনার গল্পের গাঁথুনি ভালো। আশা করি বেশী বেশী লিখবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২২
দেশজ বলেছেন: পিনাককে ঘাড় ধরে দেশ থেকে বের করে দেওয়া উচিত। সে নিজেই একজন টাউট। তার ব্যাপারে ভারত সরকারের নিকট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিযোগ করা প্রয়োজন। তার একের পর এক উস্কানীমূলক বক্তব্য একদিকে অমাদের মর্মাহত করছে অপরদিকে দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটাচ্ছে। অপনাকে ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য।