বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না: অ্যাটর্নি জেনারেল

বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না: অ্যাটর্নি জেনারেল

দেশের বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না বলে স্পষ্ট জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগের সংস্কারের কথাও উল্লেখ করেন তিনি।

রোববার (১১ আগস্ট) সাংবাদিকদের ব্রিফিংকালে অ্যাটর্নি জেনারেল বলেন, অ্যাটর্নি জেনালের কার্যালয়সহ গোটা বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন, সুযোগ থাকলে সেই কাজ করবো।

দীর্ঘ ১৭ বছর ধরে দেশের বিচার বিভাগকে রাজনীতিকরনের নেতিবাচক প্রভাব তুলে ধরেন রাষ্ট্রের নবনিযুক্ত এই প্রধান আইন কর্মকর্তা। তিনি বলেন, আর কোন সিন্ডিকেট থাকবেনা আইনাঙ্গনে। গোটা বিচার বিভাগের সংস্কার প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন একজন মানুষ বিচারের আশার আদালতে এসে ২০ -৩০ বছর অপেক্ষা করবে এটি চলতে পারেনা। মামলা জট নিরসনে কাজ করার প্রতিশ্রতি দেন অ্যাটর্নি জেনারেল।

গত বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদান করেন মো. আসাদুজ্জামান। সেদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার প্রথম ও সর্বপ্রথম দায়িত্ব হলো এই রাষ্ট্রের জনগণের পক্ষে অবস্থান নেওয়া। ’

news24bd.tv/FA