আন্দোলনের নামে অরাজকতা আর নয়: ইউনাইটেড ইসলামী পার্টি
কোটা সংস্কার আন্দোলনের নামে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন। কয়েক মাস আগে থেকেই বিএনপি-জামায়াতের পরিকল্পনায় পুলিশ হত্যাসহ এসব করা হয়েছে বলে দাবি করেন তিনি।
শনিবার দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসমাইল হোসাইন বলেন, আন্দোলনের নামে অরাজকতা আর নয়। একটি সার্বভৌম স্বাধীন দেশে রাষ্ট্রীয় সম্পদ জ্বালাও-পোড়াও করে ধ্বংস করা রাষ্ট্রের দায়িত্বরত পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা, এসবের মতো জঘন্যতম রাষ্ট্র বিরোধী কাজ আর কী হতে পারে? যেখানে বাংলাদেশের ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তাদের হাত থেকে নিস্তার পায়নি। বিক্ষোভের নামে যে বর্বর সহিংসতা চালানো হয়েছে এবং পুলিশ হত্যা করেছে সেটি পাকিস্তান, আল বদর, রাজাকারের থেকেও নিকৃষ্ট ও জঘন্যতম কাজ।
তিনি বলেন, বর্তমানে যে আন্দোলন হচ্ছে এতে বিএনপি ও জামায়াতের পরোক্ষ হাত রয়েছে। বিএনপি-জামায়াত দেশের ভেতরে সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমি নিরীহ ছাত্র-ছাত্রী, ভাই-বোনদের বলব, আপনাদের ব্যবহার করে বিএনপি ও জামায়াত তাদের স্বার্থ হাসিল করছে।
আলোচনা সভায় সরকারকে এ সব সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম শক্ত হাতে দমন করার আহ্বান জানান অন্য বক্তারা।
হাফেজ মাওলানা মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামীক চিন্তাবীদ ড. মোশাররফ হোসাইন, পীরে কামেল আবুল খায়ের মোহাম্মদ অহিদী ও খাঁজা মীর হারুনুর রশীদ পীর সাহেব লক্ষ্মীপুর, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মুফতী শাহাবুদ্দিন ভূঁইয়া, হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম, খতিব মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
আন্দোলনের নামে অরাজকতা আর নয়: ইউনাইটেড ইসলামী পার্টি
যুগান্তর প্রতিবেদন
০৪ আগস্ট ২০২৪, ০১:৫৪:২৯ | অনলাইন সংস্করণ
কোটা সংস্কার আন্দোলনের নামে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন। কয়েক মাস আগে থেকেই বিএনপি-জামায়াতের পরিকল্পনায় পুলিশ হত্যাসহ এসব করা হয়েছে বলে দাবি করেন তিনি।
শনিবার দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসমাইল হোসাইন বলেন, আন্দোলনের নামে অরাজকতা আর নয়। একটি সার্বভৌম স্বাধীন দেশে রাষ্ট্রীয় সম্পদ জ্বালাও-পোড়াও করে ধ্বংস করা রাষ্ট্রের দায়িত্বরত পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা, এসবের মতো জঘন্যতম রাষ্ট্র বিরোধী কাজ আর কী হতে পারে? যেখানে বাংলাদেশের ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তাদের হাত থেকে নিস্তার পায়নি। বিক্ষোভের নামে যে বর্বর সহিংসতা চালানো হয়েছে এবং পুলিশ হত্যা করেছে সেটি পাকিস্তান, আল বদর, রাজাকারের থেকেও নিকৃষ্ট ও জঘন্যতম কাজ।
তিনি বলেন, বর্তমানে যে আন্দোলন হচ্ছে এতে বিএনপি ও জামায়াতের পরোক্ষ হাত রয়েছে। বিএনপি-জামায়াত দেশের ভেতরে সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমি নিরীহ ছাত্র-ছাত্রী, ভাই-বোনদের বলব, আপনাদের ব্যবহার করে বিএনপি ও জামায়াত তাদের স্বার্থ হাসিল করছে।
আলোচনা সভায় সরকারকে এ সব সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম শক্ত হাতে দমন করার আহ্বান জানান অন্য বক্তারা।
হাফেজ মাওলানা মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামীক চিন্তাবীদ ড. মোশাররফ হোসাইন, পীরে কামেল আবুল খায়ের মোহাম্মদ অহিদী ও খাঁজা মীর হারুনুর রশীদ পীর সাহেব লক্ষ্মীপুর, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মুফতী শাহাবুদ্দিন ভূঁইয়া, হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম, খতিব মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2024