নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখা অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

ইউনুস খান

অন্যায়ের প্রতিবাদ করে লাশ হতেও আপত্ত নাই। শুধু মিনতি লাশটা যেন শেয়াল-কুকুরে না খেয়ে ফেলে, আমার মা-বাবার কাছে যেন পৌছে দেয়া হয়।

ইউনুস খান › বিস্তারিত পোস্টঃ

"আমার দেশ" পত্রিকার অভিযোগের সত্যতা প্রমাণ করা ছাড়া আর কোন উপায় নাই | ১০ হাজার কোটি ডলারের মানহানির মামলা আমার দেশ পত্রিকার বিরুদ্ধে।

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৭

১৭ ডিসেম্বর দৈনিক আমার দেশ পত্রিকায় তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বৈদেশিক বিনিয়োগকারীদের কাছ থেকে ৫০ লাখ ডলার ঘুষ নেওয়ার বিষয়ে সংবাদ পরিবেশন করা হয়।

যা সবার মাঝে বড় রকমের আশ্চর্যবোধক চিহ্ন (!) একেঁ দিয়েছে। কেউ কেউ বলছে যা রটে তা কিছু না কিছু হলেও বটে। কেউবা গোয়েবলসের মিথ্যাকে সত্য বানানোর মিথকে মনে করিয়ে দিতে চাচ্ছে। তবে যাই হোক না কেন এবার ফেঁসে যাচ্ছে আমার দেশের সংশ্লিষ্টরা/ তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও সজীব ওয়াজেদ জয় গং। কারন আজকে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ আজ রোববার জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে বাদী হয়ে দৈনিক আমার দেশের বিরুদ্ধে ১০ হাজার কোটি ডলারের মানহানির মামলা করেন। ফলে এখন "আমার দেশ" পত্রিকার অভিযোগের সত্যতা প্রমাণ করা ছাড়া আর কোন উপায় নাই।

তবে আম জনতার লাভই হয়েছে বলতে হবে কারন -

১। ঘটনা মিথ্যা হলে সকল কৌতুহলেরও মৃত্যু ঘটবে। সাথে অযথা ক্যাচাল।

২। ঘটনা সত্য হলে লুঠেরাদেরও মৃত্য ঘটবে।



ব্যক্তিগতভাবে আমি মনে করি - নিউজ আইনের ল'এ্যাক্ট দেখিয়ে খবরের সোর্সের কথা গোপন করার সুযোগ এখানে নেই। আর যেহেতু পত্রিকাটার পিছনে মাহমুদুর রহমানের হাত আছে সো ব্যাপারটা আরোও যথেষ্ট গুরুতর। কারন -

১। মাহমুদুর রহমান ইতিমধ্যে যথেষ্ট বিতর্কিত

২। যেহেতু মাহমুদুর রহমান জ্বালানী মন্ত্রণালয়ে ছিলো, সেহেতু তার জ্বালানী মন্ত্রণালয়ের পিছনে লেগে থাকা অস্বাভাবিক কিছু না। সেহেতু সে কেচোঁ খুরতে গিয়া সাপের দেখা পেলেও পেতে পারে।

আপাতত সাইড ইজি চেয়ারে আরাম করে বসে খেলা দেখা ছাড়া আমাদেরও তেমন কিছু করার নেই।

মন্তব্য ৬১ টি রেটিং +১২/-১১

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৫

লুথা বলেছেন: ১০ হাজার কোটি ডলারের ??

যে শালা মামলা করছে, সে কি জানি ১০ হাজার কোটি ডলারে কয়টা শুন্য বসে অথবা বাংলাদেশী টাকায় কত হয় ??

এই শালার পিছে কলকাঠি তো হাছিনাই নাডতেছে

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৫

ইউনুস খান বলেছেন: বেশী আবেগী বক্তব্য হয়ে গেলো। কারন যে মামলা করেছে সে না জেনে মামলা করেছে ভাবলে কিছুটা বোকামীই হবে।
হাসিনা অথবা আওয়ামীলীগের সংশ্লিষ্ট কেউ কলকাঠী নাড়তে পারে। আবার ঐ লোক নিজেকে হাইলাইট করার জন্যও করতে পারে।

২| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৯

শেখ আমিনুল ইসলাম বলেছেন: সহমত লেখক।

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৭

ইউনুস খান বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

৩| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৯

আশমএরশাদ বলেছেন: ৫০ লাখ ডলারে মাত্র ১০ হাজার ডলা :) :)

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫১

ইউনুস খান বলেছেন: ঐ মিয়া মাত্র কন;) বাংলাদেশের বাৎসরিক বাজেট কত ডলারের জানেন ;)

৪| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩০

ব্রাইটসেন্ট্রাল বলেছেন:

প্রথম আলোতে খবরটি ছাপা হয়েছে এভাবে,তৌফিক এলাহী ও জয়ের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেয়ার অভিযোগ : শেভরনকে বিনা টেন্ডারে ৩৭০ কোটি টাকার কাজ পাইয়ে দিতে উেকাচ গ্রহণের বিষয় তদন্ত করছে মন্ত্রণালয়

খবরের প্রথম কয়েকটি লাইন -

জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরীসহ জ্বালানি বিভাগের কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার সমপরিমাণ ৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। মার্কিন তেল কোম্পানি শেভরনকে বিনা টেন্ডারে ৩৭০ কোটি টাকায় একটি কম্প্রেসার স্টেশন বসানোর কাজ দেয়ার বিনিময়ে এ উেকাচ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগপত্রে তথ্য দেয়া হয়েছে। পেট্রোবাংলার প্যাডে প্রধানমন্ত্রী বরাবর এ অভিযোগপত্র পেশ করা হয়েছে।

অভিযোগপত্র দেয়া হয়েছে সেটিই প্রকাশ করেছে আমারদেশ। অভিযোগপত্র দেয়া হয়েছে কিনা সেটা দেখবে আদালত।

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৮

ইউনুস খান বলেছেন: মন্তব্যে কয়েকটি ভুল দেখলাম।
১। প্রথম আলোতে খবরটি ছাপা হয়েছে এভাবে। প্রথম আলোতে নয় আমার দেশে।
২। অভিযোগপত্র দেয়া হয়েছে সেটিই প্রকাশ করেছে আমারদেশ। অভিযোগপত্র দেয়া হয়েছে কিনা সেটা দেখবে আদালত।

লাইন দুইটার মূল পার্থক্য ধরতে পারলাম না।

৫| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩২

আশমএরশাদ বলেছেন: মাহবুবুর রহমান নাকি খন্দকার মোশতাকের ভাইপো?
ওকে প্রথম প্রথম ভাল লাগত কিন্তু পরে দেখি এক্কেরে বেশী কাবিল মার্কা কথা বার্তা।

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৯

ইউনুস খান বলেছেন: মাহমুদুর রহমান হবে মনে হয়।

৬| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৩

হতবুদ্ধি বলেছেন: হায় হায় !!!!!!! উনার মান-সম্মানের এত্ত দাম!!!!! ১০ হাজার কোটি ডলার !!!! বাংলাদেশের ১০/১২ বছরের বাজেট!!!!!

তবে অভিযোগের সত্যতা যাচাই হওয়া উচিৎ। মান-সম্মান ওয়ালা লোকদের আন্দাজে চোর বলা ঠিক না। B-) ;) :D

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০০

ইউনুস খান বলেছেন: তবে অভিযোগের সত্যতা যাচাই হওয়া উচিৎ।

৭| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৩

এস বাসার বলেছেন: লুথা বলেছেন: ১০ হাজার কোটি ডলারের ??

যে শালা মামলা করছে, সে কি জানি ১০ হাজার কোটি ডলারে কয়টা শুন্য বসে অথবা বাংলাদেশী টাকায় কত হয় ??

একমত।

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০১

ইউনুস খান বলেছেন: হাসিনা অথবা আওয়ামীলীগের সংশ্লিষ্ট কেউ কলকাঠী নাড়তে পারে। আবার ঐ লোক নিজেকে হাইলাইট করার জন্যও করতে পারে।

৮| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৪

রহমানরক্তিম বলেছেন: লুথা বলেছেন: ১০ হাজার কোটি ডলারের ??

যে শালা মামলা করছে, সে কি জানি ১০ হাজার কোটি ডলারে কয়টা শুন্য বসে অথবা বাংলাদেশী টাকায় কত হয় ??

এই শালার পিছে কলকাঠি তো হাছিনাই নাডতেছে

কয় কি নাটোরে এতো ডলার আইলো কোথ্থেকে? B:-) B:-) B:-)

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৪

ইউনুস খান বলেছেন: হাসিনা অথবা আওয়ামীলীগের সংশ্লিষ্ট কেউ কলকাঠী নাড়তে পারে। আবার ঐ লোক নিজেকে হাইলাইট করার জন্যও করতে পারে।

এইবার কাঁচাগোল্লার ব্যবসায়ীদের পোয়াবারো হইবেক ;)

৯| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৪

এস.আর.এফ খাঁন বলেছেন: ১০ হাজার কোটি ডলার কে পাইবো? দিবই বা কইথিকা?

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৭

ইউনুস খান বলেছেন: ভালো প্রশ্ন।

১০| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৪

ব্রাইটসেন্ট্রাল বলেছেন: এই ১০ হাজার কোটি ডলার (৭০০ হাজার কোটি ট্যাকা) বাংলাদেশের ৭ বছরের বাজেটের সমান। আমার প্রস্তাব হৈলো ঘুষ খাওয়া আদমগো মানের যদি এতোই দাম থাকে তৈলে তাগো বেইচ্যা দেশটারে ৭ বছর চালানোর রসদ যোগাঢ় তরা হৌক।

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩১

ইউনুস খান বলেছেন: উত্তম প্রস্তাব বলে মনে করি।

১১| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৫

ত্রিভুজ বলেছেন: কার্বলিক এসিড কিনে স্টক করে রাখেন...

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৬

ইউনুস খান বলেছেন: হে হে হে হে।

১২| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৫

ব্রাইটসেন্ট্রাল বলেছেন:


কয় কি নাটোরে এতো ডলার আইলো কোথ্থেকে? B:-) B:-) B:-



=p~ =p~ =p~

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৪

ইউনুস খান বলেছেন: =p~ =p~ =p~

১৩| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৬

রহমানরক্তিম বলেছেন: আশমএরশাদ বলেছেন: মাহবুবুর রহমান নাকি খন্দকার মোশতাকের ভাইপো?
ওকে প্রথম প্রথম ভাল লাগত কিন্তু পরে দেখি এক্কেরে বেশী কাবিল মার্কা কথা বার্তা।


এরশাদ ভাই মাহবুবুর রহমান কি মাহমুদুর এর বড় ভাই?

১৪| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৬

শেখ আমিনুল ইসলাম বলেছেন: আশমএরশাদ বলেছেন: মাহবুবুর রহমান নাকি খন্দকার মোশতাকের ভাইপো

হায় হায় আপনি জাতিরে এ কী সইত্য জানাইলেন?
মামুদ ভাইজানের দালালেরা মুখ দেহাইবো ক্যাম্নে?

১৫| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৬

কালপুরুষ বলেছেন: কারো মানের দাম ১০ হাজার কোটি ডলার হৈলে ঐ হালায় কোন কামে এই দেশে চুল (হিন্দীতে হবে) ফালাইতেছে? ঐ হালার পুতে কি জানে পুরা বাংলাদেশে সারা বছরের জাতীয় আয় কত? বাংলাদেশের বাৎসরিক বাজেট কত হাজার ডলারের? যে কোর্টে এই মামলা নিছে ঐ কোর্টেই হালার পুতেরে জুতা দিয়া পিটাইলে কয় টাকা চায় দেখনের দরকার আছিলো।

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৩

ইউনুস খান বলেছেন: অল্পের জন্য চেয়ার উল্টাইয়া পড়ি নাই ;) ;) ;) হা হা হা হা।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৭

দূরের মানুষ বলেছেন: ১০ হাজার কোটি ডলার ! বাংলাদেশের ৭ বছরের বাজেট। জয়রা পাইলে ভালোই হবে । আর দূর্নীতি করা লাগবোনা।

কিন্তু চোরের মন বলে কথা। তখন ১৪ হাজার কোটি পাইবার ইচ্ছা হইবো। :D

২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৮

ইউনুস খান বলেছেন: আবার কয়?

১৭| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৭

সুধাসদন বলেছেন: আশমএরশাদ বলেছেন: মাহবুবুর রহমান নাকি খন্দকার মোশতাকের ভাইপো?

তাতে সমস্যা কোথায় ? খন্দকার মোশতাক তো শেখ মুজিবের প্রিয়ভাজন ছিলেন। বাকশাল সরকারের মন্ত্রী ছিলেন।

১৮| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪০

মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন: আমার মনে হয়না ঘটনা সত্যি। তবে সত্যটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। জয় যদি টাকার জন্য এতই পাগল থাকতো তাহলে সুদূড় আমেরিকায় বসবাস করত না। প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে অনেক সুবিধাই সে ভোগ করতে পারতো যেমন সুবিধা ভোগ করেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক ও কোকো। ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

১৯| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৩

শেখ আমিনুল ইসলাম বলেছেন: মোহাম্মদ জিয়াউর রহমান সহমত।

২০| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৫

রহমানরক্তিম বলেছেন: হটাৎ দেখি ডলারে হিসাব বাইরা গেছে.......ব্যাপারডা কি? কারেন্সিও কি চেন্জ হচ্ছে নাকি?

*******আর আশমএরশাদ,শেখ আমিনুল ইসলাম,সুধাসদন আলোচিত ব্যাক্তির নাম মাহমুদুর রহমান,মাহবুবুর নয়।

২১| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৬

কাশিফ বলেছেন: চোরের মার বড় গলা।

২২| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৯

েক আিম বলেছেন: আমাদের অন্ধ সমর্থন গত ৩৮ বছরে দানব তৈরী করেছে:

তারেকের চুরি প্রমানিত, জয়েরটার প্রমান লাগবে:

আর যে মামলা করছে: সে কি ভাবছে প্রমান করতে পারলে দেশ ৭ বার বেচন লাগব: আর প্রমান না হইলে প্রবলেম নাই: ৩৮ বছরের অন্ধত্ব এর বেশীই দানবদের হাতে যেতে দিয়েছে।

২৩| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫০

অািম বাবু বলেছেন: হাজার বছর অপেক্ষা করেও সত্য টা জানতে পারব এটা আশা করি না।

২৪| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫১

নীল ভোমরা বলেছেন: দেখা যাক নাটোর আমাদের কি কাঁচা গোল্লা খাওয়ায়?!

২৫| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫১

নাজমুল আহমেদ বলেছেন:
কালপুরুষ'দার মন্তব্য পইড়া পুরা হা হা প গে

২৬| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৭

পাগলামুখ বলেছেন: আমি কোনও কিছু বলতে চায় না।বলা যায় না যদি ফাকেতালে কোনও মন্তব্যের লাইগা ১০ হাজারি মামলা আমিও খাইয়া যায়।তখন তো ভেএ্যা...... ছাড়া উপায় নাই :P :P :P :P :P

২৭| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৩

মহলদার বলেছেন: বাংলাদেশের আদালত ও এই ১০ হাজার কোটি টাকার কেস নিল? বুজ্তার্তেছিনা কিচ্ছু। আমার দেশ কেসে হারলে টাকা তো দিতে পারবো না, তখন কয় হাজার বছর যে জেল হয়!!

২৮| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৩

আমি ছাড়া সবাই ভাল বলেছেন: কালপুরুষ বলেছেন: কারো মানের দাম ১০ হাজার কোটি ডলার হৈলে ঐ হালায় কোন কামে এই দেশে চুল (হিন্দীতে হবে) ফালাইতেছে? ঐ হালার পুতে কি জানে পুরা বাংলাদেশে সারা বছরের জাতীয় আয় কত? বাংলাদেশের বাৎসরিক বাজেট কত হাজার ডলারের? যে কোর্টে এই মামলা নিছে ঐ কোর্টেই হালার পুতেরে জুতা দিয়া পিটাইলে কয় টাকা চায় দেখনের দরকার আছিলো।



যে মামলা করছে সে যদি অধম হয় আর যে মামলা নিছে সে কি?মামলাকারীরে যদি জুতা দিয়া পিঠাইতেও হয় তাইলে মামলা যে আবালে নিচে তারে কি করন যায়?

২৯| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৪

নতুন বলেছেন: কালপুরুষ বলেছেন: কারো মানের দাম ১০ হাজার কোটি ডলার হৈলে ঐ হালায় কোন কামে এই দেশে চুল (হিন্দীতে হবে) ফালাইতেছে? ঐ হালার পুতে কি জানে পুরা বাংলাদেশে সারা বছরের জাতীয় আয় কত? বাংলাদেশের বাৎসরিক বাজেট কত হাজার ডলারের? যে কোর্টে এই মামলা নিছে ঐ কোর্টেই হালার পুতেরে জুতা দিয়া পিটাইলে কয় টাকা চায় দেখনের দরকার আছিলো

=p~ :P B-)) :#) B-) ;) :D :) সেইরকম বলেছেন দাদা :)

৩০| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৫

মোস্তাক খসরু বলেছেন: শূন্য লইয়াই যেহানে এত ক্যাচাল হেরা সামনে আগাইব কেমনে।সত্য বেড়িয়ে আসুক।মামলাতে যত শুন্যই লাগুক তবু এর একটা বিহিত হোক।ষরযন্ত্র শুনতে শুনতে কান একদম ঝালাপালা।জয় যদি চোর হয়ই তবে তা প্রমানিত হোক।খামাখা যে বেটা মামলা করলো তার পেছনে লাগা কেন?দেখি না আসল কালপ্রিটটা ক্যাঠা বগুড়ার আলু না নোয়াখালীর নটি।

৩১| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৬

অমি রহমান পিয়াল বলেছেন: একটা জিনিস বুঝলাম না, ওই হালায় মামলা করার কে? যাগো বিরুদ্ধে অভিযোগ তাগো কি সমস্যা?

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৮

ইউনুস খান বলেছেন: লেখক বলেছেন: হাসিনা অথবা আওয়ামীলীগের সংশ্লিষ্ট কেউ কলকাঠী নাড়তে পারে। আবার ঐ লোক নিজেকে হাইলাইট করার জন্যও করতে পারে।

কালপুরুষ বলেছেন: কারো মানের দাম ১০ হাজার কোটি ডলার হৈলে ঐ হালায় কোন কামে এই দেশে চুল (হিন্দীতে হবে) ফালাইতেছে? ঐ হালার পুতে কি জানে পুরা বাংলাদেশে সারা বছরের জাতীয় আয় কত? বাংলাদেশের বাৎসরিক বাজেট কত হাজার ডলারের? যে কোর্টে এই মামলা নিছে ঐ কোর্টেই হালার পুতেরে জুতা দিয়া পিটাইলে কয় টাকা চায় দেখনের দরকার আছিলো।

৩২| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৮

আমি ছাড়া সবাই ভাল বলেছেন: পাগলামুখ বলেছেন: আমি কোনও কিছু বলতে চায় না।বলা যায় না যদি ফাকেতালে কোনও মন্তব্যের লাইগা ১০ হাজারি মামলা আমিও খাইয়া যায়।তখন তো ভেএ্যা...... ছাড়া উপায় নাই



এই পুস্টের সেইরম কমেন্ট :) :) :)

৩৩| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৮

রাজর্ষী বলেছেন: দেহা যাক কি হয়।

৩৪| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১০

অন্তীম বলেছেন: দুর্নীতির জননী জননেত্রী হাসিনার চুরির সামাননো বিবরণ: -মিগ 29 এর জন্য হাসিনার ৮০০ কোটি টাকা চাঁদা দাবী। -জয়ের জন্য আমেরিকায অর্থপাচার। -বসুন্ধরার মালিকের কাছ থেকে হাসিনা এবং মইনের ৩০০০ কোটি টাকা ঘুষ খাওয়া। -ফিগেট কিনতে কমিশন খাওয়া। -ব্যবসায়ীদের থেকে চাদা ও কমিশন খাওয়া। হাসিনার সব কুকামের কথা জলিল ফাস করেছে,এটা তার দোষ হয়েছে? হাসিনা চুরি করবে, আর জলিল সেনাবাহিনির মার খেয়েও চুপ থাকবে এটা কেমন কথা? শেখ সেলিমতো হাসিনা-রেহানা দুই চোরের নামই বলে দিয়েছে,তাতে দোষ নাই? হাসিনা চুরি, অপরাধ করবে,তবে কেউ বলতে পারবে না,চুরির মামলায় মইন পুলিশ দিয়ে হাসিনাকে টেনে হিচরে চোরের মত গাড়িতে তুলেছিল|গদি পেয়ে,সেই হাসিনা ও তার আওয়ামিলিগ ভক্তরা সব লাথি-গুতার কথার ভুলে গেছে| ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালীন শেষ এক বছরে (টি, আই, বি )এর রির্পোট অনুযায়ী প্রায় ১৮ হাজার কোটি টাকা লুট পাট করেছে আওয়ামী লীগ তথা আওয়ামী নেতারা সেটা কি দূর্নীতি হয়নাই?যদি হয়ে থাকে তাহলে সেটার বিচার কে করবে?যে দেশের প্রধানমন্ত্রী দুর্নিতিবাজ,যে দেশের দুদক চেয়ারম্যান দুর্নিতিবাজ - সে দেশে দূর্নিতির বিরুদ্ধে কিছু করা মস্তবড় তামাশা।এদেশের জনগন মস্ত গর্দভ ইতিহাস একদিন বিচার করবে ডজনখানেক দূর্নিতি মামলার আসামী পেরোলে মুক্ত থাকাবস্থায় কিভাবে দেশের প্রধানমন্ত্রী হয়? র্দুনীতি মামলার আসামী এবং প্যারলে বাইরে ২৪টি চুরির মামলা নিয়ে যদি হাসিনা হাইজ্যাকার মঈনের হাইজ্যাকড করা খমতায়(মঈন তার বইতে তাই লিখিয়াছেন)প্রধানমন্ত্রী হয়,বিএনপি'র কাউন্সিল অধিবেশনে তারেক জিয়া কেন সিনিয়র ভাইস চেয়ারম্যান হতে পারিবেনা? সারা বিশ্বের ইতিহাসে যত দুর্ভিক্ষ উল্লেখযোগ্য তার মধ্যে বাংলাদেশের'৭৪-এর দুর্ভিক্ষ অন্যতম। যেটা খাদ্যাভাব নয়, লুটপাটের ফলে হয়েছিল। মুজিবের বন্ধু ভারত এক কণা খাদ্য দিয়ে সাহায্য তো করেনি বরং সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে খাদ্য নেয়। বাকশালীরা ভারতে খাদ্য পাচার করে।'৭৪-এর দুর্ভিক্ষের সময় বিদেশীরা বলতো "তোমাদের বাজারে তো কোনো খাদ্যসামগ্রীর অভাব নেই তবু কেন মানুষ মরছে?" একদিকে মানুষ দুর্ভিক্ষে অন্যদিকে বাকশালীরা ভারতে খাদ্য পাচার করছিল। ডাস্টবিনে খাবার কুড়ানোর ছবি পত্রিকায় ছাপা হয়, ক্ষুধায় বমি খাওয়ার দৃশ্যও দেখেছে মানুষ।নোবেল বিজ্ য়ি অমত সেনের মতে ৭৪ এর দুভিখ্যের জন্য খাদ্য ঘাটতি দায়ি ছিলনা ছিল Good governaceএর অভাব|আওয়ামী লীগের চরম ব্যর্থতায় '৭৪-এর মহাদুর্ভিক্ষ হয়। সেই সময়কার দেশী-বিদেশী পত্র-পত্রিকায় এই দুর্ভিক্ষকে বলা হয়েছিল- মানবসৃষ্ট,মুজিববাদীদের সৃষ্ট।

৩৫| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩১

তায়েফ আহমাদ বলেছেন: লেখক বলেছেন: তবে আম জনতার লাভই হয়েছে বলতে হবে কারন -
১। ঘটনা মিথ্যা হলে সকল কৌতুহলেরও মৃত্যু ঘটবে। সাথে অযথা ক্যাচাল।
২। ঘটনা সত্য হলে লুঠেরাদেরও মৃত্য ঘটবে।


আমি বলছি:
১। ঘটনা মিথ্যা হলে কিছুই হবে না!
২। ঘটনা সত্য হলে কিছুই হবে না!
এদেশে এসবের জন্য কখনো কিছু হয় নি!:D

৩৬| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৮

ধূসর শূণ্যতা বলেছেন: লুথা বলেছেন: ১০ হাজার কোটি ডলারের ??

যে শালা মামলা করছে, সে কি জানি ১০ হাজার কোটি ডলারে কয়টা শুন্য বসে অথবা বাংলাদেশী টাকায় কত হয় ??

এই শালার পিছে কলকাঠি তো হাছিনাই নাডতেছে


সহমত...

৩৭| ২১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:২২

ও.জামান বলেছেন: দূরের মানুষ বলেছেন: ১০ হাজার কোটি ডলার ! বাংলাদেশের ৭ বছরের বাজেট। জয়রা পাইলে ভালোই হবে । আর দূর্নীতি করা লাগবোনা।

কিন্তু চোরের মন বলে কথা। তখন ১৪ হাজার কোটি পাইবার ইচ্ছা হইবো।

৩৮| ২১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:২৮

অক্টোপাস বলেছেন:
আমার দেশ'কে:

৩৯| ২১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৩৫

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন:

আমার মনে হয়না ঘটনা সত্যি। তবে সত্যটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। জয় যদি টাকার জন্য এতই পাগল থাকতো তাহলে সুদূড় আমেরিকায় বসবাস করত না।


============

তো আমেরিকায় বসবাস কি টাকার জন্য করে না, পুজা-অর্চনার জন্য আমেরিকায় বাস করে......???

আপনার যুক্তি শুইনা মনে হয় এখনো "ডাইপার" পরিধান করেন.....!!!

২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭

ইউনুস খান বলেছেন: খেক খেক

৪০| ২১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৩

নুভান বলেছেন:

৪১| ২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮

ব্রাইটসেন্ট্রাল বলেছেন: ১। প্রথম আলোতে খবরটি ছাপা হয়েছে এভাবে। প্রথম আলোতে নয় আমার দেশে।

কথা সৈত্য। মানু মাত্রেই ভুল্করে।


২। অভিযোগপত্র দেয়া হয়েছে সেটিই প্রকাশ করেছে আমারদেশ। অভিযোগপত্র দেয়া হয়েছে কিনা সেটা দেখবে আদালত।

লাইন দুইটার মূল পার্থক্য ধরতে পারলাম না।


এইবার তো সমুস্যায় পর্লাম। আপনি কেন পার্থক্য ধর্তে পারেন নাই সেইটা আমি ধর্তে পারি নাই। =p~ =p~

আসেন একটু খোলাসা কৈরা আলুচোনা করি।

আমার্দেশ একটা খবর্ছাপা হইছে। খবর্টা হৈলা পেট্রোবাংলার প্যাডে প্রধানমন্ত্রী বরাবর একটা অভিযোগপত্র পেশ করা হৈছে জয় আরও অনেকের নামে।

এখন খবর্টা কি মিথ্যা? না। কারন, একটা অভিযোগ সত্যই পেশ করা হৈছে। সেইটা পেট্রোবাংলার অনেকেই স্বীকার করেছে (স্বয়ং)। পত্রিকায় বিবৃতি দিচ্ছে। জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী কৈতেছে "হ! এরম একটা অভিযোগ করা হৈছে।" জ্বালানি মন্ত্রণালয় অভিযোগটি তদন্তের জন্য পেট্রোবাংলাকে দায়িত্ব দিলেও তারা ‘উচ্চ পর্যায়ের লোক জড়িত এবং স্পর্শকাতর বিষয়’ বলে তদন্ত করতে অপারগতা প্রকাশ করেছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ অভিযোগ তদন্ত করবে বলে জানিয়েছেন জ্বালানি সচিব মোহাম্মদ মোহসিন নিজেই

তো আমার্দেশ একটা সৈত্য খবরই ছাপাইছে যে। সমুস্যা কি? আমার্দেশ্রে ধরার কুনু স্কোপ আদালতের নাই। তাতে যত হাজার্কোটি ডলারের মামলাই হোক না কেনু । (অবশ্য ডুজুটাল সর্কার ধর্তে চাইলে আইন লাগে কি!)

এখন পরের কতা। যারা অভিযোগটি পেশ করেছে তাদের কাছে প্রমান আছে কি? সেইটাই হৈলো কতা। অভিযোগ যে কেউই কর্তে পারে। যার বিরুদ্ধে অভিযোগ, তাকেই প্রমান কর্তে হৈবে অভিযোগটি সৈত্য নয়। কিন্তু লাঠি দেখানুর কুনো উপায় নেই, "শ্লা! অভিযোগ তইলা নে, নৈলে মাথায় বাড়ি দিমু।" হাসিনার সর্কার এই কামডাই কর্তাছে।

আর অভিযুগতো আর পথেঘাটের রামশামযদুমধূ করে নাই। কর্ছে স্বয়ং পেট্রোবাংলার লোকজনেই যারা ভাগ পায় নাই =p~ =p~

৪২| ২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫

লুথা বলেছেন: বুদ্ধিজীবী ওরফে পরজীবী ওরফে চামচাজীবীরা কোথায় ?? দেখতে পাচ্ছি না কেন ??

Click This Link

৪৩| ২২ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:২৮

রেজওয়ান করিম বলেছেন: কাহাছে আয়ে রাজা, কাহাছে আয়ে রাণী
তো ঝুম নাচো গাও----বাঝাও ব্যান্ড বাজাও

৪৪| ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:১২

তাহের বলেছেন: মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন: আমার মনে হয়না ঘটনা সত্যি। তবে সত্যটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। জয় যদি টাকার জন্য এতই পাগল থাকতো তাহলে সুদূড় আমেরিকায় বসবাস করত না। প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে অনেক সুবিধাই সে ভোগ করতে পারতো যেমন সুবিধা ভোগ করেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক ও কোকো। ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

৪৫| ২৬ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৫

াহো বলেছেন: If you know U.S. law, you cannot give 2 million dollars to anyone in the USA. Every transaction over 10,000 dolars are reported to Homneland security and FBI. You cannot carry that amout in cash and have to be a bank transaction or via check. FBI would investigate that transaction.
Reporting farse is no credit. If Amardesh is smart, we would like to know the check number, bank that issued the check and the bank & account number where this was deposited. Only then it can be thought authentic.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.