ঢাকা, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
Sharenews24

শেখ হাসিনা সত্যি সত্যি পালিয়ে গেলেন?

২০২৪ আগস্ট ০৫ ১৬:৫০:২১
শেখ হাসিনা সত্যি সত্যি পালিয়ে গেলেন?

নিজস্ব প্রতিবেদক : টানা ১৫ বছর ৬ মাস ক্ষমতায় থাকার পর নাস্তানুবাদ হয়ে পতন ঘটলো শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ সরকারের।

সীমাহীন অত্যাচার, জুলুম, দুর্নীতি করে প্রধানমন্ত্রী হিসেবে অবশেষ পদত্যাগ করে সত্যি সত্যি পালিয়ে গেলেন শেখ হাসিনা।

কদিন আগেই জোর গলায় বলেছিলেন শেখ হাসিনা পালায় না। কিন্তু তিনি সত্যি সত্যি পালিয়ে গেলেন। আওয়ামী লীগের গত সাড়ে ১৫ বছরে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অর্থপাচার সীমাহীন পর্যায় চলে গিয়েছিল। কিছু কিছু ব্যক্তির লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচরিতার কারণে সরকার জনগণের কাছ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

সুশাসনের অভাব এবং ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে সরকার জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছিল। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন জনগণ বর্জন করে। এই নির্বাচনের পর অবশ্য কিছু আন্তর্জাতিক মহল সরকারকে সমর্থন জানানো হয়, সহানুভূতি জানায়। যে কারণে সরকার টিকে যায়।

কিন্তু কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যন্ত সামাল দিতে পারেনি। অতি বিশ্বাসের কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে।

গত ১৫ বছর শেখ হাসিনা একাই সবকিছু সামলেছেন। একটি দেশ পরিচালনা এক ব্যক্তির পক্ষে সম্ভব নয় তা প্রমাণিত হয়েছে। আর একা সবকিছু সামাল দিতে গিয়ে সবকিছু এলামেলো হয়ে গেছে।

শেখ হাসিনা তার দলকেও ঠিক রাখতে পারেনি। সাংগঠনিক ভাবে দল হয়ে পড়েছিল বিভক্ত এবং উদ্যোমহীন। দলের ভেতর চাটুকারদের ভিড় জমেছিল। বিশেষ করে দলের সাধারণ সম্পাদক একজন হাস্যকর ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। এই রকম একটি পরিস্থিতির মুখে কোটা আন্দোলন মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে সরকার।

চারটি কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটলো বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১. কোটা আন্দোলন মোকাবিলায় ব্যর্থতা

কোটা আন্দোলনের মোকাবিলায় শুরু থেকেই সরকার উপেক্ষা করেছে, আত্মঅহংকার দেখিয়েছে। এবং তুচ্ছ্য তাচ্ছিল্য করেছে। ফলে আন্দোলন আস্তে আন্তে বেগবান হয়েছে। একটা সময় আন্দোলন বিষ্ফোরণে রূপ নিয়েছে।

২. শেখ হাসিনার দম্ভ

শেখ হাসিনা দম্ভে বিভোর হয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। তিনি যা বলবেন সেটিই সঠিক। এরকম একটি অবস্থানে যাওয়ার কারণে বিরুদ্ধ মত শুনতেন না, অন্যের ভালো পরামর্শ শুনতেন না। এটি তার পতনের বড় কারণ বলে অনেকে মনে করছেন।

৩. যোগ্য উপদেষ্টাদের অভাব

শেখ হাসিনাকে সৎ পরামর্শ দিবে এমন যোগ্য উপদেষ্টা থাকার অভাব ছিলো প্রবলভাবে। বিশেষ করে মন্ত্রী এবং আমলারা শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছে এবং জনবিচ্ছিন্ন করেছে।

৪. লুন্ঠনের রাজনীতি

গত ১৫ বছর ধরে একটি ধনিক গোষ্ঠী তৈরি হয়েছে। যারা অর্থনীতিতে ব্যাপক লুটপাট করেছে। এই লুটপাটের কারণেই জনগণ শেখ হাসিনার কাছে থেকে দূরে সরে গেছেন এবং আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সবকিছু মিলিয়ে জনগণের কাছে থেকে বিচ্ছিন্ন হয়ে যে একটি সরকার টিকতে পারে না, আজ শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হলো।

মামুন/

88 Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
linkedin sharing button Share
messenger sharing button Share
whatsapp sharing button Share
email sharing button Email

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর