By using this site, you agree to our Privacy Policy.

সব অনিশ্চয়তা না কাটলেও বড় অনিশ্চয়তা কেটেছে

জাহিদ হোসেন
জাহিদ হোসেনফাইল ছবি

বিজয়ের অনুভূতি হচ্ছে এখন। অনুভূতির দিক থেকে এটা ১৬ ডিসেম্বরের অনুভূতির সমতুল্য। বলা যায়, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান হলো; লিখতে আর ভয় করছে না। অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে, আমরা তা জানি না। তবে সবাই সাংবিধানিক সরকার চায়। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নির্ভর করবে অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেটের ওপর।

এই মুহূর্তের মূল কাজ হবে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা। অর্থনীতি থেমে থাকবে না। অর্থনীতি সচল করে ও স্কুল-কলেজ খুলে দিয়ে দেশে স্বাভাবিকতা ফিরিয়ে আনা প্রয়োজন। ইন্টারনেট সচল রেখে যোগাযোগ ঠিক রাখতে হবে। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে প্রাথমিকভাবে প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা।

গত এক মাসে দেশের ভাবমূর্তির অনেক ক্ষতি হয়েছে। কিন্তু ছাত্রদের যে আন্দোলনের মধ্য দিয়ে এই যে সরকারের পতন হলো, তার ফলে দেশের ভাবমূর্তি অনেকটাই পুনরুদ্ধার হয়েছে। বিদেশিদের কাছে বার্তা যাবে, জাতি এই পরিস্থিতির মধ্য থেকে এমন গৌরবোজ্জ্বলভাবে বেরিয়ে আসতে পারে।

সব অনিশ্চয়তা না কাটলেও বড় অনিশ্চয়তা কেটে গেছে। এই আন্দোলন-সংঘাতে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়াতে হবে। এরপর অর্থনৈতিক ব্যবস্থাপনায় অগ্রাধিকার দিতে হবে। উচ্চ মূল্যস্ফীতি, খেলাপি ঋণ, আর্থিক খাতের দুরবস্থা, কর্মসংস্থান, বিনিয়োগ—এসব বিষফোড়া কাটার ব্যবস্থা করতে হবে। গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো খুলে দিতে হবে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষার। সেই ক্ষতি কাটাতে হবে। শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ বাড়াতে হবে।

সেনাপ্রধান বলেছেন, সব অন্যায়ের বিচার হবে। গত ১৫ বছরে অর্থনীতিতে সবচেয়ে বড় অন্যায় ছিল মেগা দুর্নীতি; একদম প্রকাশ্যে হয়েছে এই দুর্নীতি। ২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতিবিরোধী অভিযান চালানো হয়েছে। তখন নির্বিচার ধরপাকড় করা হয়েছে। কিন্তু তার আইনি প্রস্তুতি ছিল না। ফলে এখন ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।

ওই সময় দুর্নীতি দমন অধ্যাদেশ করা হয়। পরবর্তী সময়ে তা সংসদে পাস করে আইনে পরিণত করা হয়। কিন্তু পরবর্তী সময়ে সেই আইন সংশোধন করে তার মূল চেতনা বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া দুর্নীতি দমনে যে প্রতিষ্ঠান নিয়োজিত ছিল, সেই প্রতিষ্ঠানগুলো নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। এখন সেই শর্ষের মধ্যকার ভূত তাড়াতে হবে। মূল আইনের আধুনিকায়ন করে তাতে ফেরত যেতে হবে।