১০ ট্রাক অস্ত্র আটককারী ইন্সপেক্টর হেলাল সড়ক দুর্ঘটনায় নিহত

ফেনী প্রতিনিধি
১৮ জুন ২০১৮, ১৯:০৩আপডেট : ১৯ জুন ২০১৮, ০১:২৭





নিহত ইন্সপেক্টর হেলাল উদ্দিন ভূঁইয়ানিহত ইন্সপেক্টর হেলাল উদ্দিন ভূঁইয়া

২০০৪ সালে আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটককারী চট্টগ্রাম বন্দর থানার তৎকালীন সার্জেন্ট এবং বর্তমানে ইন্সপেক্টর হেলাল উদ্দিন ভূঁইয়া ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (১৭ জুন) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি রাশেদ খান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার দুপুর ২টার দিকে গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা থেকে চট্টগ্রামে কর্মস্থলে যাওয়ার সময় ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাসির মেমোরিয়াল কলেজ এলাকায় হেলাল উদ্দিন ভূঁইয়ার প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে আরও একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। সেখানে থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সে অনুযায়ী ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।'
মহিপাল হাইওয়ে থানার ওসি আব্দুল আওয়াল বলেন, ‘দুর্ঘটনায় নিহত হেলাল উদ্দিনের প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ফেনীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার ঐক্য সিং বাংলা ট্রিবিউনকে বলেন,নিহত হেলাল উদ্দিনের লাশ ঢাকা মেডিক্যাল থেকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।
প্রসঙ্গত, ২০০৪ সালে ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরে তৎকালীন সার্জেন্ট হেলাল ও সার্জেন্ট আলাউদ্দিন সাহসিকতার সঙ্গে দশ ট্রাক অস্ত্রের চালান আটক করেন। এই অস্ত্র আটকের ঘটনায় সেই সময় ক্ষমতাসীন সরকারের রোষানলে পড়েছিলেন পুলিশের এই দুই সার্জেন্ট। তাদেরকে উল্টো অস্ত্র মামলায় আসামি করে পাঠানো হয় জেলে। ২৮ মাস কারাবাস শেষে মুক্তি মেলে তাদের । পরে ২০১১ সালের ৮ আগস্ট তারা ফিরে পেয়েছিলেন হারানো চাকরি।

/এসএসএ/টিএন/চেক-এমওএফ/
সর্বশেষ খবর
জামায়াতে ইসলামী
জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কার্যালয়ে নেতাকর্মীদের ভিড়
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
সংকট নিরসনে সেনাপ্রধানের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক
আন্দোলনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা (ছবি: বাংলা ট্রিবিউন)
হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৬ জন নিহত
চ্যানেল ২৪ স্টুডিয়োতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা
অন্তর্বর্তী সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সর্বাধিক পঠিত
গানবাংলা টেলিভিশন ভবন
ধ্বংসস্তূপে পরিণত গানবাংলা টেলিভিশন ভবন
শেখ হাসিনা। ফাইল ছবি
মা আর রাজনীতিতে ফিরবেন না: সজীব ওয়াজেদ
বিজিএমইএ
সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
দেশ ছেড়েছেন শেখ হাসিনা
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ (ছবি: বাংলা ট্রিবিউন)
সংঘর্ষে কাউন্সিলর-চেয়ারম্যানসহ আ.লীগের ২৩ নেতাকর্মী নিহত

হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৬ জন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৪, ২০:১৪ আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ২০:১৪

হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে আরও শতাধিক।

নিহতরা হলেন বানিয়াচংয়ের যাত্রাপাশা মহল্লার সানু মিয়ার ছেলে হাসান মিয়া (১২), মাঝের মহল্লা গ্রামের আব্দুন নুরের ছেলে আশরাফুল ইসলাম (১৭), পাড়াগাঁও মহল্লার শমশের মিয়ার ছেলে মোজাক্কির মিয়া (৪০), কামালহানি মহল্লার নয়ন মিয়া (১৮), যাতুকর্নপাড়া মহল্লার আব্দুর রউফের ছেলে তোফাজ্জ্বল (১৮), পূর্বঘর গ্রামের দলাই মিয়ার ছেলে সাদিকুর (৩০)।

সোমবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধরা মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এ সময় ঈদগাহের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে জবাবে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। পুলিশ পিছু হটলে আন্দোলনকারীরা থানায় হামলা করে। একপর্যায়ে বিক্ষোভরত ছাত্র-জনতা থানায় ও ডাকবাংলোয় আগুন ধরিয়ে দেয়।

হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. নুরুল হক বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ৬ জনকে মৃত ঘোষণা করা হয়। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ আগস্ট ২০২৪, ২০:১৪
হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৬ জন নিহত
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৪৭
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
০৪ আগস্ট ২০২৪, ১৯:৪০
০৪ আগস্ট ২০২৪, ১৯:২০
০৪ আগস্ট ২০২৪, ১৭:১৯
০৪ আগস্ট ২০২৪, ১৫:৫৪

নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নড়াইল প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৪, ১৯:৩৭ আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৯:৩৭

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে নড়াইলে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অংশগ্রহণে ছাত্র-জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিকালে শহরের পুরাতন বাস টার্মিনাল, চৌরাস্তা, রূপগঞ্জ, দুর্গাপুরসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করেন। এ সময় তারা আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। 

এদিকে, জাতীয় সংসদের হুইপ নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার শহরের বাড়ি ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী কার্যালয়েও আগুন দেওয়া হয়।

/কেএইচটি/

উৎসবের নগরী খুলনা

খুলনা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৪, ১৭:১৪ আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৭:১৪

শেখ হাসিনার পদত্যাগ ও দেশছাড়ার খবরে উল্লাসে মেতেছে খুলনার মানুষ। বিকাল ৩টার পর থেকে হাজার হাজার মানুষ সড়কে নেমে আসে।

শিববাড়ি মোড় মুহূর্তেই জনাকীর্ণ হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। ছাত্র-জনতার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও রাজপথে নেমে আসেন।

শিক্ষার্থী শান্ত বলেন, ‘আন্দোলনের সুফল পাওয়া গেছে। আমরা বিজয়ী। ভাইদের রক্তের দাম পাওয়া গেছে। এখন এটাকে ধরে রেখে ছাত্র-জনতার বাংলাদেশ গড়তে হবে। যে বাংলাদেশ হবে বৈষম্যহীন।’

মেডিক্যাল শিক্ষার্থী রেহানা আক্তার বলেন, ‘আমাদের এখন উৎসব চলছে। কিন্তু এর মধ্যে বিচ্ছিন্নতা ঘটছে। সকলকে সহজ হওয়া দরকার। বিচ্ছিন্নতা রোধে ছাত্রদেরই সজাগ দৃষ্টি রাখতে হবে।

/কেএইচটি/

চট্টগ্রামের পথে পথে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ আগস্ট ২০২৪, ১৬:৫২ আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৬:৫৫

বন্দরনগরী চট্টগ্রামের পথে পথে সর্বস্তরের জনতা আনন্দ মিছিল করছেন। পাশাপাশি চলছে মিষ্টি বিতরণ। শেখ হাসিনা দেশ ছেড়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর উল্লাসে রাস্তায় নেমে আসেন সব জনতা।

সোমবার (৫ আগস্ট) বিকাল ৩টা থেকে নগরীতে আনন্দ মিছিল বের হয়। নগরীর মুরাদপুর, জিইসি, ষোলশহর, কাজির দেউড়ি, জামালখান, বহদ্দারহাট, আগ্রাবাদ, দেওয়ানহাট, চকবাজার, রাস্তার মাথাসহ প্রতিটি অলি-গলিতে এ আনন্দ মিছিল চলছে। চলছে মিষ্টি বিতরণও। এদিকে এক ঘণ্টার মধ্যে দোকানের সব মিষ্টি শেষ হয়ে যায়। দোকানিরা জানান, এমন পরিস্থিতি হবে আগে জানা ছিল না।

IMG_20240805_155413চলছে মিষ্টি বিতরণ নগরীর সবচেয়ে বড় জমায়েত হয়েছে নিউমার্কেট চত্বরে। সেখানে বিজয় উল্লাসের পাশাপাশি চলছে মিষ্টি বিতরণ।

এদিকে, নগরী ছাড়াও চট্টগ্রামের প্রতিটি উপজেলায় ও ইউনিয়নেও চলছে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ।

/এমএএ/

আন্দোলনে সংঘর্ষে আহত আ.লীগ নেতা মারা গেছেন

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৪, ১৫:২৮ আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৫:২৮

সরকার পতনের দাবিতে চলমান আন্দোলনে সংঘর্ষে আহত মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু মারা গেছেন। তিনি মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি বিসিবির পরিচালক এ এম নাইমুর রহমান দুর্জয়ে চাচা।

রবিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের হামলায় তিনি গুরুতর আহত হন। এ সময় তাৎক্ষণিক তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দীন জানান, তার অবস্থা সংকটাপন্ন হলে বিকালেই তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নিহত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টিপুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা সাবেক এমপি দুর্জয়। রাত দেড়টার দিকে তিন মারা যান।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন শোক প্রকাশ করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ব্যানারে বিএনপি ও জামায়াতে ইসলামী মানিকগঞ্জে গত রবিবার দিনভর নৈরাজ্য, সহিংসতাসহ ধ্বংসাত্মক কার্যকলাপে বলি হতে হলো জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টিপুকে। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ তিন দিনের শোক কর্মসূচি পালনসহ কালো ব্যাজ পরবেন।

/এফআর/
 
নিহত ইন্সপেক্টর হেলাল উদ্দিন ভূঁইয়া 
১ / ০