হিন্দন ঘাঁটিতে শেখ হাসিনার সঙ্গে অজিত দোভালের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৪, ২০:০২আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ২০:০২

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে বাংলাদেশের দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা ঢাকা থেকে এই বিমানঘাঁটিতে অবতরণ করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। 

বাংলাদেশ সংকট নিয়ে রাহুল গান্ধী ও  জয়শঙ্করের বৈঠক

ভারতের  লোকসভা বিরোধী দলনেতা এবং কংগ্রেস এমপি রাহুল গান্ধী লোকসভার বর্ষাকালীন অধিবেশনের চলাকালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। উভয় নেতা বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন  বলে কংগ্রেস সূত্র জানিয়েছে।

বাংলাদেশের পরিস্থিতি মোদিকে জানিয়েছেন জয়শঙ্কর

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে অবহিত করেছেন বলে সরকারি সূত্রে বরাতে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

 

 

/এএ/
সম্পর্কিত
মা আর রাজনীতিতে ফিরবেন না: সজীব ওয়াজেদ
বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন: যুক্তরাজ্য
ঢাকায় ফ্লাইট বাতিল করলো এয়ার ইন্ডিয়া
সর্বশেষ খবর
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
সংকট নিরসনে সেনাপ্রধানের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক
আন্দোলনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা (ছবি: বাংলা ট্রিবিউন)
হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৬ জন নিহত
চ্যানেল ২৪ স্টুডিয়োতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা
অন্তর্বর্তী সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেখ হাসিনা। ফাইল ছবি
মা আর রাজনীতিতে ফিরবেন না: সজীব ওয়াজেদ
সর্বাধিক পঠিত
গানবাংলা টেলিভিশন ভবন
ধ্বংসস্তূপে পরিণত গানবাংলা টেলিভিশন ভবন
বিজিএমইএ
সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
দেশ ছেড়েছেন শেখ হাসিনা
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ (ছবি: বাংলা ট্রিবিউন)
সংঘর্ষে কাউন্সিলর-চেয়ারম্যানসহ আ.লীগের ২৩ নেতাকর্মী নিহত
শেখ হাসিনা। ফাইল ছবি
দিল্লিতে অবতরণ শেখ হাসিনার

মা আর রাজনীতিতে ফিরবেন না: সজীব ওয়াজেদ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৪, ১৯:৪১ আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৯:৪৯

প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। সোমবার (৫ আগস্ট) তার ছেলে সজীব ওয়াজেদ জয় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে এ কথা বলেছেন।

জয় বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি বলেন, মা এতোটাই হতাশ যে সব পরিশ্রমের পরেও একটি সংখ্যালঘু তার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে।"

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা জয় জানান, তার মা গতকাল থেকেই পদত্যাগের কথা ভাবছিলেন এবং পরিবারের চাপের কারণে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দেশ ত্যাগ করেছেন।

শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় কর্মকাণ্ডকে সমর্থন করে জয় বলেন, তিনি বাংলাদেশকে পুরোপুরি বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন, তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত হত। এটি একটি দরিদ্র দেশ ছিল। এখন এটি এশিয়ার উদীয়মান দেশগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি খুবই হতাশ।

সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের প্রতি কঠোর মনোভাবের অভিযোগ খারিজ করে জয় বলেন, আপনি পুলিশকে মারা যেতে দেখেছেন? গতকাল ১৩ জন নিহত হয়েছেন। তো গণমানুষ যখন মানুষকে হত্যা করছে, তখন পুলিশের কী করা উচিত?

/এএ/

বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন: যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৪, ১৯:২৩ আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৯:২৩

বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের মুখপাত্র। সোমবার  (৫ আগস্ট) লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডাউনিং স্ট্রিটের অফিসিয়াল মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী সম্প্রতি বাংলাদেশে সহিংসতার ঘটনায় ‘গভীরভাবে দুঃখিত’।

তিনি আরও বলেন, আমি আশা করি যে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে যাতে গণতন্ত্র রক্ষা পায় এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও নিরাপত্তার পথে অগ্রসর হওয়া সম্ভব হয়।

তার এই বক্তব্য শেখ হাসিনার সম্ভাব্য গন্তব্য নিয়ে জল্পনার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র এই মন্তব্য করলেন। কয়েকটি ভারতীয়  সংবাদমাধ্যম সূত্রের বরাতে জানিয়েছে, শেখ  হাসিনা  ভারতে অবতরণ  করেছেন। সেখানে কয়েকদিন অবস্থানের পর  তিনি লন্ডন যেতে পারেন।

/এএ/

ঢাকায় ফ্লাইট বাতিল করলো এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৪, ১৯:০৭ আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৯:০৭

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ও ঢাকার উদ্দেশে এয়ার ইন্ডিয়ার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ারলাইনটি সোমবার এক ঘোষণায় জানিয়েছে, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে আমরা ঢাকার উদ্দেশে এবং ঢাকা থেকে সব ফ্লাইটের সময়সূচী বাতিল করেছি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আমরা পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছি এবং ঢাকা থেকে ও ঢাকার উদ্দেশে নির্দিষ্ট বুকিং নেওয়া যাত্রীদের জন্য এককালীন পুনঃসূচি ও বাতিলকরণের ফি মওকুফের সুবিধা প্রদান করছি। আমাদের অতিথি ও ক্রুর নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের ২৪ ঘণ্টা ০১১-৬৯৩২৯৩৩৩ এবং ০১১-৬৯৩২৯৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে।

/এএ/

বাংলাদেশ-ভারত সীমান্তে ‘হাই অ্যালার্ট’ জারি করলো বিএসএফ

রক্তিম দাশ, কলকাতা
০৫ আগস্ট ২০২৪, ১৮:৫১ আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৮:৫১

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই আবহে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো ভারত-বাংলাদেশ সীমান্ত। পূর্বাঞ্চলের সীমান্তকে সতর্ক করা হয়েছে। কলকাতা থেকে এডিজি ইস্টার্ন কমান্ড বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সীমান্তে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। কলকাতায় এসে পৌঁছেছেন বিএসএফের ডিজি।

বাংলাদেশ সীমান্তের দায়িত্ব যেহেতু বিএসএফের, মূলত ইস্টার্ন কমান্ডের, সূত্রের খবর দায়িত্ব তাদের হাতেই দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা কোনোভাবে ভারতে প্রবেশ করে কোনও সমস্যা তৈরি করতে যেনও না পারে, বিএসএফ তাতে নজর রাখছে। সেনাবাহিনী যাবতীয় সহযোগিতা করবে বিএসএফকে।

এখন অবধি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। কারণ এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আন্তর্জাতিক সৌজন্য মেনেই এখনও তারা কিছু বলেনি। তবে বাংলাদেশের ভেতরে যা ঘটছে, প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর তার প্রভাব বাংলাদেশ লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার ওপর পড়তে পারে। ইতোমধ্যে ইস্টার্ন কমান্ডসহ বিএসএফ সম্পূর্ণভাবে সীমান্তের ভারতীয় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে।

সূত্রের খবর, দিল্লিতে নর্থ ব্লক ও সাউথ ব্লকে চরম তৎপরতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নর্থ ব্লকে, সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয়। আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও। তবে কী ধরনের তৎপরতা, কী প্রস্তুতি তা নিয়ে একটা শব্দও উচ্চারণ করা হয়নি।

নজর থাকছে, বাংলাদেশি শরণার্থীদের কোনও চাপ তৈরি হচ্ছে কি না। ভারতের দিকে বাংলাদেশিরা ঢোকার চেষ্টা করে কি না। যদি তেমনটা হয়, তাহলে কীভাবে মোকাবিলা করা হবে, ভারত সরকারের অবস্থান কী হবে সবটা জানতেই এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে সবাই।

কলকাতায় উল্লাস বাংলাদেশিদের

কলকাতার মারক্যুইস স্ট্রিটে থাকা বাংলাদেশি নাগরিকরা পথে নামলেন। শহর কলকাতার বুকে উল্লাসের ছবি। ঢাকায়  আন্দোলনরত ছাত্রদের স্লোগান শোনা যাচ্ছেল কলকাতার বাংলাদেশিদের গলায়।কলকাতার রাস্তায় বিজয়োল্লাসে সামিল হয়েছেন তারা।

/এএ/

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা জোরদার, মৈত্রী এক্সপ্রেস মঙ্গলবার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৪, ১৮:৪৩ আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৮:৪৩

কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের সেবা মঙ্গলবার বন্ধ থাকবে। ভারতের ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষের পাঠানো বার্তার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

গত ১৯ জুলাই থেকে চলাচল বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেসের চলাচল ৬ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ২১ জুলাই থেকে বন্ধ রয়েছে কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেসের চলাচল।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা জোরদার

শেখ হাসিনার পদত্যাগ ও বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপটে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, হাইকমিশনের বাইরে এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

/এএ/
 
শেখ হাসিনা। ফাইল ছবি 
১ / ০