HushUP
M
Mahmud
@conquerormahmud

عبد الله
Message Responsibly!
0/1000
Mahmud's Wall
Wa alaikumus salam. হাতের কাজ শিখতেও তো সময় লাগে।আর আমার বিজনেস আইডিয়াও নেই।আমি ঢাবিতে পড়াশোনা করছি সোশ্যাল সাইন্সের সাবজেক্টে।বিজনেস শেখার কোনো প্ল্যাটফর্ম কি আছে বা আইডিয়া কোথা থেকে নিবো আমি? আমার ইচ্ছা আছে। ঢাকায় তো অনেক স্কুল আছে যেমন Whiton,Averse যেখানে পর্দার বিষয়টা ঠিক রেখে ক্লাস নেয়া যায়।এসব স্কুলে জব নেয়াটা কি ঠিক হবে? আমাকে কোনো আলেমের সন্ধান দিতে পারলে ভালো হয়।
11th July '24

Replies
প্রথমত দুঃখিত, আমি মফস্বল বা সাধারণ জেলা শহরের ধরে নিয়েছিলাম। আপনি ছোটখাটো বিজনেস করে ঢাকা শহরে খরচ চালাতে পারবেন না। এক্ষেত্রে আপনি প্রডাকশনে না যেয়ে সোর্স থেকে পাইকারি নিয়ে অনলাইন বিজনেস করতে পারেন। প্রডাক্টের শেষ নেই, অসংখ্য বোন করছেন। ঢাকায় থেকে অনেক সহজ, মূল স্থান থেকে সোর্সিং করা সহজ। আর বিজনেস কঠিন হলে, কন্টেন্ট রাইটিং বা এমন ফ্রীল্যান্স পেশা বেছে নিতে পারেন। ইংলিশে ফ্লুয়েন্সি থাকলে মুহাম্মাদ রাকিব ভাইয়ের কাছে বলতে পারবো, উনার ইমেইল দিলে যোগাযোগ করলেন। স্কুলের সমস্যা হল ফ্রী মিক্সিং পরিবেশ, বালেগ শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষকের জন্য এটা ঠিক হবে না।
আমার পরিবারে আমার পিতা ই একমাত্র উপার্জনক্ষম পুরুষ।উনি ক্যান্সারে অসুস্থ এখন লাস্ট স্টেজ।আমার পরিবার মিডল ক্লাস বাবা এ্যডভোকেট ছিলেন।আমাদের জমি আছে সেটা বিক্রি করে কিছু ঋণ শোধ করার নিয়ত আছে বাবার চিকিৎসায় খরচ হওয়া টাকার।তো এখন আমাকে পরিবার থেকে চাকরির কথা অনেকে বলছে এদিক আমার চাকরি করার কোনো ইচ্ছা নাই। আমার ভাইও ছোট ক্লাস সেভেনে পড়ে।এখন আমার কি করা উচিত এ অবস্থায় কি আমি আমার সিদ্ধন্তে অটল থাকবো নাকি চাকরি করবো বাড়ির মানুষের কথা শুনে?
7th July '24

Replies
হাতের কাজ শিখুন, শেলাই কিংবা দড়ির কাজ শিখুন যেমন- দোলনা। ধীরে ধীরে গরীব মহিলাদেরকে নিয়ে গার্মেন্টস খুলুন। ঘরে বসেই ভালো উপার্জন সম্ভব। . . কিংবা অনলাইনে বিজনেস করুন, ফুড আইটেম/কাপড়চোপড় বিক্রি করুন। আইডি, পেইজ, গ্রুপ খুলে ধীরে ধীরে ট্রাফিক বৃদ্ধি করুন। বাড়ির মানুষ সাহায্য করতে পারবে। . . আর চাকরিজীবী মহিলাকে কোনো দ্বীনদার মানুষ বিবাহ করতে চাইবে না, আমার ম্যাচমেকিং অভিজ্ঞতা থেকে বলছি, নিজের জীবন নষ্ট করবেন না। দ্রুত বিবাহ করুন, আর বাড়িতে উপরের ঐরকম উপার্জন/বিজনেস দাড় করিয়ে দিন/সাপোর্ট দিন। আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ
আসসালামু আলাইকুম, মহিলা কেনো আলেমার সন্ধান দিতে পারবেন আমাকে? কিছু ফতোয়া জানার জরুরত ছিলো।
7th July '24

Replies
আমার খোঁজে এমন কেউ নেই (সঠিক ফাত‌ওয়া দেওয়ার মতো) islamqa, islamweb, কিংবা যেকোনো ভালো দারুল ইফতায় মেইল পাঠাতে পারেন।
আল্লাহ যা চায় তাই হয়। বান্দা যখন গুনাহ করে তখন সেটা আল্লাহর ইচ্ছেই হয়। কিন্তু বান্দা তার ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে গুনাহ করে তাই দোষ বান্দার। এই আকীদা কি ঠিক আছে?
6th June '24

Replies
https://www.facebook.com/share/p/D1ABf3qd6V4EpjCb/
আমরা জানি যে সকল কিছুই আল্লাহর সৃষ্টি করেছেন। কেউ যদি কোন মূর্তি তৈরি তাহলে কি বলা যাবে যে এইটাও আল্লাহর সৃষ্টি? আর সকল কিছুই নাকি আল্লাহর তাজবি পাঠ করে। এই মূর্তিও কি আল্লাহর তাজবি পাঠ করবে?
6th June '24

Replies
মানুষ তো মূর্তি সৃষ্টি করে না, মাটি/সৃষ্ট পদার্থের সেইপ দেয় মাত্র। মূর্তির মাটি বা পদার্থের সৃষ্টিকর্তা এক আল্লাহ, সকল সৃষ্টির একমাত্র স্রষ্টা একমাত্র আল্লাহ্।
একজনের নাম "আব্দুল্লাহ নাহিন রহমান"। অনেক জায়গায় বাধ্য হয়ে পুরো নাম বলতে ও লিখতে হতে পারে এতে কি শির্ক হবে?
6th June '24

Replies
نَهٍنْ এর অর্থ জানিনা। আর ح হলে, উচ্চারণ নাহনু হয়, যার অর্থ "আমি" এটা হলে তো অর্থ খুবই বাজে হয়ে যাবে। "আমি রহমান" এমন উচ্চারণ নাহিন হলে, এর অর্থ পেলাম না, আরবি সঠিক স্পেলিং বের করতে হবে। এটার আর্থ বের করতে পারলে, এটা ও "রহমান' একসাথে কেমন অর্থ দাঁড়ায় তা দেখতে হবে।
কারো নামের ভিতর যদি একটা নাম হয় "রহমান" এখন অনেক জায়গায় বাধ্য হয়ে শুধু বলতে ও লিখতে হতে পারে এতে কি শির্ক হবে?
6th June '24

Replies
পুরো নাম না জেনে বলা কঠিন
যদি কোন মুসলিম "হিন্দু" নামে ফেইক একাউন্ট খোলে উদ্দেশ্য এক শাতিমের সাথে বন্ধুত্ব করে টোপে ফেলে দেখা করা। ১. এইভাবে হিন্দু নামে একাউন্ট খোলা কি হারাম? ২. এই "হিন্দু" নামক একাউন্ট দিয়ে হিন্দু সেজে দারুল হারবের হারবী হিন্দুদের সাথে প্রতারণা করে টাকা আত্মসাৎ করা কি হারাম? ৩. যেমন- বিভিন্ন হিন্দু ব্যবসায়িক গ্রুপ আছে, মুসলিম নামের আইডী হলে ঢোকা সম্ভব নয়। সেখানে এই হিন্দু নামের আইডী ব্যবহার করে ঢুকে কোন ফেইক পণ্য দেখিয়ে হারবী হিন্দুর থেকে অগ্রিম টাকা নিয়ে প্রোডাক্ট আর দেয়া হলো না। এটা কি হারাম হবে? (বি.দ্র- এখানে সেও বুঝতে পারবে না যে কোন মুসলিম তার সাথে এই কাজ করেছে, সেও ভাববে কোন হিন্দু প্রতারণা করেছে) এটা কি হারাম হবে? ৪. ইহতিতাব ও তালাসসুস নিয়ে ফেইসবুকে বিস্তারিত আলোচনা করবেন আশা করি।
6th June '24

Replies
justpaste.it/al-anfal
banda j gunah kore, eita allah chaichen jonnoi hoiche, but dosh bandar. Karon se tar iccha shokti kaje lagay kharap kaj korche. Eta ki thik akida?
6th June '24

Replies
এটা পড়ুন, স্পষ্ট হবেন, ইন শা আল্লাহ। না বুঝলে আবার নক করিয়েন। https://www.facebook.com/share/p/xxMGCG1LkgNW6G4R/
ভাই এতো হাশাপ করলেও রিপ্লাই দেন না? মাত্র কয়েকটার উত্তর
1st June '24

Replies
ভাই গুরুত্বপূর্ণ মনে না হলে রিপ্লাই করি না।
আমি সিহরের রুকইয়াহ করছি একজন রাক্বীর পরামর্শে। কিন্তু আমি তার প্রতি দুর্বল হয়ে পড়েছি। তিনি এবং তার স্ত্রী ও বিষয়টি জানে। এজন্য তার কাছে পরবর্তীতে রুকইয়াহর জন্য আর যোগাযোগ করতে চাচ্ছি না। আমার আত্ন সম্মানে লাগছে। তাই আমি এখন রুকইয়াহ করা বন্ধ করতে চাচ্ছি। আমার সিদ্ধান্তটি কি ঠিক আছে? একটু পরামর্শ দিবেন।
1st June '24

Replies
অবশ্যই সঠিক সিদ্ধান্ত, আপনার উচিত উনার থেকে পুরোপুরি দূরে থাকা। ইবাদাত আমলকে শক্ত ভাবে আঁকড়ে ধরা, দ্রুত দ্বীনদার কাউকে বিবাহ করে নেওয়া। আর যদি এমন হয় উনি যোগ্য মানুষ, আপনার‌ও মাসনা হতে আপত্তি নেই, তাহলে এ বিষয়টিও বিবেচনা করতে পারেন। কিন্তু অবশ্যই ভেবে চিন্তে। আবেগের থেকে বাস্তবতা বিবেচনায় আনা বেশি জরুরি, আসলেই দ্বীন, ইল্ম, আখলাক ভালো হতে হবে, এবং বিচক্ষণতা মাস্ট, এটা ছাড়া কেউ বড় দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না। ___ রুক‌ইয়্যাহর বিষয়ে- সিহরের সাহির যদি সাথে থাকা জিন না হয়, তাহলে নিয়মিত সেল্ফ রুক‌ইয়্যাহতেই সুস্থ হয়ে উঠবেন, ইন শা আল্লাহ। কোনো রাকির নিকটে যাওয়া জরুরি নয়, এছাড়া নিজ ঘরে কারোর মাধ্যমে রুক‌ইয়্যাহর সাপোর্ট নিন, বিস্তারিত করণীয় আমরা বলে দিতে পারবো, ইন শা আল্লাহ। ফ্রী/উন্মুক্ত পরামর্শের জন্য আমাদের কুর‌আনিক কিওরে নক দিতে পারেন। সকলের জন্য উন্মুক্ত সাজেশন দেওয়ার চেষ্টা করা হয়, আলহামদুলিল্লাহ।
আমি যেটুকু বলেছি আল্লাহর কসম সত্য বলেছি। হাশর নশর আমিও বিশ্বাস করি। আল্লাহ র ভয় ও করিিং শা আল্লাহ আর আপনাদের এই exposed মানসিকতা হাস্যকর লাগে। আমি অনলাইন কাদা ছোড়াছুড়ি পছন্দ না। আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি দুটোই আছে এসবে নেমে ইজ্জত খোয়াতে চাইনা। কারণ এখন হক্ব বাতিল সব দিকের উকিল থাকে হাহা আমার বলার উদ্দেশ্য ছিল তার বৌকে সঠিকটা আপনার মাধ্যমে জানানো। তবে বুদ্ধিমান হয়ে থাকলে ঘুণে ঢিল ছুরবেন না। ময়লা ঘাটলে গন্ধই বের হবে। বরং অবজারভেশনে রাখেন বজ্জাতটাকে, আর তার জীবনের লান্ঞ্চনা গুলো গণণা করেন ইং শা আল্লাহ এই হাশাপ কাউকে দিলে আপনি আমার অনুরোধ কে ক্ষুন্ন করবেন। আমানতের খিয়ানত করবেন বৈকি আল্লাহর ফয়সালায় ছেড়ে দিলাম যদি এই
31st May '24

Replies
প্রথম বিষয় হল- অপরিচিত মানুষের সাথে কেউ এমন বাজে বিহ্যাভ করে না, ন্যূনতম শার‌ঈ আদব কায়দা মেনে চলা উচিত। ইতিপূর্বের হাসাপেও থ্রেট/লানতের হুমকি টাইপ কথাবার্তা লিখেছেন! এগুলো কেমন মানসিকতা! কথার টোন দেখে মনে হচ্ছে আমাদের সাথে আদি শত্রুতা রয়েছে। আর সাক্ষ্য প্রমাণ ব্যতিত অভিযোগের সত্যতা বিশ্বাসের অনুমতি শারিয়াহ দেয় না, অভিযোগকারী যত বড় ইমানদার‌‌ই হোক। বরং প্রমাণ উপস্থাপন না করতে পারলে তাদের উপর উল্টো শাস্তি প্রদান অবশ্যক হয়ে যায়। আর আপনাকে তো আমি কথা দিই নি, আমানত দিই নি, লঙ্ঘন হবে কেনো? আপনি অভিযোগ দিয়েছেন, আমি আপনার অনুরোধ রাখবো না রাখবো সম্পূর্ণ আমার ব্যাপার‌‌। যদি অপবাদ হয়, অবশ্যই তার জানার অধিকার আছে, কে বা কারা এগুলো করছে, কারোর হীন কোনো উদ্দেশ্য আছে কিনা! আর এতো লানতের হুমকি দেওয়া আপনার নিকটে কেনো হাস্যকর লাগে না? লানত কি ছেলেখেলা মনে হয়? লানত অবশ্যই পতিত হয়, যদি সে লানতের উপযুক্ত না হয় তাহলে তা লানতদাতার দিকে ফিরে যেতে পারে। অভিযোগ সত্য হলে, এক্সপোজ এজন্য জরুরি যে- সে আর‌ও এমন বিষয় চালিয়ে যেতে পারে, যদি আসলেই সত্য হয়। সে যদি এখনও সেবা/সার্ভিস দেয়, এগুলো থেকে সতর্ক করা অবশ্যই দায়িত্ব। আপনি নিজের মান সম্মানের কথা ভাবছেন, সম্ভাব্য ভুক্তভোগীদের কথা ভাবছেন না। আসলে এটাই হয়, কেউ‌ই হাত ময়লা করতে চায় না, আপনাদের মতো অভিযোগ কারীদের সুবিধাবাদীতার জন্য কারোর অভিযোগ কানে নিতে মন চায় না। গাছে তুলে ম‌ই কেড়ে নে‌ওয়া আরকি। কিন্তু উম্মাহর প্রতি দায়বদ্ধতা সবার‌ই কম বেশি রয়েছে, এজন্য হিসবাহ হিসেবে, সুন্দর পরিবেশের জন্য নিজের ক্ষতি করেও উদ্যোগ নেওয়া লাগে। আর তার পক্ষে আমরা কোনো কাজে কোনো সহযোগিতা করতাম না, নিয়মিত‌ই বিভিন্ন বিষয়ে সাপোর্ট এমনকি তার পরিবার‌ও সাহায্য সহযোগিতা নিয়ে থাকে (অর্থনৈতিক না, সাধারণ ভাবে বিভিন্ন সময়ে পাশে দাঁড়ানো, যেহেতু এক‌ই সমাজে বসবাস করা হয়।) আর ফারদার এভাবে অযথা কারোর সময় নষ্ট করবেন না, অনেকের নিকটে নিজের সময়ের মূল্য আপনার নিকটে আপনার সম্মানের থেকেও বেশি।
প্রথম বিষয় হল- অপরিচিত মানুষের সাথে কেউ এমন বাজে বিহ্যাভ করে না, ন্যূনতম শার‌ঈ আদব কায়দা মেনে চলা উচিত। ইতিপূর্বের হাসাপেও থ্রেট/লানতের হুমকি টাইপ কথাবার্তা লিখেছেন! এগুলো কেমন মানসিকতা! কথার টোন দেখে মনে হচ্ছে আমাদের সাথে আদি শত্রুতা রয়েছে। আর সাক্ষ্য প্রমাণ ব্যতিত অভিযোগের সত্যতা বিশ্বাসের অনুমতি শারিয়াহ দেয় না, অভিযোগকারী যত বড় ইমানদার‌‌ই হোক। বরং প্রমাণ উপস্থাপন না করতে পারলে তাদের উপর উল্টো শাস্তি প্রদান অবশ্যক হয়ে যায়। আর আপনাকে তো আমি কথা দিই নি, আমানত দিই নি, লঙ্ঘন হবে কেনো? আপনি অভিযোগ দিয়েছেন, আমি আপনার অনুরোধ রাখবো না রাখবো সম্পূর্ণ আমার ব্যাপার‌‌। যদি অপবাদ হয়, অবশ্যই তার জানার অধিকার আছে, কে বা কারা এগুলো করছে, কারোর হীন কোনো উদ্দেশ্য আছে কিনা! আর এতো লানতের হুমকি দেওয়া আপনার নিকটে কেনো হাস্যকর লাগে না? লানত কি ছেলেখেলা মনে হয়? লানত অবশ্যই পতিত হয়, যদি সে লানতের উপযুক্ত না হয় তাহলে তা লানতদাতার দিকে ফিরে যেতে পারে। অভিযোগ সত্য হলে, এক্সপোজ এজন্য জরুরি যে- সে আর‌ও এমন বিষয় চালিয়ে যেতে পারে, যদি আসলেই সত্য হয়। সে যদি এখনও সেবা/সার্ভিস দেয়, এগুলো থেকে সতর্ক করা অবশ্যই দায়িত্ব। আপনি নিজের মান সম্মানের কথা ভাবছেন, সম্ভাব্য ভুক্তভোগীদের কথা ভাবছেন না। আসলে এটাই হয়, কেউ‌ই হাত ময়লা করতে চায় না, আপনাদের মতো অভিযোগ কারীদের সুবিধাবাদীতার জন্য কারোর অভিযোগ কানে নিতে মন চায় না। গাছে তুলে ম‌ই কেড়ে নে‌ওয়া আরকি। কিন্তু উম্মাহর প্রতি দায়বদ্ধতা সবার‌ই কম বেশি রয়েছে, এজন্য হিসবাহ হিসেবে, সুন্দর পরিবেশের জন্য নিজের ক্ষতি করেও উদ্যোগ নেওয়া লাগে। আর তার পক্ষে আমরা কোনো কাজে কোনো সহযোগিতা করতাম না, নিয়মিত‌ই বিভিন্ন বিষয়ে সাপোর্ট এমনকি তার পরিবার‌ও সাহায্য সহযোগিতা নিয়ে থাকে (অর্থনৈতিক না, সাধারণ ভাবে বিভিন্ন সময়ে পাশে দাঁড়ানো, যেহেতু এক‌ই সমাজে বসবাস করা হয়।) আর ফারদার এভাবে অযথা কারোর সময় নষ্ট করবেন না, অনেকের নিকটে নিজের সময়ের মূল্য আপনার নিকটে আপনার সম্মানের থেকেও বেশি।
অনেক মেয়ে ছাত্রী সংস্থার মিটিং এ যাচ্ছে, তাদের দলে যোগ দিচ্ছে। এই মেয়েগুলোকে বুঝানোর মত লেকচার বা আর্টিকেল পাচ্ছি না। আপনি একটা আর্টকেল লিখলে মুনাসিব হত।
9th May '24

Replies
darulilm. org তে প্রয়োজনীয় সকল আর্টিকেল রয়েছে। বেছে বেছে আস্তে ধীরে দিতে পারেন। VPN দিয়ে ব্রাউজ করবেন।
Ami akjon divorcee. Bio data pathate chacchilam. Kono email id dewa jabe?chaile Apnr wife er ta dite paren
6th May '24

Replies
এই পেইজে পাঠাতে পারেন- facebook.com/profile.php?id=100090808728476
যদি কখনো আপনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছে পোষণ করি,তখন করণীয় কী?
1st April '24

Replies
আপনার অভিবাবক অথবা মাহরাম অথবা পরিচিত কারোর মাধ্যমে জানাতে পারেন, আর এমন সম্ভব না হলে আমার মাহরাম অথবা কোন ভাইয়ের ওয়াইফের মাধ্যমে সম্ভব। এক্ষেত্রে আমি উনাদের ইমেইল/কন্টাক্ট নাম্বার দিবো, ইন শা আল্লাহ।
আমার মত এমন অনেক বোনেরা, আপনাকে ফলো করি। আপনাকে ভরসা করি। বাসা থেকে বদদ্বীনি ছেলেদের প্রস্তাব আনে, প্রচন্ড হতাশা থেকে আপনাকে এসব লিখছি, আল্লাহ ভালো জানেন। কিছু একটা করেন আমাদের মত তাওহীদপ্রেমী বোনদের জন্য, যারা দুনিয়ার ভোগবিলাসিতার উর্ধ্বে শুধুমাত্র একজন আবদুল্লাহ চাই!!
24th March '24

Replies
https://www.facebook.com/profile.php?id=100090808728476 এই পেইজে বায়ো দিন, চেষ্টা করবো, ইন শা আল্লাহ
শর্ট ডিভোর্সড বা মাসনার বিষয়ে ইনসাফ রক্ষা করতে আগ্রহী পাত্রের সন্ধান দিতে পারবেন? এধরনের ভাইদের বায়োডাটা হাতে থাকলে পোস্ট করুন। বা নিজের একটা ম্যান্ট্রিমনি খুলুন৷ আপনার কাছের, পরিচিত ভাইদের নিয়ে। আল্লাহর জন্য আমাদের বোনদের জন্য একটা প্লাটফর্ম করুন।
24th March '24

Replies
জি পাত্র আছেন, আমার পক্ষে ম্যাট্রিমনি সাইট চালানো অসম্ভব, যতটুকু সময় থাকে এরমধ্যে চেষ্টা করি। এই পেইজে বায়ো দিতে পারেন- https://www.facebook.com/profile.php?id=100090808728476
আমি মেয়ে। (27) দুই তিন বছর আগে দুজন ভাই ঘটক হিসেবে ভালোই হেল্প করেছিলেন। কিন্তু আমার বাবা জিজ্ঞাসা করে 'বায়ো কোথা থেকে এনেছি'। 'ফেসবুকে কারো থেকে' বললে চেতে যায়। ইভেন বায়োডাটাতে একটু দেখেও না যে পাত্র কী করে। 'ফেসবুকের' কথা শুনলে অনেক অনীহা দেখায়। আমি অবশ্য আরো অনেকের কাছে সমস্যা বলেছি। এখন আপনাকেও বলতেছি। আমি চাচ্ছিলাম আপনাকে বায়ো দিবো। কিন্তু বাবার এরকম আপত্তির কারনে কোনও পদক্ষেপ নিতে পারিনা। queriescare ওয়েবসাইটের একটা ছেলের বায়ো পছন্দ হয়েছিল। কিন্তু এসবের কারনে আমি আর সামনে আগাই না। আমার পক্ষে আসলে কখনো আর আব্বুর কাছে এই বায়োডাটা/বিয়ে রিলেটেড কিছু জিজ্ঞাসা করা সম্ভব না। ধরেন এমন কারো বায়ো পছন্দ হলো যে অনেক দূরে কিন্তু আমার আপত্তি নাই। তো এই পাত্র দূরের হলেও বাবার আপত্তি কি আছে নাকি নেই- এটা নিয়েও জিজ্ঞাসা করতে ভয় পাই। এখন এরকম অবস্থায় আপনাকে নক করে লাভ আছেও কিনা? এই চিন্তা করে হুশাপে এসব বলা।
21st December '23

Replies
ফেসবুকের কারোর কথা বলা দরকার নেই, মিথ্যাও বলবেন না, সত্য‌ই বলবেন। আপনার কোনো বান্ধবী/দ্বীনি বোনের হাজবেন্ডের সাথে আমাকে যোগাযোগ করিয়ে দিন, ভাইয়ের সাথে বন্ধুত্ব স্থাপন করলাম, উনার নিকটে পাত্রের যাবতীয় ইনফো দিলাম। ঐ ভাই যেনো আপনাদের থেকে এখন দূরের জেলায় থাকে, সরাসরি আসতে হল না, ফোনেই আঙ্কেলকে বলতে পারেন, ভাই বন্ধু হিসেবে আমার কথা বললেও আমি কথাবার্তা বলতে পারবো। আর আপনি‌ই বাসায় বলতে চাইলে, আপনি আপনার পিতাকে বলবেন- এক বান্ধবীর হাজবেন্ডের মাধ্যমে বায়ো পেয়েছেন। এগুলো এভাবে মেইনটেইন করা সম্ভব। আর পিতা পূর্বের উক্ত কথাবার্তার পরে বুঝেও বিবাহ না দিতে চাইলে/চেষ্টা না করলে, অভিভাবকত্ব হারাবেন/হারিয়েছেন। তারপরও পিতা/অভিবাবকদের অধীনে চেষ্টা করুন, বর্তমানে নিরাপত্তার জন্য খুব জরুরী এটা, দ্বীনি ভাই/বোন হলেও সবার ওপর বিশ্বাস নেই। না পারলে বড় কোনো আলিমের অধীনে বিবাহ করবেন, যেমন- শাইখ আহমাদুল্লাহ, হারুন ইজহার, মামুনুর রশিদ বা এমন আলিমদের অধীনে, তাহলে বিবাহ পরবর্তী কখনও অভ্যন্তরিণ সমস্যা হলে সল্ভ করার ওয়ে থেকে যাবে। প্রয়োজন সত্ত্বেও পিতার জন্য দীর্ঘদিন ওয়েট করতে বড় বড় আলিমরা নিষেধ করেন, শারিয়াহ অনুমোদন দেয় না, সরাসরি ফাত‌ওয়া রয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করে, বড় আলিমদের মাধ্যমে/অধীনে, তাকে অভিবাবক মেনে। দ্বীনি ভাই এই ভরসায় পালিয়ে বিবাহ করে অনেক বোনের সংসার জীবন নষ্ট হয়েছে। এছাড়া আরেকটা বাস্তবতা- হাতে মাত্র কয়েকজন ভাই আছেন যারা ২৫ এর উপরে বিবাহ করতে চান, সবাই ১৬-২৩। দিন দিন আরও কঠিন হয়ে যেতে পারে। যারা আছেন, মেলানো কষ্ট, একজন ছাড়া করোর ক্ষেত্রে এখন পর্যন্ত পারিনি, এদিকে অল্প বয়সের অনেকগুলো বিবাহ পড়িয়েছি/দিয়েছি, অন্যান্য দিকে তুলনামূলক কিছুটা কমতি থাকলেও সহজ। জাহেল পাত্ররা বয়স বেশি হলেও সমস্যা মনে করে না, কারণ তাদের পরিবার সন্তানের থেকে ক্যারিয়ার গড়তে দেওয়ার দিকে ঝোঁক থাকে। দ্বীনি ভাইয়েরা বিপরীত, এজন্য এতো কঠিন। সাথে অন্য কাউকে দিয়ে হলেও বিবাহের কথা বাসায় বলান, কিছু লজ্জা/ভয়ের পরিণাম আজীবন বয়ে নিয়ে বেড়াতে হয়। একজন বোন সব দিক থেকে ভালো ছিলেন, শুধু বয়স ২৭-২৮ বলে বারবার বয়সে আটকে যাচ্ছিলেন। আর অবশ্যই নিয়মিত পূর্ণ আশা সহ চোখের পানি/কান্নাকাটি করে দূআ, শেষরাতে। আল্লাহ্ তা'আলা চাইলেই শুধু উত্তম কিছু সম্ভব। সবশেষে বলে রাখি, মাসনা সুলাসার সংস্কৃতি ছাড়া এসব সমস্যা থেকে বের হ‌ওয়া সম্ভব নয়, সিঙ্গেল কাউকে বিবাহ করলেও নিয়ত রাখবেন, স্বামীকে একাধিক বিবাহ দেওয়ার। সবাই দ্বীনদার বুঝদার হলে, সমস্যা হবে না ইন শা আল্লাহ। নর্ম হ‌ওয়া পর্যন্ত চেষ্টা করা উচিত।
আসসালামু আলাইকুম মুহতারাম। আপনার কাছে বায়োডাটা দিতে চাচ্ছিলাম। কোথায়, কিভাবে দিতে হবে জানালে কৃতজ্ঞ হই।
15th November '23

Replies
ভাই হলে সরাসরি ইনবক্সে পাঠান, বোন হলে কোনো মাহরামের মাধ্যমে/দ্বীনি বোনের হাসবেন্ডের মাধ্যমে। আমার ওয়াইফ একটু অসুস্থ, কম অ্যক্টিভ, এজন্য আপাতত তার মাধ্যমে মেসেজ পৌঁছানো কঠিন হয়ে গেছ।
আসসালামু আলাইকুম ভাই আমি জানি আপনি বিবাহিত। তবে যদি মাসনা করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে বায়ো দিতে পারি। আমি মাসনা করতেও রাজী আছি। আপনার মতামত জানাবেন অনুগ্রহ করে।
7th October '23

Replies
ওয়ালাইকুমুস সালাম, আপনার কোনো অভিভাবক/মাহরাম অথবা পরিচিত বোনদের মধ্যে কারোর হাসবেন্ডের মাধ্যমে বায়ো পাঠান।
আসসালামু আলাইকুম প্রিয় ভাই৷ একটা সময় অনেক কাছে ছিলাম কিন্তু অনেক কারণ অকারণে, সমস্যা, নিজের দোষে অনেক দূরে চলে গেছি৷ আমার জন্য দুয়া করবেন ইনশাআল্লাহ। আমার ফিতনার আগে দ্বীনের সময়টা অনেক মিস করি ভাই, অনেক। তাই সর্বদা চেষ্টা করি সব ঠিক করার। কিছুদিন আগে এক টেলিগ্রাম চ্যানেলে আমার একটা পিডিএফ শেয়ার হতে দেখে অঝোরে কেদেছিলাম! আল্লাহ অবশ্যই আমার জন্য যথেষ্ট ভেবে চুপ করে থাকি। আপনাদের জন্য ভালোবাসা। জানেন ভাই! আমি এখন ভাইদেরকে প্রত্যক্ষ ভাবে মেসেজ দিতেও লজ্জা পাই, কতো চেনা ভাইদের কতো দূরের মনে হয়।
6th September '23

Replies
সম্ভবত আমি আপনাকে চিনেছি মহব্বতের ش...ভাই। ভাইজান আপনি পুণরায় যোগাযোগ করলে খুব খুব খুশি হতাম। খুঁজি কিন্তু পাইনা, ইল্মী কিছু প্রয়োজনে জরুরি‌ ছিল। সংকলন/নোটস গুলো খুজেছিলাম, কিন্তু পাইনি। আমি আপনার সম্পর্কে ভালো ছাড়া খারাপ জানি না। আর আপনি যদি কোন ভুল করেও থাকেন, অনুশোচনা ও আন্তরিক তাওবা বা ফিরে আসার পরেও আপনার আপনার প্রতি বিন্দুমাত্র দূরত্ব রাখা বরং আরো বড় অপরাধ ভাই। শুধু সেই আল্লাহ তা'আলাকেই ধন্যবাদ যিনি তাঁর বান্দাদের ভুল ত্রুটি গোপন রাখেন, রাখতে পছন্দ করেন, যে মানুষ রাখে তাকেও পছন্দ করেন।
আসসালামু আলাইকুম ভাই, আপনার আইডি একজন আমার পোস্টের কমেন্ট বক্সে দিয়ে বলেছেন আপনি বিয়ের জন্য দ্বীনি ভাইবোনদের পাত্রী পাত্রী খোঁজ দিয়ে সাহা্য্য করেন। আমি একজন মেয়ে এবং আমার ডিভোর্স হয়েছে। সাথে কয়েক অবিবাহিতা দ্বীনি বোন আছে। আপনি কি আমাদের কোনো ভাবে সাহায্য করতে পারবেন?
1st September '23

Replies
জি, ইন শা আল্লাহ। বোনদের অভিভাবক/ভাই/মাহরাম কাউকে দিয়ে বায়ো পাঠাতে বলতে পারেন। উনারা ফেসবুক মেসেঞ্জার অথবা কমেন্টে বললে what'sapp/email/contact number দেওয়া যাবে। এমন কেউ না থাকলে আমার ওয়াইফের আইডি চেয়ে কমেন্ট করলে লিঙ্ক দিবো, ইন শা আল্লাহ।
আপনার দ্বীনি লাইনে পড়াশোনায় একাডেমিক যোগ্যতা কী?
22nd June '23

Replies
সাধারণ মুসলিমের থেকে বেশি কিছু না, যার নিকটে আল্লাহর তাওহীদের থেকে অধিক পছন্দনীয় ও গুরুত্বপূর্ণ কিছু নেই। তামীম আদ-দারী রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত নবী কারীম ﷺ বলেন, ‘দ্বীন হচ্ছে যথাযথভাবে কল্যাণ কামনা করা’ কথাটি নবী কারীম ﷺ তিনবার বললেন। আমরা বললাম, কার জন্য? তিনি বললেন, 'আল্লাহর জন্য, তাঁর কিতাবের জন্য, তাঁর রাসূলের জন্য, মুসলিম নেতাদের জন্য এবং সাধারণ মুসলমানের জন্য'" [মুসলিম; ৫৫] হাদিসটির শারহ দেখুন, নাহলে মর্মার্থ উপলব্ধি করা সম্ভব নয়। মূলত যে উদ্দেশ্যে প্রশ্ন করেছেন উত্তর পেয়ে যাবেন। আল্লাহ, তাঁর দ্বীন এবং তাঁর রাসূল ﷺ-এর জন্য আমার-আপনার, আমাদের সকলের জীবন, জীবনের প্রতিটি বিষয় ও মুহূর্ত সবকিছু কুরবান হোক, আল্লাহুম্মা আমিন।
আপনি কি হাম্বলী ফিকহ ফলো করেন?
29th May '23

Replies
না, সালাফদের মধ্যে অধিকতর গ্রহণযোগ্য ও প্রসিদ্ধ মত অনুসন্ধান-যাচাই করে ফাত‌ওয়া দেন, এমন স্কলারদের থেকে ফাত‌ওয়া নিই।
ভাই বদদুয়ার পোস্ট আবু মুসাব না, এটা আব্দুল্লাহ ফাহাদ এরই লেখা। সে এভাবে লেখে আপনি ধ্রতে পারেন নি।এর আগেও সে এক ভাইকে এভাবে পোসট দিয়েছিল।ভুলে গেছেন আপ্নারা।
23rd February '23

মাইনুদ্দীনের কী হলো ভাই? ও তো আবার অনলাইনে এসে ভিন্নরকম কাজ করেছে। ত্বলিবরা কি নিজেদের টাকা হাশরের আগে পাবে না?
16th January '23

Replies
আমার সাধ্যানুযায়ী চেষ্টা করেছি, কষ্ট করে লিস্ট পৌঁছে দিয়েছি, এর বাইরে কিছু করার ক্ষমতা নেই ভাই।
আসসালামু আলাইকুম ভাই না চাইতেও আপনার আইডি দেখলে চোখের পানি চলে আসছে। দ্বীনের কিছু বিষয়ে এক অজানা অচেনা আবদার কাজ করে আপনাদের কয়েকজনের প্রতি। মনে হয় এখনো রাসূলুল্লাহর যোগ্য অনুসারীরা দুনিয়াতে আছেন মাশাআল্লাহ। অবাক হতাম আপনাদের কাজে সত্যতা ও সততা দেখে।বিশ্বাস করেন ফাহাদের সেন্টারের বিষয়েও অন্যান ভন্ড রাক্বীদের বিষয়ে আপনাদের শুরর দিকের চেষ্টা সত্যিই প্রশংসনীয়। তবে এখন কিছু দ্বীনি বোনদের সৎ চেষ্টা ও কাউকে এগিয়ে আসতে না দেখে অন্যবোনদের ভন্ডদের পক্ষপাত করতে দেখে তারা যে পদক্ষেপ গ্রহণ করেছে তাতে বিরক্ত কিংবা ফিতনা বলছেন। আর ঐ বোনদের উপর একের পর এক অপবাদ দেয়া হচ্ছে। আপনারা আপনাদেরই বোনদের নরপশুদের স্বীকার হতে দেখেও চুপ। কেন? হতে পারে বোন গুলো আপনার রক্তের সম্পর্কের কেউ না কিন্তু তাও উম্মাহর নারীদের হেফাজতের কাজ তো আমাদের রাসূল আপনাদের ই দিয়ে গেছেন নয় কী? আচ্ছা ভাবুন আপনাদের বর্তমানে ও উপস্থিতিতে আপনার মা-বোন -স্ত্রী-মেয়ের উপর এমন হচ্ছে না।পরবর্তীতে কোন একদিন আপনাদের অনুপস্থিতিতে তাদের সাথে যদি কোনো জালিমএমন লুলামি করে। কল্পনাই করতে পারছেন না তাই না! ভাই কিছু করুন এই কাযযবদের জন্য
28th December '22

দিনের পর দিন ফাহাদের ভক্তরা এট্যাক করছে,হুমকি দিচ্ছে,গালাগাল করছে! জুলুমের বিরুদ্ধে কিছু বলতেও পারবো না??? জোর করে দেড় লিটার তেল,২০/২৫ চামচ লবন খাওয়ানো কি জুলুম না?ইচ্ছা মতো গ্লু স্টিক দিয়ে পিটানো জুলুম না?লবন পানি তো কমন... প্রেশার লো হয়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পরেছিলাম,জালিমগুলো সবই দেখেছে! এসব জুলুমের বিরুদ্ধে বলবো না? চুপ হয়ে যাবো?? এদের ভুলভাল কাউন্সিলিং এর জন্য ঘরের মধ্যে ঝগড়াঝাটি,মারামারি,ভুল বোঝাবুঝি... লা'আনত এর আমল এদের জন্য সব সময় জারি আছে,তবুও এদের শাস্তি দেখতে চাই দুনিয়াতে।।আল্লাহর গজব নাযিল হোক এদের উপর...
31st October '22

ফাহাদের বিরুদ্ধে কিছু লিখা পোস্ট করায় তার ভক্তরা এসে ঝগড়া করলো গালাগাল করলো অপবাদ দিলো বদ দোয়া দিলো।পুরো পাব্লিক দেখলো বসে বসে।কেউ কিছুই বললো না... এই ভক্তদের এতো সাহস হয় কিভাবে আমি এটা একটু বুঝতে চাই!!
31st October '22

রাকি আব্দুল মালেক ভাই শুধু রোগীদের কামড়ানোর পক্ষেই না, তিনি এক নন মাহরাম মহিলার পায়ের বৃদ্ধাংগুলে কামড় দিয়েছিলেন। অবশ্য টিস্যু/কাপড় কিছু একটার আবরণ ছিল
6th September '22

আসসালামু আলাইকুম ভাই। আমার একজন ভালো রাকি প্রয়োজন রুকিইয়া করানোর জন্য।আপনি কি কারো ঠিকানা দিতে পারবেন।ঢাকার মধ্যে।
5th September '22

Replies
অপরিচিত, শুধু অনলাইনে পরিচিত, অফলাইনেও সম্পূর্ণ রূপে পরিচিত ও বিশ্বস্ত নয় এমন কাউকে রিকমেন্ড করা বাদ দিয়েছি। ঢাকার বাইরে ফখরুজ্জামান ইমরান ভাই, শামস আল রিফাত ভাই আছেন, কুষ্টিয়ায় আমার এক বন্ধুর 'কুরআনিক কিওর' আছে। পরিচিত আরো আছেন, তবে বিস্তারিত জানি না উনাদের বিষয়ে।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, ভাই। আমার জন্য অনেক করে রবের কাছে দুআ করেন । তিঁনি যেনো আমার দুআ কবুল করে নেন। আমাকে দ্বীন ইসলামের প্রতিটি বিষয়ে ইলম ও আমলের তৌফিক দেন। সর্বোপরি জান্নাতে দাখিল করে নেন ইনশাআল্লাহ। ভাই , দুআতে রাখবেন। আল্লাহ আপনাকে কবুল করুন। আমীন।
10th June '22

মাইনুদ্দিনের মাদরাসাই কি ইলম ওয়েব নামে চালু করতে যাচ্ছেন? যতই করেন লাভ নেই।
28th July '21

Replies
এটা নতুন প্লাটফর্ম, একজন সিনিয়র ভাইয়ের সাথে কিছু আলিম ভাই আছেন, তাওহীদ ও আকিদাহ কেন্দ্রিক দাওয়াহকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য। মাইনুদ্দিনের খোঁজ ওর কাছে যেয়ে নিন, ভালোই মিল মহব্বত হবে, আপানাদের মতোই ভন্ড তো। মাইনুদ্দিনের অপরাধকে সামনে আনা থেকে শুরু করে, অপকর্ম উন্মোচন, শিক্ষার্থীদের রিফান্ডের জন্য প্রচেষ্টা সবকিছুই আল্লাহ্ তা'আলা উক্ত বড়ভাইদের মাধ্যমে করিয়েছেন। যারা অপরাধ উন্মোচন করলো, তাদের‌ই বিপক্ষে লাগছেন। অর্থাৎ এটা স্পষ্ট যে- আপনাদের মূল সমস্যা সালাফদের আকিদাহ নিয়ে, মাইনুদ্দিনের অপরাধ আপনাদের কাছে মূখ্য নয়। হিংসায় জ্বলে পুড়ে মরুন, আল্লাহ্ তা'আলা কবুল করুন।
পাত্রী লাগবো মোর। ম্যানেজ কইরা দিবেন?
18th July '21

Replies
সরাসরি এতটুকু বলার হিম্মত না থাকলে বিবাহ করার দরকার নেই।
ফাহিম ভাই নিজের ফেসবুক নাম ভাই রেখেছেন কেন? সবাইকে ভাই বক্তে বাধ্য করছেন কেন তিনি?
25th April '21

আমার ব্যাক্তিগত অনুরোধ থাকবে,IOA এর ইসলামিক শিয়ার সংক্রান্ত যে সিরিজটি চালাচ্ছিলেন সেটা আপনি নিজের মতো করে শেষ করেন(পড়া নেওয়া লাগবেনা),আই ও এর গ্রুপেও কাজ করতে হবেনা, নিজের আইডিতেই সব গুলো লিখিত দিন। তাহলে সেটা ফলো করবোঃ ৩৬৫দিনের বানান,প্রতিদিন একটি করে নতুন অভ্যাস গড়ে তুলবো। আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দিন(আমীন)-Mingburnu
21st April '21