News24 TV Twenty-Four Hour Bangladeshi News Channel
News24 Live TV
সর্বশেষ

চা ওয়ালা তিনবার প্রধানমন্ত্রী হওয়ায় কংগ্রেস ছটফট করছে: নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক
চা ওয়ালা তিনবার প্রধানমন্ত্রী হওয়ায় কংগ্রেস ছটফট করছে: নরেন্দ্র মোদি

একজন চা ওয়ালা কীভাবে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা ভেবেই ছটফট করছে কংগ্রেস নেতারা। এমন এক উক্তি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত বুধবার (২৬ জুন) ওম বিড়লা দ্বিতীয় লোকসভার স্পিকার হওয়ার পর কংগ্রেসকে একহাত নেন মোদি। এসময় তিনি কংগ্রেস নেতাদের বক্তব্য ‘চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন’ হিসেবে আখ্যা দেন।

লাইভ হিন্দুস্থানের প্রতিবেদনের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছেন।

সেখানে বলা হয়, সোমবার সংসদে রাহুল গান্ধীর ভাষণের পরদিন এনডিএ সাংসদদের সংসদীয় রীতিনীতি, নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন মোদি। সেইসঙ্গে সংসদে কীভাবে আচরণ করতে হবে, কীভাবে কাজ করতে হবে, কী দায়িত্ব পালন করতে হবে, কীরকম মন্তব্য করতে হবে, সেসব বিষয়গুলো বর্ষীয়ান সদস্যদের থেকে শেখার পরামর্শও দেন তিনি।

এদিকে লোকসভায় ভাষণের আগে সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে বিজেপি সাংসদদের পাশাপাশি এনডিএ জোটের অন্যান্য দলগুলোর আইনপ্রণেতারাও হাজির ছিলেন। আগে সংসদ অধিবেশনের সময় সংসদীয় দলের বৈঠকে শুধুমাত্র বিজেপি সাংসদদের উদ্দেশ্যে বার্তা দিতেন মোদি।

এবার বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেজন্য এনডিএ জোট শরিকদের সমর্থনে সরকার গড়েছেন মোদি।

বিষয়টি নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, ‘সাংসদের আচার-আচরণ নিয়ে আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে নিয়ম মেনে প্রত্যেক সাংসদকে নিজের লোকসভা এলাকার বিষয় তুলে ধরতে হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পারদর্শিতা অর্জনের পরামর্শও দিয়েছেন তিনি। সেটা পানি হোক, পরিবেশ হোক বা সামাজিক ক্ষেত্র হোক। সেইসব ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করতে বলেছেন তিনি। ’

উল্লেখ্য, ভারতের ১৮তম লোকসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোটের সংসদে শক্তি বেড়ে যাওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারকে বেশ ভালোই টক্কর দিচ্ছে তারা।

news24bd.tv/SC