ইসলাম শিক্ষা বইয়ের মলাটে দুর্গার ছবি, বিতর্কের ঝড়
০৬ জানুয়ারি ২০২৪, ১১:১০ এএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ১১:১০ এএম
বছরের প্রথমদিনে বই হাতে পেয়ে খুশিতে মাতোয়ারা শিক্ষার্থীরা। অথচ দুদিন পরই ছাপার ভুলের কারণে বই ফেরত দিতে হচ্ছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের। তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বই ছাপায় বড় রকমের ভুলের কারণে তা তুলে নেওয়া হচ্ছে।
একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন খোদ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, ১ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সারাদেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। তবে তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের কিছু বইয়ের মলাটের নিচের অংশে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার ছবি রয়েছে। এটি হিন্দু ধর্ম শিক্ষার ইংরেজি ভার্সনের বইয়ের মলাট। দ্রুত বইটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। বিষয়টি নজরে আসার পরপরই তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বই তুলে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে এনসিটিবি।
এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, এটা ছাপাখানার ভুল। ভুলটা হলো- ইসলাম শিক্ষা বইয়ের উল্টো পাশে হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের ইংরেজি ভার্সনের মলাট রয়ে গেছে। এটা জানার পরপরই আমরা বই তুলে নেওয়ার নির্দেশনা দিয়েছি। শুনেছি ৪০টি বইয়ে এমন ভুল হয়েছে। সাতক্ষীরার একটি স্কুলে এমন ভুল ছাপা বই পাওয়া গেছে। নতুন করে বই ছাপিয়ে দ্রুত শিক্ষার্থীদের বইটি দেওয়া হবে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
হিমেল হায়দার নামে একজন ফেসবুকে লিখেছেন, এরা সুপরিকল্পিতভাবে ইসলামকে ধ্বংস করে ভারতের হিন্দুত্ববাদ এদেশে চালু করতে চাচ্ছে। অচিরেই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নয়তো ইসলাম বিদ্বেশীরা আরও সাহস পাবে।
দেলোয়ার হোসেন নামে একজন লিখেছেন, এটা কর্তৃপক্ষের দায়িত্বহীনতা। এদের শাস্তির আওতায় আনতে হবে।
আলি আহমেদ চৌধুরী নামে একজন লিখেছেন, এটা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ইসলামকে ধ্বংসের পায়তারা করছে। এটি কোনো ভুল নয়। সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ এ রকম দৃষ্টতা দেখাতে না পারে।
আলমগীর হোসাইন নামে একজন লিখেছেন, মৃনাল কান্তি দাস আজান ও নামাজ নিয়ে মন্তব্য করার পরও যখন মুসলিমরা তাকে ভোট দেওয়ার জন্য তার পেছনে ঘুরে, সেই দেশের কপালে দুঃখ ছাড়া কিছু নেই। আর এ ব্যাপারে মানুষকে বলেও কোনো লাভ হবে না মনে হয় আমার।
কাওসার নামে একজন লিখেছেন, এই ঘৃণ্যকান্ডে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
বাদশা নামে একজন লিখেছেন, এটি ছাপিয়েছে তো ভারতের প্রেস। তারা তো চায় বাংলাদেশে ইসলাম ধর্ম না থাকুক। এজন্য তারা পরিকল্পিতভাবে এ দেশ থেকে ইসলামকে ধ্বংসের পায়তারা করছে।
ফাইদুল ইসলাম নামে একজন লিখেছেন, যান্ত্রিক ত্রুটি হলে কোনো সমস্যা নেই। তবে ইচ্ছে করে হলে ধিক্কার জানায়। মনিরুল ইসলাম নামে একজন লিখেছেন, রাতের অন্ধকারে ভোটের মতো ছাপিয়েছে মনে হয়।
কামরুজ্জামান আরিফ নামে একজন লিখেছেন, এ ধরনের কর্মকান্ড দেখে অনেকের মতো আমি খুব বেশি অবাক, বিরক্ত, আশ্চর্য বা দু:খিত কোনোটায় হয়নি। কারণ আমি মনে করি- এগুলো পরিকল্পিতভাবেই করা হচ্ছে। আগামীর প্রজন্মকে নৈতিকতা বিবর্জিত নামে মাত্র মুসলমান এবং বর্বর একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সুগভীর চক্রান্তের অংশ হিসেবেই শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করেছে একটি মহল।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
Comments
এই বিভাগের আরও
আরও পড়ুন
রিয়াদ ভাই দলকে চাঙ্গা করে রাখেন: শরিফুল
সরকার ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ নির্মূলে অঙ্গীকারবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী
পিএইচডি ডিগ্রি অর্জন
২০ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
ব্রিকসে বাংলাদেশের যোগদানে চীনের সমর্থনের আশ্বাস
যশোর সদরে রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে ইভিএম
চলতি মৌসুমে ইউরোপে যাচ্ছে সাতক্ষীরার আম
টেকনাফে দাম্পত্য কলহে ছেলের ছুরিকাঘাতে পিতা খুন, প্ররোচনাকারী স্ত্রী আটক, ছেলে পলাতক
আমাদের শিশুরা পিছিয়ে থাকবে না: প্রধানমন্ত্রী
নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতা : সাবেক চেয়ারম্যানসহ ২ জন গ্রেফতার
দেড় দশক পর মুখোমুখি ভারত-আয়ারল্যান্ড
বিপুল ভোটে জয়ী ক্লডিয়া, প্রথম মহিলা প্রেসিডেন্ট পেল মেক্সিকো
পাকিস্তানের কয়লা খনিতে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল অন্তত ১১ জনের!
এভাবেও ফিরে আসা যায়…
ম্যাজিকের গ্যারান্টি নেই, ভেলকি দেখাতে গিয়েই ধরাশায়ী বঙ্গ-বিজেপি
সমালোচনার মুখে নিউ ইয়র্কের পিচ
তারাকান্দায় সাজাপাপ্ত আসামিসহ গ্রেফতার-৫
বাংলাদেশে বসেই শিক্ষার্থীদের যুক্তরাজ্যের ডিগ্রি অর্জনের সুযোগ
ফ্রান্স-ইংল্যান্ডের সাথে ফেভারিট জার্মানিও
ইউভেন্তুস-অ্যালেগ্রি সমঝোতা