পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার শর্তে মুক্তি দিলেন আদালত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে মামলার অভিযোগ গঠনের দিন দুই আসামি দোষ স্বীকার করে নেয়ায় কারাদণ্ডের পরিবর্তে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার শর্তে প্রবেশনে মুক্তি দেন আদালত। এ সময় দুটি এতিমখানায় বাংলা অনুবাদসহ দুটি কুরআন শরিফ দেয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দিয়েছেন। আব্দুর রহিম (৩০) ও মোহাম্মদ হোসেন (৪২) এক কেজি গাঁজাসহ নগরীর বন্দর থানায় গ্রেপ্তার হয়েছিলেন।

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ রায়হাদ চৌধুরী (রনি) বলেন, গত ২২ মে বন্দর থানার পোর্ট কলোনি ১ নম্বর রোডের নতুন মার্কেট জামে মসজিদের সামনে থেকে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ হোসেন ও আব্দুর রহিমকে গ্রেপ্তারের ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়। গাঁজা জব্দের মামলায় দুই আসামির বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত হয়ে দুই আসামি দোষ স্বীকার করেন। 

এই সময় আদালত দুই আসামিকে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ও দুটি এতিমখানায় দুজনকে বাংলা অনুবাদসহ দুটি কুরআন শরিফ দেওয়ার আদেশ দিয়েছেন।পরে তাদের মুক্তি দিয়েছেন আদালত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন


দেশের খবর

বগুড়ায় ঝড়-বৃষ্টি ভাবিয়ে তুলছে বোরোচাষীদের

প্রিন্ট করুন

এইচ আলিম, বগুড়া

মে ২২, ২০২৪

বগুড়ার শাজাহানপুরে ধান কেটে ঘরে তুলছেন কৃষক ছবি: নিজস্ব আলোকচিত্রী

বোরো ধান কাটা শুরু হওয়ার পর বগুড়ায় কয়েক ধাপে ঝড়-বৃষ্টি হয়েছে। গত রোববার রাতে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। সোমবার এবং গতকাল মঙ্গলবার হালকা বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৪৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে। তবে কয়েক দিনের ঝড় ও বৃষ্টির পর মেঘলা আকাশ ভাবিয়ে তুলেছে কৃষককে।

কৃষকরা বলছেন, ধানের ফলন বেশি হলেও ঝড়-বৃষ্টি নিয়ে শঙ্কিত তারা। দুর্যোগের আগে ধান কেটে ঘরে তুলতে না পারলে লোকসানে পড়তে হবে। এছাড়া ঝড়-বৃষ্টির কারণে ফলন বিপর্যয়ও হতে পারে।

সাধারণত এপ্রিলের শেষে বগুড়ায় আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়। গতকাল পর্যন্ত ৪৫ শতাংশ ধান কাটা হয়েছে। কাটার পর মাড়াই করে সেগুলো শুকানোর কাজ চলছে। মধ্য জুন পর্যন্ত জেলায় ধান কাটার কাজ চলবে।

বগুড়ার কাহালু উপজেলার মো. আব্দুল বাছেদ জানান, বৃষ্টির আগে ছয় বিঘার মধ্যে তিন বিঘা জমির ধান কাটা হয়েছে। সেগুলো শুকিয়ে বিক্রিও করা হচ্ছে। বাজারে এবার চিকন ধান ১ হাজার ২২০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। আর মোটা ধান ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকা। দুদিন হালকা ঝড় ও বৃষ্টি হয়েছে। এ কারণে ধান কাটা যায়নি। তবে ঝড়-বৃষ্টি বেশি হলে ধানের ফলন কমে যাবে। ঝড়-বৃষ্টির সঙ্গে কারেন্ট পোকা দেখা যাচ্ছে, যা ধানের দানায় বসে চুষে খেয়ে ফেলছে। পরে এসব ধান চিটা যাচ্ছে।

বগুড়া সদর উপজেলার বাঘোপাড়ার মো. ফিরোজ জানান, ধান কাটার পর পরই গত রোববার বৃষ্টি শুরু হয়। শ্রমিক দিয়ে ভেজা ধান ঘরে তুলে রাখা হয়। মাড়াই করতে গিয়ে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃষ্টির পর জমিতে কিছু পানিও জমে ছিল। পরে অবশ্য পানি নেমে যায়। কিন্তু বড় ঝড়-বৃষ্টি হলে ধানের ফলন বিপর্যয় হতে পারে। ঝড়ের কবলে যেন না পড়তে হয়, এজন্য অনেকেই ধান কেটে নিচ্ছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলায় ১ লাখ ৮৭ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৪৩২ টন। এখন পর্যন্ত ৪৫ শতাংশের বেশি ধান কাটা হয়েছে।

অধিদপ্তরের উপপরিচালক মো. মতলুবর রহমান বণিক বার্তাকে বলেন, ‘বগুড়ায় বোরো ধান কাটা চলছে। এখন পর্যন্ত ধানের ফলন ভালো পাওয়া যাচ্ছে। উচ্চ ফলনশীল জাতের কারণে চাষীরা ভালো ফলন পাচ্ছেন। ধানখেতে বৃষ্টির পানি থাকলে কোনো ক্ষতি হবে না। তার পরও মাঠের খবর রাখা হচ্ছে।’


দেশের খবর

ময়মনসিংহে গর্তে মিলল নারীসহ দুই শিশুর মরদেহ

প্রিন্ট করুন

বণিক বার্তা প্রতিনিধি, ময়মনসিংহ

মে ২২, ২০২৪

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে গর্ত থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গর্ত থেকে এক শিশুর মরদেহ টেনে বের করে শিয়াল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ মাটি খুঁড়ে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে। বেশ কয়েক দিন আগে মরদেহ মাটিচাপা দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই নারীর বয়স ৩৫। আর শিশু দুটির বয়স যথাক্রমে তিন ও ছয় বছর হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার ও ত্রিশাল থানার ওসি কামাল হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শামীম হোসেন জানান, মরদেহগুলো ক্ষতবিক্ষত। ফলে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

পিবিআই ময়মনসিংহের এসপি রকিবুল আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মেশিন দিয়ে ফিঙ্গার প্রিন্ট নেয়ার চেষ্টা হয়েছে কিন্তু আঙুল পচে যাওয়ায় তা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় শনাক্ত করতে জেলা পুলিশ ও পিবিআই যৌথভাবে তদন্ত করছে।

ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, সম্ভবত সপ্তাহখানেক আগে ওই নারী ও দুই শিশুকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাদের হত্যার পর মরদেহ এখানে এনে পুঁতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


দেশের খবর

ধান সংগ্রহ

প্রিন্ট করুন

বণিক বার্তা প্রতিনিধি, দিনাজপুর

মে ২২, ২০২৪

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

দিনাজপুরের বিরামপুরে সরকারি খাদ্যগুদামে বোরো ধান, চাল ও গম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। চলতি বোরো মৌসুমে বিরামপুর (চরকাই) খাদ্যগুদামে ৩২ টাকা কেজি দরে ১ হাজার ৫৮১ টন ধান, ৪৫ টাকা কেজি দরে ৪ হাজার ৭৪০ টন চাল ও ৩৪ টাকা কেজি দরে ২০ টন গম সংগ্রহ করা হবে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর।