ঢাকা মঙ্গলবার, ১৪ মে ২০২৪

ধর্ম নিয়ে শিক্ষকের কটূক্তি, প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ধর্ম নিয়ে শিক্ষকের কটূক্তি, প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিশ্বনাথে বিক্ষোভ মিছিল। ছবি: সমকাল

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৪ | ০৩:৪১ | আপডেট: ১২ মে ২০২৪ | ১১:৩০

সিলেটের বিশ্বনাথ উপজেলায় একে আজাদ নামে এক শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম, মহানবী হযরত মুহম্মদ (সঃ) এবং ক্বাবা শরিফ নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। ইংরেজিতে লেখা তার ফেসবুক আইডি একে আজাদ এবং বাংলায় লেখা ‘দর্শনের স্কুল’ নামের একটি ফেসবুক গ্রুপে নানা অবমাননাকর মন্তব্য লিখেছেন তিনি। সেই পোস্ট ও লেখাগুলোর স্কিনশর্ট শুক্রবার রাত থেকে ভাইরাল হয়।

এ ঘটনায় ফুঁসে উঠেছেন বিশ্বনাথবাসী। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হাজারো জনতা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি আল-হেরা শপিং সিটির সামন থেকে বের হয়ে বিশ্বনাথ নতুন ও পুরাতন বাজারের সবকটি সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘আজাদের ফাঁসি চাই’, ‘নাস্তিক আজাদ গেল কই, প্রশাসন জবাব চাই’ ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ বলে শ্লোগান দেন বিক্ষোভকারীরা। এরপর স্থানীয় বাসিয়া ব্রিজের উপর মিছিল পরবর্তী সংক্ষিপ্ত এক পথ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা দু’টি দাবি তুলে ধরেন। দাবি দু’টির একটি হচ্ছে- ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষক আজাদকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার করা। আর দ্বিতয়টি হচ্ছে  রামসুন্দর হাইস্কুল ও সরকারি চাকরি থেকে ওই শিক্ষককে বরখাস্ত করা। তার না হলে রোববার কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানানো হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ মোবারক হোসেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×