Post

Conversation

Read this after translating BJP must make a video and make it viral! "ছেলেটির নাম প্রীতম মন্ডল। বাবার নামটা একটু পরে বলছি। মায়ের নাম পদ্মা মন্ডল। তাদের বাড়ী সন্দেশখালি বিধানসভার অন্তর্গত হাটগাছি অঞ্চলের রাজবাড়ী এলাকায়। কিন্তু বর্তমানে তাদের অন্যত্র বাস করতে হয় নিরাপত্তার কারণে। কয়েক বছর ধরে তারা তাদের মূল বাড়ীতে থাকে না নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। ছেলেটি উচ্চ মাধ্যমিকে ১৪ তম স্থান দখল করেছে। খুব ভালো রেজাল্ট। যে কেউ বলবেন। কিন্তু এইরকম রেজাল্ট তো অনেকেই করে। তাহলে আলাদা করে এই ছেলেটির কথা উল্লেখ করছি কেন ? বিশেষ কি কারণ রয়েছে ? কারণটা শুনলে আপনারা বলবেন যে রেজাল্ট টা অসাধারনের চাইতেও বেশী। কারণ যে মানসিক অবস্থার মধ্য দিয়ে ছেলেটি গত পাঁচ বছর ধরে চলছে, তাতে অসাধারণ মানসিক দৃঢ়তা না থাকলে এই রেজাল্ট সম্ভব নয়। প্রীতম মন্ডলের বাবার নাম প্রদীপ মন্ডল। পাঁচ বছর আগে জামাই ষষ্ঠীর দিন শাজাহান শেখের বাহিনী তাকে জলে চুবিয়ে,কুপিয়ে, গুলি করে নৃশংসভাবে হত্যা করেছিল। আবার বলি,প্রথমে জলে চুবিয়ে তারপর কুপিয়ে তারপর চোখে গুলি করে। তার অপর দুই সঙ্গী দেবদাস মন্ডল ও সুকান্ত মন্ডলকেও অত্যন্ত বর্বর নৃশংসভাবে হত্যা করেছিল। একজনের দেহ পাওয়াই যায় নি।জেহাদিরা লাশ পর্যন্ত গায়েব করে দিয়েছিলো। নেতৃত্বে ছিল ওই অঞ্চলের তখনকার প্রধান। পাক্কা জেহাদি। প্রদীপ মন্ডল হিন্দু সংহতির অত্যন্ত সক্রিয় লড়াকু কার্যকর্তা ছিলেন। প্রয়াত তপন ঘোষের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। সমান সংখ্যা বা কিছু বেশী সংখ্যা নিয়ে প্রদীপ মন্ডলদের মুখোমুখি হবার সাহস শাজাহান শেখদের ছিল না। সেজন্যে হাজারের বেশী সংখ্যা নিয়ে আচমকা হামলা চালিয়েছিল তিনজনের উপর। পুলিশ নীরব দর্শক ছিল। নীরব থেকে পরোক্ষে শাজাহান বাহিনীকে সহযোগিতা করেছিল। পাঁচ বছর ধরে একটা অব্যক্ত যন্ত্রণা বুকে বয়ে বেড়াচ্ছে প্রদীপ মন্ডলের বিধবা স্ত্রী পদ্মা মন্ডল ও তার দুই ছেলে। এই ছেলেটি দুই ভাইয়ের মধ্যে বড়ো। ওই বর্বর ঘটনার সময়, তার বাবার নৃশংস মৃত্যুর সময় তার বয়স ছিল আনুমানিক ১৩. পুরো বিষয়টা তার মনে আজো জীবন্ত। সেই যন্ত্রণা বুকে নিয়ে নিজের পড়াশোনা সম্পূর্ণ নিষ্ঠার সাথে চালিয়ে গিয়েছে। সাধারণ কোন ছেলের পক্ষে এটা সম্ভব নয়। আমরা আমাদের হিন্দু সংহতির পরিবারের ছেলে প্রীতম মন্ডলকে তার প্রশংসনীয় ফলের জন্য অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। আপনাদের কাছেও প্রীতমের জন্য আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করছি। প্রীতমের ছবির(কোট প্যান্ট পরা) পাশাপাশি তার বাবা স্বর্গীয় প্রদীপ মন্ডলের ছবিটাও আপনাদের চেনার জন্য দিচ্ছি
Image
Image
Image
1

New to X?

Sign up now to get your own personalized timeline!
Sign up with Apple
Create account
By signing up, you agree to the Terms of Service and Privacy Policy, including Cookie Use.
Something went wrong. Try reloading.
Retry