সম্পূর্ণ নিউজ সময়
২ টা ৩ মিনিট, ৩ মে ২০২৪

শিক্ষকের শাস্তির ‘প্রতিশোধ’ নিতে স্কুল ভবন গুঁড়িয়ে দিলেন তুর্কি অভিনেতা!

শৈশবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি দিয়েছিলেন শিক্ষক। বড় হয়ে সেই শাস্তির ‘প্রতিশোধ’ নিতে স্কুল ভবনই ভেঙে দিয়েছেন এক ছাত্র। এমন অদ্ভূত ও বিরল ঘটনা ঘটেটে তুরস্কে।

স্কুলের সামনে তুর্কি অভিনেতা চাগলর ইরতুগ্রল। ছবি: সংগৃহীত
স্কুলের সামনে তুর্কি অভিনেতা চাগলর ইরতুগ্রল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

১ মিনিটে পড়ুন

তুর্কি অভিনেতা চাগলর এরতুগ্রুল। শৈশবে স্কুলে শৃঙ্খলা ভঙ্গের জন্য  শিক্ষক তাকে শাস্তি দিয়েছিলেন। সেই শাস্তির প্রতিশোধ নিয়েছেন তিনি। 

 
তবে শিক্ষকের ওপর নয়, স্কুলের ওপর। শৈশবের সেই স্কুল ভবন কিনে নিয়ে তা গুঁড়িয়ে দিয়েছেন। তবে এমন ঘটনায় কঠোর সমালোচনার মুখে পড়েছেন ওই অভিনেতা। 
 
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও প্রকাশ করেছেন চাগলর। সেখানে তিনি বলেছেন, 

আমি যখন ছোট ছিলাম এবং এই স্কুলে পড়তাম, আমার শিক্ষকরা পাঠে মনোযোগ না দেয়ার জন্য আমাকে বেশ কয়েকবার মারধর করেছিলেন। তিনি বলেন, এ স্কুলে পড়ার সময় যে শিক্ষকরা আমাকে মারধর করেছে, আমি তাদের অপব্যবহারের প্রতিশোধ নিয়েছি।

 

তুর্কি অভিনেতার ইনস্টাগ্রামে কয়েক লাখ ফলোয়ার রয়েছে। যাদের অনেকেই জনপ্রিয় অভিনেতার এমন অদ্ভূত কাণ্ডের জন্য সমালোচনা করছেন।
 
 
যদিও তুর্কি অভিনেতার স্কুল ভেঙে ফেলার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এছাড়া তুর্কি বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও এ নিয়ে কোনো প্রতিবেদন করা হয়নি।
 
অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, অভিনেতা যে স্কুলের ছবি প্রকাশ করেছেন, তা এক বছর আগে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল।
 
গত বছরের ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭.৮ ও ৭.৬। 
 
স্মরণকালের ভয়াবহ এ ভূমিকম্পে হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।

আরও সময় সংবাদ