সম্পূর্ণ নিউজ সময়
২২ টা ২৩ মিনিট, ৩ মে ২০২৪

স্ত্রীকে পিটিয়ে হত্যা কাজাখ মন্ত্রীর, সামনে এলো ভয়ংকর সিসিটিভি ফুটেজ

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কাজাখস্তানের সাবেক অর্থমন্ত্রী কুয়েঞ্জিক বিশিমবায়েভের বিরুদ্ধে। গত বছরের ৯ নভেম্বর দেশটির একটি রেস্তোরাঁয় এই রোমহর্ষক ঘটনা ঘটে। সম্প্রতি ওই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সামনে আসার পর দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে।

হত্যাকাণ্ডের শিকার সালতানাত নুকেনোভা। ছবি: সংগৃহীত
হত্যাকাণ্ডের শিকার সালতানাত নুকেনোভা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

২ মিনিটে পড়ুন

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত নভেম্বর মাসে কাজাখাস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির একটি রেস্তোরাঁয় দেশটির সাবেক মন্ত্রী কুয়েঞ্জিক বিশিমবায়েভের স্ত্রী সালতানাত নুকেনোভার মরদেহ পাওয়া যায়। রেস্তোরাঁটি ছিল বিশিমবায়েভের এক আত্মীয়ের মালিকানাধীন। মারা যাওয়ার আগে স্বামী-স্ত্রী সেখানে একদিন সময় কাটিয়েছেন।

 
হত্যাকাণ্ডের ঘটনায় করা এক মামলার শুনানিতে সম্প্রতি সালতানাতকে তার স্বামীর মারধরের আট ঘণ্টার দীর্ঘ এক ভিডিও দেখানো হয়। ভিডিওতে দেখা যায়, ৪৪ বছর বয়সি সাবেক কাজাখ অর্থমন্ত্রী বিশিমবায়েভ তার ৩১ বছর বয়সি স্ত্রীকে বারবার লাথি ও ঘুষি মারছেন। এমনকি ভিডিওতে স্ত্রীকে চুল ধরে টেনে নিয়ে একটি আলাদা রুমে নিয়ে যেতে দেখা যায়।
 
শুনানিতে প্রসিকিউটর বলেন, সালতানাত টয়লেটে লুকিয়ে পালানোর চেষ্টা করলে বিশিমবায়েভ ‘দরজা ভেঙ্গে তাকে গলা চেপে বের করে আনেন এবং তাকে মারধর করতে থাকেন। এই সময় সালতানাত অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
 
 
প্রায় ১২ ঘণ্টা ধরে সালতানাতের রক্তমাখা দেহ মাটিতে পড়েছিল। পরে চিকিৎসক ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করেন।ময়নাতদেন্তের প্রতিবেদন অনুযায়ী, মস্তিষ্কে উপর্যুপরি আঘাতের কারণে সালতানাত মারা গেছেন। তার নাক, মুখ, মাথা, বাহুতে এবং হাতে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
 
বিশিমবায়েভর বিরুদ্ধে চরম সহিংসতার পাশাপাশি হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
 
এদিকে এই বর্বর হত্যাকাণ্ডের প্রভাব কাজাখস্তান ছাড়াও রাশিয়া এবং তার বাইরেও ছড়িয়ে পড়ছে এবং প্রথাগত লিঙ্গ বৈষম্য নিয়ে ক্ষোভ ও বিতর্ক উসকে দিয়েছে।
 
 
জনরোষের মধ্যে দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ ১৫ এপ্রিল একটি নতুন আইনে স্বাক্ষর করেছেন, যাতে নারী ও শিশুদেরকে আঘাত করাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে কারাবাসের শাস্তির বিধান রাখা হয়।
 
দুর্নীতির দায়ে ২০১৭ সালে বিশিমবায়েভকে গ্রেফতার করা হয়েছিল। ওই সময় তার ১০ বছরের সাজা হয়েছিল। তবে সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের প্রিয়ভাজান হওয়ায় সাধারণ ক্ষমা পেয়ে তিন বছরেরও কম সময়ের মধ্যে কারাগার থেকে মুক্তি পান।
 

আরও সময় সংবাদ