
১৬ই নভেম্বর, একাত্তরে পাকি হার্মাদ বাহিনীর কলজে পানি করা, 'দাস পার্টি'র প্রতিষ্ঠাতা শহীদ জগতজ্যোতি দাস শ্যামা বীর বিক্রম'র ৪৬ তম মৃত্যুবার্ষিকী। রাষ্ট্রীয় ভাবে দিনটিকে স্মরণ করা হয়নি, আমাদের বিস্মরণের স্রোতে শহীদ জগতজ্যোতি দাস ভেসে গিয়েছেন।
অথচ, এই বীর মুক্তিযোদ্ধা'কে বীরশ্রেষ্ঠ উপাধি'তে ভূষিত করার কথা বলা হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর তাঁকে মরণোত্তর 'বীর বিক্রম' উপাধি দেয়া হয়, ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ১৫৪।
শহীদ জগতজ্যোতি দাস রইবেন সাধারণ মানুষের ভিড়ে। তাঁর আত্মার চিরশান্তি প্রার্থনা করি।
বাঙলার জ্যোতিঃ শহীদ জগতজ্যোতি দাস শ্যামা 'বীর বিক্রম
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
একাত্তর এসেছিলো বাঙলাদেশের মাটি থেকে অভিজাততন্ত্রের শেকড় চিরতরে উপড়ে ফেলার দুঃসাহস নিয়ে। একাত্তরের বীরেরা এসেছিলো ধর্ম, বর্ণ,...
...বাকিটুকু পড়ুন